৩১ মে-র মধ্যে প্যান-আধার লিঙ্ক না করালে কী কী বিপদ? জানাল আয়কর দফতর

Link PAN-Aadhaar

সময়সীমা ৩১ মে। অর্থাৎ হাতে আর মাত্র তিনটে দিন। তার মধ্যেই প্যান-আধার লিঙ্ক (PAN-Aadhar Link) সম্পূরক্ণ করতে হবে। না হলেই ঘোর বিপদ। অতিরিক্ত হারে টিডিএসের কাটা হবে। মঙ্গলবার সমাজ মাধ্যমে এ কথা স্মরণ করিয়ে দিয়েছে আয়কর দফতর।

Advertisements

আগামী ৩১ মে তারিখে প্যানের সঙ্গে আধার নম্বর লিঙ্ক করার সুযোগ শেষ হচ্ছে। সকলের কাছে এই ক’দিনের মধ্যে লিঙ্ক করে ফেলার আর্জি জানিয়েছে আয়কর দফতর। এক্সবার্তায় ভারতের আয়কর বিভাগ সকলকে মনে করিয়ে দিয়েছে যে, আগামী ৩১ মে-র মধ্যে প্যানের সঙ্গে আধার নম্বর লিঙ্ক না করা হলে অতিরিক্ত হারে টিডিএস বা ট্যাক্স ডিডাকশন অ্যাট সোর্স কাটা হবে

   

আয়কর দফতরের তরফে এক্সবার্তায় লিখা হয়েছে যে, ‘করদাতাদের কাছে আবেদন। দয়া করে আপনারা ৩১ মে, ২০২৪-এর মধ্যে প্যানের সঙ্গে আধার কার্ডের নম্বর লিঙ্ক করুন। এটা করলে আপনাদের অতিরিক্ত হারে কর কাটা হবে না।’

এর আগে গত ২৩ এপ্রিলও করদাতাদের প্যান-আধার লিঙ্ক করার কথা মনে করিয়ে একই কথা জানিয়েছিল আয়কর দফতর।

ক্লিক করুন এখানে…

Advertisements

প্যান-আধার লিঙ্ক কী?

প্যান অর্থাৎ (পার্মানেন্ট অ্যাকাউন্ট নম্বর) হল আলফানিউমেরিক ১০টি সংখ্যা। যাতে ইংরেজি বর্ণমালার কয়েকটি বর্ণ এবং কয়েকটি অঙ্কের সংখ্যা থাকে। ভারতের আয়কর দফতরে আবেদনের ভিত্তিতে প্যান কার্ড ইস্যু করা হয়। এর কোনও বয়সসীমা নেই। অন্যদিকে, আধার হল ১২ সংখ্যার একটি পরিচিতি নম্বর। একইভাবে ফর্ম পূরণ করে যে কোনও ভারতীয় বাসিন্দা আধারের আবেদন করতে পারেন ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়ার কাছে। সেখানে বয়সের প্রমাণপত্র, ছবি, ঠিকানার প্রমাণপত্র দিতে হয়।

প্যান-আধার সংযোগ কেন গুরুত্বপূর্ণ?

আয়কর বিভাগ করদাতাদের জন্য প্যান ও আধার সংযোগ বাধ্যতামূলক করে দিয়েছে। যাঁরা ৩১ মে-র মধ্যে এই সংযোগ করবেন না, তাঁদের অতিরিক্ত টিডিএস কাটা হবে। এঠাড়া সংযোগ না করালে তাঁদের প্যান কার্ড নম্বর নিষ্ক্রিয় হতে পারে। সেক্ষেত্রে ট্যাক্স রিটার্ন দিতে সমস্যা পড়তে হতে পারে। কর রিফান্ডের ইস্যু সঙ্কটময় হতে পারে। বেতন, মেয়াদি জমায় সুদ থেকে উচ্চ হারে টিডিএস কাটা হবে।