পুজোর আগেই পকেটে টান,শহরের সব বাজারেই সবজির দামে ঝাঁঝ

সামনেই পুজো৷ পুজোর শপিংয়ে ব্যাগ ভরে গেলেও সবজি বাজার(vegetable price)করে ব্যাগ ভর্তি হচ্ছে না আমজনমতার৷ রোাজই একটু একটু চলে বেড়েই চলেছে আনাজের দাম (vegetable price)৷…

fffbb পুজোর আগেই পকেটে টান,শহরের সব বাজারেই সবজির দামে ঝাঁঝ

সামনেই পুজো৷ পুজোর শপিংয়ে ব্যাগ ভরে গেলেও সবজি বাজার(vegetable price)করে ব্যাগ ভর্তি হচ্ছে না আমজনমতার৷ রোাজই একটু একটু চলে বেড়েই চলেছে আনাজের দাম (vegetable price)৷ যার জেরে মধ্যবিত্তের পকেটে পড়েছে টান৷ বিক্রেতাদের মতে,বন্যার জেরে প্রায় হাওড়া, হুগলি, মেদিনীপুরের বহু অংশই প্রায় জলের তলায় তলিয়ে গিয়েছে৷ যার জেরেই বাজারে প্রায় সবজির দাম(vegetable price) একেবারে আকাশছোঁয়া৷

যতদিন যাচ্ছে, সবজির(vegetable price) লাগামছাড়া দাম বৃদ্ধিতে পকেটে টান পড়ছে সাধারণ মানুষের। রোজই বাজারে (vegetable price) বেশিরভাগ জিনিসপত্রের দামের ক্ষেত্রে উল্লেখযোগ্য পরিবর্তন দেখা যাচ্ছে। বুধবার ছিল মহালয়া এদিনও বাজারে কেজি প্রতি বেগুন মিলছে ৪০ টাকায়, বড় পেঁয়াজ এক কেজির দাম ৪০ টাকা ও ছোট পেঁয়াজ প্রতি কেজিতে মিলছে ৭০ টাকায়। 

   

গাজর ৫০ টাকায়, লঙ্কা ৪০ টাকা, করলা ৬০ টাকা, বিনস ৪৫ টাকা ও ক্যাপসিকাম ৫৫ টাকা। এছাড়াও কুমড়ো বিক্রি হচ্ছে ২০ টাকা কিলো দরে। কিন্তু প্রতিদিন যে হারে বাড়তে শুরু করে দিয়েছে সবজির দাম৷ তার জেরে সমস্যায় পড়তে হচ্ছে পাইকারি থেকে খুচরো ব্যবসায়ীদের৷

এদিকে আলু প্রতি কেজিতে পাওয়া যাবে ২০ টাকায়। গাজর ৫০ টাকায়, লঙ্কা ৪০ টাকা, করলা ৬০ টাকা, বিনস ৪৫ টাকা ও ক্যাপসিকাম ৫৫ টাকা। এছাড়াও কুমড়ো বিক্রি হচ্ছে ২০ টাকা কিলো দরে।