ফের মধ্যবিত্তের কপালে হাত, মহালয়ার দিনই সবজির দামে আগুন

আজ মহালয়া৷ তারপরেই পুজো৷ কিন্তু পুজোর আনন্দে সকলে মেতে উঠলেও সবজির দাম(Vegetable Price) চড়চড় করে বাড়ছে৷ যার জেরে মধ্যবিত্তের পকেটে পরেছে টান৷ সবজি ব্যবসায়ীদের মতে,…

Price Fluctuations in Winter Vegetables at Week's End: What Are the Current Rates in Kolkata?

আজ মহালয়া৷ তারপরেই পুজো৷ কিন্তু পুজোর আনন্দে সকলে মেতে উঠলেও সবজির দাম(Vegetable Price) চড়চড় করে বাড়ছে৷ যার জেরে মধ্যবিত্তের পকেটে পরেছে টান৷ সবজি ব্যবসায়ীদের মতে, অকাল বৃষ্টির ফলে জল জমে ফসলের ক্ষতি হয়েছে, যার ফলেই দাম বৃদ্ধি পেয়েছে। পুজোতে আরও বাড়তে পারে বলেই ফল ব্যবসায়ী, সবজি ব্যবসায়ী এবং মাছ ব্যবসায়ীরা আশঙ্কা করছেন।

যতদিন যাচ্ছে, সবজির লাগামছাড়া (Vegetable Price)দাম বৃদ্ধিতে পকেটে টান পড়ছে সাধারণ মানুষের। রোজই বাজারে বেশিরভাগ জিনিসপত্রের দামের ক্ষেত্রে উল্লেখযোগ্য পরিবর্তন দেখা যাচ্ছে। মহালয়ার দিন সকালেই গতকালের তুলনায় হেরফের হয়েছে সবদির দাম (Vegetable Price)৷

   

চলুন এক নজরে দেখে নেওয়া যাক সেই তালিকা। পটল, ঢেঁড়স, বেগুন, ঝিঙে, আলু, আদা থেকে শুরু করে নিত্যপ্রয়োজনীয় বেশিরভাগ সবজি কিনতে গিয়ে দাম দেখে মাথায় হাত পড়েছে আমজনতার। আজ বাজারে কেজি প্রতি বেগুন মিলছে ৪০ টাকায়, বড় পেঁয়াজ এক কেজির দাম ৪০ টাকা ও ছোট পেঁয়াজ প্রতি কেজিতে মিলছে ৭০ টাকায়। ফলের বাজারে আপেল ছাড়া অন্যান্য ফলের দাম ১০০ টাকার উপরে। মাছে ভাতে বাঙালির মাছেও পড়েছে কোপ। সদ্য বাজারে আসা বাংলাদেশের সুস্বাদু ইলিশ মাছের দাম ১৭০০ টাকা কেজি। মাংসের বাজারেও দাম বৃদ্ধি পেয়েছে চড়চড়িয়ে। মুরগি ২০০ টাকা কেজি দর, খাসি ৮০০ টাকা, পাঁঠা ৯০০ টাকা কেজি দর।