Vi-এর মাত্র ৯৮ টাকার প্ল্যান, মিলছে আনলিমিটেড কলিং ও ডেটা’র সুবিধা, জানুন বিস্তারিত

টেলিকম প্ল্যানের দাম যেখানে দিন দিন বাড়ছে, সেখানে Vodafone Idea (Vi) তাদের গ্রাহকদের জন্য নিয়ে এসেছে একটি সাশ্রয়ী প্রিপেইড প্ল্যান যার দাম মাত্র ৯৮ টাকা।…

Vi Launches ₹98 Recharge Plan

টেলিকম প্ল্যানের দাম যেখানে দিন দিন বাড়ছে, সেখানে Vodafone Idea (Vi) তাদের গ্রাহকদের জন্য নিয়ে এসেছে একটি সাশ্রয়ী প্রিপেইড প্ল্যান যার দাম মাত্র ৯৮ টাকা। এই প্ল্যান মূলত সেইসব গ্রাহকদের জন্য যাঁরা ইন্টারনেট ব্যবহার তুলনায় কলিং বেশি করেন। ৯৮ টাকার এই প্ল্যান বর্তমান বাজার পরিস্থিতিতে গ্রাহকদের স্বস্তি এনে দিতে পারে।

Vi-এর প্ল্যানে আনলিমিটেড কলিং

Vi-এর এই ৯৮ টাকার প্রিপেইড প্ল্যানে গ্রাহকরা পাচ্ছেন ১০ দিনের সার্ভিস ভ্যালিডিটি। অর্থাৎ একবার এই রিচার্জ করালেই গ্রাহকরা ১০ দিন পর্যন্ত নিরবচ্ছিন্ন কলিং ও নেটওয়ার্ক ব্যবহার করতে পারবেন। এই প্ল্যানে গ্রাহকরা আনলিমিটেড লোকাল ও এসটিডি কল করতে পারবেন, যা সাধারণ কল ব্যবহারকারীদের জন্য যথেষ্ট উপযোগী।

   

ইন্টারনেট ব্যবহারেও মিলবে সুবিধা

এই প্ল্যানে গ্রাহকদের জন্য ২০০MB ডেটা অফার করা হচ্ছে। যদিও এটি বড় ডেটা ব্যবহারের জন্য যথেষ্ট নয়, তবে প্রাথমিক ইন্টারনেট ব্রাউজিং বা জরুরি ব্যবহারের জন্য এটি উপযোগী। গ্রাহক চাইলে আলাদা করে ডেটা প্যাক রিচার্জ করেও ইন্টারনেট ব্যবহার বাড়াতে পারেন।

Samsung Galaxy F36 5G স্মার্টফোন সুপার AMOLED স্ক্রিন ও OIS ক্যামেরা সহ আসছে , দাম নাগালেই

Advertisements

এই ৯৮ টাকার প্ল্যান মূলত তাদের জন্য আদর্শ, যারা ফিচার ফোন অথবা সাধারণ স্মার্টফোন ব্যবহার করেন, শুধুমাত্র কলিং-এর জন্য সিম ব্যবহার করেন, অথবা সেকেন্ডারি নম্বর চালু রাখতে চান। এছাড়াও যারা ভ্রমণের সময় অস্থায়ী সিম ব্যবহার করতে চান কিংবা প্রবীণ ও অবসরপ্রাপ্ত মানুষ যাদের দরকার শুধুই কলিং, তাদের জন্যও এই প্ল্যান একটি উপযুক্ত বিকল্প।

প্রসঙ্গত, ভিআই-এর এই সাশ্রয়ী প্ল্যানটি রিচার্জ করা যাবে Vi-এর অফিসিয়াল ওয়েবসাইট, Vi অ্যাপ, Paytm, PhonePe, Google Pay, Amazon Pay কিংবা আপনার নিকটবর্তী Vi রিটেলারের মাধ্যমেও। যাই হোক, Vodafone Idea-এর এই ৯৮ টাকার প্ল্যান স্বল্প খরচে কার্যকর যোগাযোগ বজায় রাখতে চাইলে নিঃসন্দেহে একটি চমৎকার পছন্দ হতে পারে।