Low-Cost Recharge Plans: কম খরচের দিকে এগিয়ে ভিআই, জানুন বিস্তারিত

Low-Cost Recharge Plans: বর্তমানে ইন্টারনেট ছাড়া এক মুহূর্ত চলা দেয় তার কারণ সাম্প্রতিক সময়ে সমস্ত কিছুই অনলাইন নির্ভর আর এই অনলাইন কাজকর্ম করতে গেলে ইন্টারনেটে প্রয়োজন হবে।

VI's Affordable Recharge Plans: Get the Scoop on Low-Cost Options

Low-Cost Recharge Plans: বর্তমানে ইন্টারনেট ছাড়া এক মুহূর্ত চলা দেয় তার কারণ সাম্প্রতিক সময়ে সমস্ত কিছুই অনলাইন নির্ভর আর এই অনলাইন কাজকর্ম করতে গেলে ইন্টারনেটে প্রয়োজন হবে। বাড়িতে ব্রডব্যান্ড থেকে শুরু করে বাইরে বের হলে ফোনের ইন্টারনেট সবকিছুই আমাদের বিশ্বকে জানতে সাহায্য করে। তাই বর্তমান প্রযুক্তির যুগে ইন্টারনেট হয়ে দাঁড়িয়েছে আমাদের অন্যতম প্রধান সঙ্গী।

আর ইন্টারনেটে কথা মাথায় আসলে সবার প্রথমে যেটা মাথায় আছে সেটি হল টেলিকম সংস্থা। বর্তমানে ভারতের তিনটি বেসরকারি টেলিকম সংস্থা রিলায়েন্স জিও এয়ারটেল এবং ভিআই অর্থাৎ ভোডাফোন আইডিয়া সাধারণ মানুষকে হাই স্পিড ইন্টারনেট ব্যবহার করার সুবিধা দেয়। তবে কিছু ক্ষেত্রে দেখা যায় কোন টেলিকম সংস্থার ইন্টারনেট স্পিড অন্যান্য টেলিকম সংস্থার থেকে বেশি আবার অনেক ক্ষেত্রে কারোর স্পিড অন্য টেলিকম সংস্থার থেকে কম।

   

কিন্তু তাতেও ইন্টারনেট প্রতিদিনের জীবনযাত্রায় খুবই জরুরি, তবে অনেকেই মনে করেন কোন সংস্থা সব থেকে কম দামে হাই স্পিড ইন্টারনেট দিতে পারবে তাহলে আজকের এই প্রতিবেদনের মাধ্যমে জেনে নেওয়া যাক কোন সংস্থার ইন্টারনেটের খরচ কত।

প্রথমে আসে যা রিলায়েন্স জিওর ইন্টারনেট খরচের মধ্যে। মাত্র ৭১৯ টাকা খরচ করলে আপনি ৮৪ দিনের জন্য পেয়ে যাবেন প্রতিদিন ২gb ডেটা, একই সাথে থাকছে আনলিমিটেড কলিং এবং ১০০ টি করে এসএমএস করার সুবিধা। অন্যদিকে আপনি যদি এয়ারটেলের গ্রাহক হন তাহলে মাত্র ৫৪৯ টাকার বিনিময়ে ৫৬ দিনের জন্য পাবেন এই সুবিধা অর্থাৎ প্রতিদিন 2gb করে ডেটা এবং ১০০ টি করে ফ্রি এসএমএস তার সাথে অবশ্য রয়েছে আনলিমিটেড কলিং এর সুবিধা।

তবে আপনি যদি ভিআই অর্থাৎ ভোডাফোন আইডিয়ার গ্রাহক হন তাহলে এই একই পরিমাণ ব্যবহার করার জন্য আপনাকে দিতে হবে মাত্র ৫৩৯ টাকা। অর্থাৎ এর থেকে বুঝাই যাচ্ছে দামের দিক দিয়ে ভোডাফোন অবশ্য অন্য দুটি টেলিকম সংস্থাকে টেক্কা দিচ্ছে।