মুম্বই: ভারতের ডিজিটাল বিপ্লব এবার আন্তর্জাতিক মঞ্চে আরও এক ধাপ এগিয়ে গেল। দেশে তৈরি হওয়া ইউনিফাইড পেমেন্টস ইন্টারফেস (UPI) এখন শুধু ভারতে নয়, বিদেশেও জনপ্রিয় হয়ে উঠছে। মঙ্গলবার (১৪ অক্টোবর) ভারতীয় সংস্থা NPCI International Payments Limited (NIPL) এবং জাপানের অন্যতম শীর্ষ আইটি ও পেমেন্ট পরিষেবা সংস্থা NTT DATA Japan-এর মধ্যে একটি ঐতিহাসিক সমঝোতা চুক্তি (MoU) স্বাক্ষরিত হয়েছে। এর ফলে খুব শিগগিরই ভারতীয় পর্যটকরা জাপানে UPI ব্যবহার করে কেনাকাটার বিল মেটাতে পারবেন।
জাপানে পেমেন্ট ব্যবস্থায় বিপ্লব
NTT DATA Japan পরিচালনা করে জাপানের বৃহত্তম কার্ড পেমেন্ট নেটওয়ার্ক CAFIS। এই নেটওয়ার্কের মাধ্যমে ব্যাংক, মার্চেন্ট, ATM অপারেটর এবং বিভিন্ন পরিষেবা সংস্থা যুক্ত রয়েছে। চুক্তি অনুযায়ী, ধাপে ধাপে CAFIS নেটওয়ার্কে যুক্ত দোকান ও পরিষেবাগুলিতে UPI-ভিত্তিক পেমেন্ট চালু হবে। ফলে ভারতীয় পর্যটকরা পরিচিত অ্যাপ— যেমন PhonePe, Paytm, Google Pay ইত্যাদি ব্যবহার করে QR কোড স্ক্যানের মাধ্যমে সরাসরি টাকা দিতে পারবেন।
এতে পেমেন্ট হবে অনেক বেশি দ্রুত, ঝামেলামুক্ত ও নিরাপদ। আর আন্তর্জাতিক কার্ড বা নগদ টাকার ঝামেলা অনেকটাই কমে যাবে।
ভারত-জাপান পর্যটন সম্পর্কের নতুন অধ্যায়
ভারতীয় পর্যটকরা দিন দিন জাপান ভ্রমণে আগ্রহী হচ্ছেন। সরকারি পরিসংখ্যান অনুযায়ী, জানুয়ারি থেকে আগস্ট ২০২৫-এর মধ্যে ২ লক্ষ ৮ হাজার ভারতীয় পর্যটক জাপান ভ্রমণ করেছেন। ২০২৪ সালের একই সময়ের তুলনায় এই সংখ্যা প্রায় ৩৬% বেশি।
এই পরিস্থিতিতে জাপানে UPI চালু হওয়া মানে ভারতীয়দের জন্য ভ্রমণ আরও আরামদায়ক হবে। কেনাকাটা, খাবার বিল, পরিবহন—সব ক্ষেত্রেই মোবাইল থেকে কয়েক সেকেন্ডেই পেমেন্ট করা যাবে।
দুই দেশের মধ্যে ডিজিটাল সেতুবন্ধন
এই চুক্তিকে ভারত-জাপান সম্পর্কের এক নতুন ডিজিটাল অধ্যায় হিসেবে দেখা হচ্ছে। NPCI International-এর এমডি ও সিইও ঋতেশ শুক্লা বলেন—
“এই পার্টনারশিপ ভারতীয় ভ্রমণকারীদের ডিজিটাল পেমেন্ট অভিজ্ঞতা উন্নত করার পাশাপাশি আন্তঃদেশীয় লেনদেনকে সহজ করবে। আমাদের লক্ষ্য, UPI-কে বিশ্বের সবচেয়ে নির্ভরযোগ্য ডিজিটাল পেমেন্ট সিস্টেম হিসেবে প্রতিষ্ঠা করা।”
NTT DATA Japan-এর পেমেন্টস বিভাগের প্রধান মাসানোরি কুরিহারা বলেন—
“UPI গ্রহণের মাধ্যমে আমরা ভারতীয় পর্যটকদের জন্য কেনাকাটা ও পেমেন্টকে আরও সহজ করতে চাই, একই সঙ্গে জাপানি ব্যবসায়ীদের জন্য নতুন সুযোগ তৈরি করতে চাই।”
নগদের উপর নির্ভরতা কমবে
বিশেষজ্ঞদের মতে, জাপানে এখনও অনেক পর্যটক নগদ টাকার ওপর নির্ভরশীল। কিন্তু UPI চালু হলে ভারতীয়রা সহজেই মোবাইল অ্যাপ থেকে পেমেন্ট করতে পারবেন। এতে শুধু ভ্রমণকারীর সুবিধাই হবে না, বরং জাপানি ব্যবসার ক্ষেত্রেও লেনদেন আরও সহজ হয়ে যাবে।
সব মিলিয়ে বলা যায়, জাপানে UPI চালু হওয়া ভারতীয় পর্যটকদের জন্য এক বড় সুখবর। নগদ টাকা বা আন্তর্জাতিক কার্ডের ঝামেলা ছেড়ে এখন থেকে ভ্রমণকারীরা তাঁদের পরিচিত UPI অ্যাপেই সহজে বিল মেটাতে পারবেন। ডিজিটাল ইন্ডিয়ার এই প্রযুক্তি আন্তর্জাতিক পর্যটনে এক নতুন অধ্যায় শুরু করতে চলেছে।