অনেক পরিবার আর্থিক অভাবে সময়মতো মেয়ের বিয়ে দিতে পারেন না। কেউ ঋণ করেন, কেউ আবার জমি বন্ধক রাখেন—তবুও খরচ সামাল দিতে পারেন না। এই বাস্তব পরিস্থিতি বিবেচনায় এনে কেন্দ্র ও রাজ্য সরকার বিভিন্ন সহায়তা প্রকল্প চালু করেছে। তার মধ্যে অন্যতম উত্তরপ্রদেশ সরকারের বিবাহ অনুদান (Marriage Grant) প্রকল্প। এই প্রকল্পের অধীনে মেয়ের বিয়ের জন্য পাওয়া যাচ্ছে ২০,000 টাকার আর্থিক সহায়তা।
এই প্রকল্প শুধুমাত্র ওবিসি (অন্যান্য অনগ্রসর শ্রেণী) পরিবারের জন্য প্রযোজ্য। এখানে সংখ্যালঘু বা অন্য কোনো বিভাগ অন্তর্ভুক্ত নয়। প্রকল্পের সুবিধা পেতে নির্দিষ্ট যোগ্যতার মানদণ্ড পূরণ করতে হবে এবং অনলাইনে আবেদন করা বাধ্যতামূলক।
কে আবেদন করতে পারবেন?
এই বিবাহ অনুদানের জন্য গ্রামের ও শহরের বাসিন্দা উভয়েই আবেদন করতে পারবেন। তবে পরিবারের বার্ষিক আয় ১ লাখ টাকার বেশি হওয়া চলবে না।
মেয়ের বয়স ন্যূনতম ১৮ বছর এবং পাত্রের বয়স ন্যূনতম ২১ বছর হতে হবে। যাঁরা বার্ধক্যভাতা, প্রতিবন্ধী ভাতা বা বিধবা ভাতা পান তাঁদের আলাদা আয় সনদ লাগবে না—শুধু রেজিস্ট্রেশন নম্বর দিলেই হবে।
কখন আবেদন করা যাবে?
বিয়ের ৯০ দিন আগে বা ৯০ দিনের মধ্যে আবেদন করা যাবে। অর্থাৎ বিয়ের আগেও এবং পরেও আবেদন করার সুযোগ রয়েছে। আবেদন সম্পূর্ণ অনলাইন হতে হবে shadianudan.upsdc.gov.in পোর্টালের মাধ্যমে।
আবেদন প্রক্রিয়া:
ওয়েবসাইটে গিয়ে আবেদন ফরম পূরণ করতে হবে। আবেদন যাচাইয়ের পর অনুমোদিত অর্থ সরাসরি প্রাপকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠানো হবে। সুবিধাভোগীর ব্যাঙ্ক অ্যাকাউন্ট অবশ্যই কোনও জাতীয়কৃত ব্যাঙ্কে থাকতে হবে। জেলা কো-অপারেটিভ ব্যাঙ্কের অ্যাকাউন্টে টাকা আসবে না।
কোন কোন নথি লাগবে?
পরিচয়পত্র,
আধার কার্ড,
জাতীয়কৃত ব্যাঙ্কের পাসবুক,
বিয়ের কার্ড বা প্রমাণপত্র,
কন্যার জন্ম সনদ/বয়স প্রমাণ,
আবেদনকারীর ছবি।
উত্তরপ্রদেশ সরকারের মূল লক্ষ্য—অর্থনৈতিকভাবে দুর্বল পরিবারগুলিকে মেয়ের বিয়েতে সহায়তা করা। যাতে তাঁরা ঋণ বা আর্থিক সমস্যায় না জড়ান। প্রকল্পের টাকা সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হয়, ফলে সুবিধাভোগীরা স্বচ্ছ উপায়ে সহায়তা পান।
