আধার ডিঅ্যাক্টিভেশন আতঙ্ক, কীভাবে জানবেন স্ট্যাটাস? জানুন বিস্তারিত

UIDAI ,West Bengal,Voter List ,Election Commission

আধুনিক ভারতে আধার কার্ড এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ পরিচয়পত্রগুলির মধ্যে একটি। ব্যাঙ্কিং পরিষেবা, সরকারি ভর্তুকি, পেনশন, মোবাইল সিম, এমনকি বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধা পেতেও আধার অপরিহার্য। সম্প্রতি UIDAI প্রায় ২ কোটি আধার নম্বর নিষ্ক্রিয় করেছে—এই খবরে সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ বেড়েছে। অনেকেই চিন্তায় পড়েছেন, তাঁদের আধার নম্বর সক্রিয় আছে তো?

আধার নিষ্ক্রিয় হলে কী কী সমস্যার মুখে পড়তে হয়?
আধার কার্ড নিষ্ক্রিয় হয়ে গেলে দৈনন্দিন বহু গুরুত্বপূর্ণ কাজে বড়সড় বাধা সৃষ্টি হয়। ব্যাঙ্ক অ্যাকাউন্ট আপডেট, KYC প্রক্রিয়া, সরকারি ভর্তুকি ও পেনশন পাওয়া বন্ধ হয়ে যেতে পারে। রেশন, এলপিজি ভর্তুকি, সামাজিক সুরক্ষা প্রকল্পের সুবিধাও আটকে যায়। এছাড়া নতুন মোবাইল সিম নেওয়া বা পুরনো সিম চালু রাখার ক্ষেত্রেও আধার প্রয়োজন হয়। আধার নিষ্ক্রিয় থাকলে পরিচয় যাচাই সংক্রান্ত সমস্যাও দেখা দেয়। তাই আগেভাগেই নিজের আধার সক্রিয় আছে কি না, তা যাচাই করা অত্যন্ত জরুরি।

   

বাড়িতে বসেই অনলাইনে আধার স্ট্যাটাস যাচাই:
ঘরে বসেই কয়েক মিনিটে আধার স্ট্যাটাস জানা যায়। এর জন্য UIDAI-এর অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে। সেখানে ‘Verify Email/Mobile’ বা ‘Verify Aadhaar’ অপশনটি নির্বাচন করতে হবে। এরপর নিজের ১২ সংখ্যার আধার নম্বর এবং সংশ্লিষ্ট মোবাইল নম্বর বা ইমেল আইডি দিতে হবে।

এরপর OTP পাঠানোর অনুরোধ করুন। যদি সঙ্গে সঙ্গে OTP এসে যায়, তাহলে বোঝা যাবে আপনার আধার সক্রিয় এবং মোবাইল/ইমেলের সঙ্গে যুক্ত রয়েছে। কিন্তু যদি OTP না আসে বা কোনও ত্রুটি দেখায়, তাহলে আধার নিষ্ক্রিয় থাকার সম্ভাবনা রয়েছে।

mAadhaar অ্যাপ দিয়ে যাচাই:
UIDAI-এর mAadhaar অ্যাপ ব্যবহার করেও আধারের স্ট্যাটাস জানা যায়। অ্যাপে লগইন করার পর যদি আপনার প্রোফাইল স্বাভাবিকভাবে খুলে যায়, তাহলে আধার সক্রিয় রয়েছে। কিন্তু যদি লগইন করা না যায় বা প্রোফাইল দেখা না যায়, তাহলে তা নিষ্ক্রিয়তার ইঙ্গিত হতে পারে।

টোল-ফ্রি নম্বরে ফোন করে জানুন:
যাঁরা অনলাইনে যাচাই করতে চান না, তাঁরা UIDAI-এর টোল-ফ্রি নম্বর ১৯৪৭-এ ফোন করতে পারেন। আধার নম্বর জানালে কাস্টমার কেয়ার থেকে সঙ্গে সঙ্গেই আধারের বর্তমান অবস্থা জানিয়ে দেওয়া হয়।

বিশেষজ্ঞদের মতে, আধার এখন দৈনন্দিন জীবনের সঙ্গে গভীরভাবে যুক্ত। তাই যেকোনো অসুবিধা এড়াতে নিয়মিত আধার স্ট্যাটাস যাচাই করা বুদ্ধিমানের কাজ।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন