আধার অফলাইন ভেরিফিকেশনে বড় বদল, জানুন নতুন নিয়ম

UIDAI New Aadhaar Verification Rules

আধার ব্যবস্থাকে আরও সুরক্ষিত ও আধুনিক করতে নতুন নিয়মে একাধিক গুরুত্বপূর্ণ পরিবর্তন আনল UIDAI। ৯ ডিসেম্বর ঘোষিত এই পরিবর্তনের মাধ্যমে চালু হয়েছে Aadhaar Verifiable Credential (AVC)—একটি নতুন ডিজিটাল পরিচয় যাচাই ব্যবস্থা। শুক্রবার UIDAI–এর ওয়েবসাইটে এই আপডেট প্রকাশ করা হয়েছে। মূলত অফলাইন আধার যাচাইকে আরও নিরাপদ করা এবং অপ্রয়োজনীয় তথ্য শেয়ারিং কমাতেই এই উদ্যোগ।

AVC কী এবং কেন চালু করা হল?

AVC হল একটি ডিজিটালি সাইন করা ডকুমেন্ট, যেখানে আধারের সীমিত তথ্য থাকে। এর মধ্যে থাকতে পারে আধার নম্বরের শেষ চারটি সংখ্যা, নাম, ঠিকানা, জন্মতারিখ, লিঙ্গ এবং ছবি। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল—আধারধারী নিজেই ঠিক করতে পারবেন কোন তথ্য তিনি যাচাইকারী সংস্থার সঙ্গে শেয়ার করবেন এবং কোন তথ্য গোপন রাখবেন। UIDAI–এর নতুন আধার অ্যাপের মাধ্যমে এই নিয়ন্ত্রণ ব্যবহারকারীর হাতেই থাকবে। ফলে আধার নম্বর গোপন রেখেই নিরাপদ পরিচয় যাচাই সম্ভব হবে।

   

নতুন সংযোজন: অফলাইন ফেস ভেরিফিকেশন:

এই আপডেটের মাধ্যমে চালু হয়েছে Offline Face Verification। এতে যাচাইকারী সংস্থা ইন্টারনেট ছাড়াই আধার অ্যাপে সংরক্ষিত ছবির সঙ্গে লাইভ তোলা ছবির মিল যাচাই করতে পারবে। একই সঙ্গে “Aadhaar Application”-এর সংজ্ঞাও পরিবর্তন করা হয়েছে। আগে শুধুমাত্র mAadhaar অ্যাপের উল্লেখ থাকলেও এখন UIDAI–এর সব অ্যাপ ও পোর্টালই এর আওতায় পড়বে। এতে ডিজিটাল আধার ব্যবহারের প্রক্রিয়া আরও সহজ হবে।

ডিজিটাল আধারের দিকে জোর:

UIDAI–এর লক্ষ্য এখন ধীরে ধীরে ফিজিক্যাল আধার কার্ড ও তার ফটোকপির উপর নির্ভরতা কমানো। UIDAI–এর CEO ভুবনেশ কুমার জানিয়েছেন, ফিজিক্যাল কপি সবসময় অপব্যবহারের ঝুঁকি বহন করে। তাই ডিজিটাল-ফার্স্ট পরিচয় ব্যবস্থার দিকে যাওয়াই সময়ের দাবি। এই প্রথম UIDAI অফলাইন আধার যাচাইয়ের জন্য সংস্থাগুলির বাধ্যতামূলক রেজিস্ট্রেশন প্রক্রিয়া চালু করেছে। নতুন Rule 13A অনুযায়ী, AVC বা Paperless Offline e-KYC ব্যবহার করতে হলে সংশ্লিষ্ট সংস্থাকে UIDAI–এর কাছে নথিভুক্ত হতে হবে।

কঠোর নজরদারি ও শাস্তির ব্যবস্থা:

UIDAI এখন যাচাইকারী সংস্থার আবেদন খতিয়ে দেখা, অতিরিক্ত তথ্য চাওয়া, আবেদন মঞ্জুর বা বাতিল করা এবং ফি নির্ধারণের ক্ষমতা রাখে। আবেদন বাতিল হলে ১৫ দিনের মধ্যে কারণ জানাতে হবে এবং সংস্থা ৩০ দিনের মধ্যে পুনর্বিবেচনার আবেদন করতে পারবে। পাশাপাশি অবহেলা, অপব্যবহার, বেআইনি কাজ বা অডিটে অসহযোগিতার ক্ষেত্রে UIDAI জরিমানা, রেজিস্ট্রেশন বাতিল বা যাচাইয়ের অধিকার স্থগিত করতে পারবে। এই নতুন নিয়মে আধার সুরক্ষা আরও শক্তিশালী হবে বলেই মনে করছে UIDAI।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন