ভারতের ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি (UIDAI) মৃত নাগরিকদের আধার নম্বর (Aadhaar) নিষ্ক্রিয় করার মাধ্যমে বড়সড় পদক্ষেপ গ্রহণ করেছে। যাতে মৃত ব্যক্তিদের পরিচয়পত্রকে আর কেউ বেআইনিভাবে ব্যবহার না করতে পারে। ইতিমধ্যেই প্রায় ১.১৭ কোটি আধার নম্বর নিষ্ক্রিয় করা হয়েছে, যেগুলি মৃত নাগরিকদের নামে জারি করা হয়েছিল। এই তথ্য উঠে এসেছে ইলেকট্রনিক্স ও তথ্য প্রযুক্তি মন্ত্রকের একটি সরকারি বিবৃতিতে।
Aadhaar নিষ্ক্রিয়করণ প্রক্রিয়া
UIDAI এই উদ্যোগ বাস্তবায়ন করেছে Registrar General of India-র মাধ্যমে ২৪টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের Civil Registration System (CRS)-এর কাছ থেকে প্রাপ্ত প্রায় ১.৬ কোটি মৃত্যুর রেকর্ড সংগ্রহ করে। সেই তথ্য যাচাই-বাছাই করার পর মৃতদের সঙ্গে সম্পর্কিত ১.১৭ কোটি আধার নম্বর নিষ্ক্রিয় করা হয়েছে।
অন্যদিকে, CRS-এর আওতার বাইরে থাকা রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলির ক্ষেত্রেও কাজ চলমান। ইতিমধ্যেই সেখান থেকে ৬.৭ লক্ষ মৃত্যুর তথ্য পাওয়া গিয়েছে এবং সেগুলির যাচাই ও নিষ্ক্রিয়করণের প্রক্রিয়া শুরু হয়েছে।
Samsung Galaxy F36 5G কাল আসছে, 6000mAh ব্যাটারি ও 50MP ক্যামেরা সহ বাজিমাতের প্রস্তুতি
‘Reporting of Death’ পরিষেবা চালু করল UIDAI
UIDAI সম্প্রতি চালু করেছে একটি নতুন পরিষেবা — ‘Reporting of Death of a Family Member’— যা myAadhaar পোর্টালে পাওয়া যাচ্ছে। এই পরিষেবার মাধ্যমে যে কোনও পরিবার মৃত সদস্যের তথ্য জমা দিতে পারবেন। প্রক্রিয়াটি এইভাবে কাজ করে —পরিবারের একজন সদস্য নিজের আধার (Aadhaar) ব্যবহার করে লগ ইন করবেন এবং মৃত ব্যক্তির আধার নম্বর, মৃত্যু নিবন্ধন নম্বর ও অন্যান্য ব্যক্তিগত তথ্য জমা দেবেন। এরপর UIDAI যাচাই-বাছাই করে প্রয়োজনে সংশ্লিষ্ট আধার নম্বর নিষ্ক্রিয় করে দেবে।
UIDAI আরও জানিয়েছে, তারা ব্যাঙ্ক ও অন্যান্য আধার-সম্পৃক্ত সংস্থার কাছ থেকেও মৃত নাগরিকদের তথ্য সংগ্রহ করার বিষয়ে ভাবনাচিন্তা করছে, কারণ এদের কাছেও সংশ্লিষ্ট তথ্য সংরক্ষিত থাকতে পারে। একইসঙ্গে, বিভিন্ন রাজ্য সরকারের সহযোগিতায় মৃত আধারধারীদের শনাক্ত করার কাজ চলছে।
১০০ বছরের বেশি বয়সীদের তথ্য যাচাই করছে UIDAI
এক পরীক্ষামূলক প্রকল্প হিসেবে UIDAI এমন ব্যক্তিদের তালিকা তৈরি করছে, যাদের বয়স ১০০ বছরের বেশি এবং যাদের আধার সক্রিয় রয়েছে। এই তালিকাটি সংশ্লিষ্ট রাজ্য সরকারগুলিকে পাঠানো হচ্ছে যাতে তারা যাচাই করে জানাতে পারে যে সংশ্লিষ্ট ব্যক্তি জীবিত আছেন কি না। যদি তারা মৃত বলে প্রমাণিত হন, তবে তাদের আধার নম্বরও নিষ্ক্রিয় করে দেওয়া হবে।
মৃত ব্যক্তিদের আধার নম্বর (Aadhaar) নিষ্ক্রিয় করার এই উদ্যোগে শুধুমাত্র পরিচয়পত্রের অপব্যবহার রোধই নয়, দেশের ডিজিটাল পরিচয় ব্যবস্থাকে আরও নিরাপদ ও বিশ্বাসযোগ্য করে তোলা সম্ভব হচ্ছে। UIDAI-এর এই পদক্ষেপ ভবিষ্যতে আধার-ভিত্তিক পরিষেবা ব্যবস্থায় স্বচ্ছতা ও সুরক্ষা আরও বৃদ্ধি করবে বলে আশা করা যায়।