
২০২৬ সালের শুরুতেই আধার কার্ড ব্যবহারকারীদের জন্য গুরুত্বপূর্ণ একটি পরিবর্তনের ঘোষণা করল ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অব ইন্ডিয়া (UIDAI)। আধার পিভিসি কার্ড সংগ্রহের খরচ বাড়ানো হয়েছে। UIDAI–এর তরফে জানানো হয়েছে, ১ জানুয়ারি ২০২৬ থেকে নতুন হারে ফি কার্যকর হয়েছে এবং এই তারিখের পর যারা অনলাইনে আধার পিভিসি কার্ড অর্ডার করবেন, তাঁদের জন্যই সংশোধিত চার্জ প্রযোজ্য হবে।
UIDAI–এর অফিসিয়াল প্ল্যাটফর্ম myAadhaar ওয়েবসাইট এবং mAadhaar মোবাইল অ্যাপের মাধ্যমে আধার পিভিসি কার্ডের আবেদন করা যায়। কর্তৃপক্ষ জানিয়েছে, শুধুমাত্র এই ডিজিটাল মাধ্যমেই নতুন ফি কার্যকর হয়েছে এবং এটি সব নতুন আবেদনের ক্ষেত্রেই প্রযোজ্য।
আধার পিভিসি কার্ডের নতুন দাম:
UIDAI আধার পিভিসি কার্ডের দাম ৫০ টাকা থেকে বাড়িয়ে ৭৫ টাকা করেছে। এই ৭৫ টাকার মধ্যেই জিএসটি ও ডাকের মাধ্যমে বাড়িতে পৌঁছে দেওয়ার খরচ অন্তর্ভুক্ত রয়েছে। উল্লেখযোগ্য বিষয় হল, ২০২০ সালে এই পরিষেবা চালু হওয়ার পর এই প্রথমবার দাম বাড়ানো হল।
UIDAI–এর একটি অফিসিয়াল মেমোরান্ডামের মাধ্যমে জানানো হয়েছে যে, ১ জানুয়ারি ২০২৬ থেকে অনলাইনে দেওয়া সমস্ত আধার পিভিসি কার্ডের অর্ডারেই এই নতুন চার্জ কার্যকর হবে।
আধার পিভিসি কার্ড কী? UIDAI Aadhaar PVC card price hike
আধার পিভিসি কার্ড হল প্লাস্টিকের তৈরি, পকেট-সাইজ আধার কার্ড। এটি দেখতে অনেকটাই ডেবিট বা ক্রেডিট কার্ডের মতো। সাধারণ কাগজের আধার কার্ডের তুলনায় এটি অনেক বেশি টেকসই এবং সহজে বহনযোগ্য।
এই কার্ডে একাধিক সিকিউরিটি ফিচার রয়েছে, যার ফলে জালিয়াতির আশঙ্কা কম। ফরম্যাট আলাদা হলেও আধার পিভিসি কার্ডের বৈধতা কাগজের আধার লেটার এবং ই-আধারের মতোই।
কেন বাড়ানো হল ফি?
UIDAI জানিয়েছে, গত কয়েক বছরে আধার পিভিসি কার্ড তৈরির সঙ্গে যুক্ত কাঁচামাল, প্রিন্টিং, সুরক্ষিত ডেলিভারি এবং অন্যান্য লজিস্টিক খরচ উল্লেখযোগ্যভাবে বেড়েছে। এই বাড়তি অপারেশনাল খরচ সামাল দিতেই ফি বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি, পরিষেবার মান বজায় রাখার লক্ষ্যেও এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
আসল আধারের থেকে কি আলাদা?
আধার পিভিসি কার্ড আসল আধারকে প্রতিস্থাপন করে না। এতে একই তথ্য থাকে এবং এর আইনগত বৈধতাও সম্পূর্ণ একই। নাগরিকরা কাগজের আধার, ই-আধার বা পিভিসি কার্ড—যে কোনও একটি ব্যবহার করতে পারেন।
ডেলিভারির সময়সীমা:
আধার নম্বরধারী অনলাইনে অর্ডার দেওয়ার পর পাঁচ কর্মদিবসের মধ্যে UIDAI পিভিসি কার্ডটি ইন্ডিয়া পোস্টের হাতে তুলে দেয়। এরপর স্পিড পোস্টের মাধ্যমে আধারে নথিভুক্ত ঠিকানায় কার্ড পৌঁছে দেওয়া হয়। ডেলিভারির সময় স্থানভেদে কিছুটা কমবেশি হতে পারে।










