কলকাতা ২৫ সেপ্টেম্বর: পুজো মানেই নতুন পোশাক, বাড়ি সাজানো, আত্মীয়দের উপহার – সবকিছুরই এক আলাদা উত্তেজনা থাকে এই সময়ে। আর এই সমস্ত কিছুর মধ্যে সোনা হল সেই বিশেষ জিনিস, যা শুধু সাজসজ্জাই নয়, অর্থের নিরাপদ বিনিয়োগ হিসেবেও বিবেচিত হয়। বাঙালির উৎসব, বিবাহ বা জীবনের বিশেষ মুহূর্তে সোনা কেনা এক প্রাচীন রীতি। তাই এই মৌসুমে গয়নার দোকানগুলিতে ভিড় উপচে পড়ে।
সোনা শুধু অলঙ্কারের মধ্যে সীমাবদ্ধ নয়, বরং এটি এমন এক সম্পদ যা ভবিষ্যতের জন্য আর্থিক নিরাপত্তা দেয়। শেয়ার বাজার ওঠানামা করে, ব্যাংকের সুদের হারও পরিবর্তন হয়, কিন্তু সোনার দামের ধারাবাহিক মূল্য বৃদ্ধি বহুদিনের প্রবণতা। তাই এই ধাতুর প্রতি মানুষের আস্থা এত বেশি।
বর্তমানে ২৪ ক্যারেট ফাইন গোল্ডের দাম (Gold Price) প্রতি গ্রামে ১১,৪০০ টাকার কাছাকাছি ঘোরাফেরা করছে। আর ২২ ক্যারেটের দামও একইসঙ্গে ঊর্ধ্বমুখী। ফলে গয়না কিনতে গেলে এখন আগের চেয়ে বেশ খানিকটা বেশি খরচ করতে হচ্ছে ক্রেতাদের।
আজ সোনার বাজারে আবারও নতুন দামের ইঙ্গিত দেখা যাচ্ছে। ২৪ ক্যারেটের দাম প্রতি গ্রামে ১১,৪০০–১১,৫০০ টাকার মধ্যে। আর ২২ ক্যারেট সোনার দাম ১০,৫০০ টাকার কাছাকাছি। একদিকে যেমন গয়না ক্রেতারা কিছুটা বেশি খরচ করতে বাধ্য হচ্ছেন, অন্যদিকে বিক্রেতাদের কাছে এটি লাভের সুযোগ তৈরি করছে।
রূপোর দামও এর সঙ্গে পাল্লা দিয়ে কিছুটা বেড়েছে। পুজোর মরশুমে রূপোর গয়না ও উপহারের চাহিদাও কম নয়। ফলে রূপোর দামও প্রতি কেজিতে কিছুটা বাড়তির দিকে।

আমাদের Google News এ ফলো করুন
২৪ ঘণ্টার বাংলা নিউজ, ব্রেকিং আপডেট আর এক্সক্লুসিভ স্টোরি সবার আগে পেতে ফলো করুন।
