VI-এর নতুন ৪১৯ রিচার্জ প্ল্যান, গ্রাহকদের জন্য দীপাবলির উপহার

Vodafone Idea

দেশের তৃতীয় বৃহত্তম টেলিকম কোম্পানি ভোডাফোন আইডিয়া লিমিটেড (Vodafone Idea) গ্রাহকদের জন্য দিওয়ালির আগে নিয়ে এসেছে এক বিশেষ উপহার। সংস্থাটি তাদের প্রিপেইড পোর্টফোলিওতে যুক্ত করেছে একটি নতুন রিচার্জ প্ল্যান, যার দাম ৪১৯ টাকা। এই নতুন প্ল্যানটি বিশেষভাবে তৈরি করা হয়েছে হেভি ইন্টারনেট ব্যবহারকারীদের জন্য, যারা নিয়মিত OTT কনটেন্ট দেখেন। চলুন দেখা যাক এই নতুন ৪১৯ টাকার প্ল্যানে কী কী সুবিধা থাকছে।

Advertisements

Vodafone Idea-র ৪১৯ টাকার প্ল্যানের সুবিধা

Vi-এর এই নতুন ৪১৯ টাকার প্রিপেইড প্ল্যানটি আসে ২৮ দিনের ভ্যালিডিটি সহ। প্ল্যানের সবচেয়ে বড় আকর্ষণ হলো আনলিমিটেড ডেটা, তবে এখানে ২৮ দিনে মোট ৩০০ জিবি পর্যন্ত হাই-স্পিড ডেটা ব্যবহার করা যাবে। নির্ধারিত ডেটা শেষ হয়ে গেলেও গ্রাহকরা ৬৪ কেবিপিএস স্পিডে ইন্টারনেট ব্যবহার চালিয়ে যেতে পারবেন। এর সঙ্গে থাকছে আনলিমিটেড ভয়েস কলিং ও প্রতিদিন ১০০টি এসএমএস পাঠানোর সুবিধা।

সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হলো, এই প্ল্যানে আনলিমিটেড ৫জি ডেটা-ও অন্তর্ভুক্ত রয়েছে। অর্থাৎ, যদি আপনার এলাকায় Vi-এর ৫জি নেটওয়ার্ক উপলব্ধ থাকে এবং আপনার ফোন ৫জি সাপোর্ট করে, তাহলে আপনি যতখুশি ডেটা ব্যবহার করতে পারবেন — সম্পূর্ণ বিনামূল্যে।

Also Read: নির্দিষ্ট সংখ্যার পর আর পাঠানো যাবে না মেসেজ, কঠোর হচ্ছে WhatsApp

OTT সুবিধাও মিলবে একসঙ্গে

Vi-এর ৪১৯ টাকার এই প্ল্যানে OTT ব্যবহারকারীদের জন্যও চমক রয়েছে। গ্রাহকরা পাবেন ২৮ দিনের জন্য JioHotstar (Mobile) সাবস্ক্রিপশন এবং Vi Movies & TV-এর অ্যাক্সেস, যেখানে SonyLIV, ZEE5-সহ মোট ১৯টি ওটিটি প্ল্যাটফর্ম অন্তর্ভুক্ত রয়েছে। ফলে সিনেমা, ওয়েব সিরিজ ও স্পোর্টস কনটেন্ট দেখা যাবে বিনামূল্যে, এক রিচার্জেই।

Advertisements

এই নতুন প্ল্যানটি বর্তমানে কেবলমাত্র কিছু নির্বাচিত সার্কেলে উপলব্ধ — যার মধ্যে বিহার, রাজস্থান ও কর্ণাটক অন্তর্ভুক্ত। ব্যবহারকারীরা Vi-এর অফিসিয়াল ওয়েবসাইট বা মোবাইল অ্যাপের মাধ্যমে চেক করতে পারবেন যে এটি তাদের এলাকায় পাওয়া যাচ্ছে কি না।

৩৪০ টাকার প্ল্যানে মিলছে ডাবল ডেটা অফার

এর পাশাপাশি Vi তাদের ৩৪০ টাকার প্ল্যানেও পরিবর্তন এনেছে। এখন থেকে হিমাচল প্রদেশ সার্কেলে এই প্ল্যানে গ্রাহকরা প্রতিদিন ২ জিবি ডেটা পাবেন, আগে যেখানে ১ জিবি করে পাওয়া যেত। অর্থাৎ, মোট ৫৬ জিবি ডেটা, সঙ্গে অতিরিক্ত ১ জিবি বোনাস ডেটা। এর সঙ্গে থাকছে আনলিমিটেড ভয়েস কলিং ও প্রতিদিন ১০০টি এসএমএস সুবিধা। তবে FUP সীমা অতিক্রম করলে ইন্টারনেট স্পিড নেমে আসবে ৬৪ কেবিপিএস-এ।

Vi-এর এই নতুন প্ল্যানে আরও থাকছে বেশ কিছু এক্সক্লুসিভ সুবিধা। Binge All Night ফিচারের মাধ্যমে রাত ১২টা থেকে সকাল ৬টা পর্যন্ত আনলিমিটেড ডেটা ব্যবহার করা যাবে। Weekend Data Rollover-এর সাহায্যে সপ্তাহের মধ্যে বেঁচে যাওয়া ডেটা উইকএন্ডে ব্যবহার করা সম্ভব হবে। এছাড়া Data Delight সুবিধায় গ্রাহকরা পাবেন ২ জিবি ব্যাকআপ ডেটা, যা জরুরি সময় কাজে লাগবে।

প্রসঙ্গত, ভোডাফোন আইডিয়ার (Vodafone Idea) এই নতুন ৪১৯ টাকার প্ল্যানটি সত্যিই দিওয়ালির উপহার হিসেবে গ্রাহকদের জন্য বড় চমক, যেখানে রয়েছে হাই-স্পিড ইন্টারনেট, OTT অ্যাক্সেস, ৫জি সুবিধা এবং একাধিক এক্সট্রা বেনিফিট — সব একসঙ্গে এক রিচার্জে।