দেশের মোবাইল ব্যবহারকারীদের জন্য এসেছে এক বড় দুঃসংবাদ। টেলিকম সংস্থা Vodafone Idea (Vi) তাদের জনপ্রিয় বার্ষিক প্রিপেইড প্ল্যানের দাম এক ধাক্কায় দুইশো পঞ্চাশ টাকা বাড়িয়ে দিয়েছে। আগে যেখানে এই প্ল্যানটির মূল্য ছিল এক হাজার নয়শো নিরানব্বই টাকা, এখন সেটি বেড়ে দাঁড়িয়েছে দুই হাজার দুইশো ঊনপঞ্চাশ টাকা। টেলিকম টক-এর রিপোর্ট অনুযায়ী, যদিও দামের বৃদ্ধি ঘটেছে, প্ল্যানটির ভ্যালিডিটি এখনও ৩৬৫ দিনই থাকছে। চলুন দেখে নেওয়া যাক, এই দাম বাড়ার পর কোন কোন পরিবর্তন এসেছে এই প্ল্যানে।
Vodafone Idea রিচার্জের দাম বাড়াল
আগে Vi-র ১৯৯৯ টাকার প্ল্যান-এ গ্রাহকরা পেতেন আনলিমিটেড ভয়েস কলিং, ৩৬০০টি ফ্রি এসএমএস, এবং সার্কেল অনুযায়ী ২৪ জিবি বা ৩৬ জিবি ডাটা। এই ডাটা শেষ হয়ে গেলে প্রতি এমবিতে গ্রাহকদের দিতে হতো ৫০ পয়সা। ফলে প্ল্যানটির কার্যকর দৈনিক খরচ দাঁড়াত প্রায় ৫ টাকা ৪০ পয়সা। কিন্তু এখন এই প্ল্যানটির দাম বেড়ে হয়েছে ২২৪৯ টাকা, অর্থাৎ গ্রাহকদের বাড়তি ২৫০ টাকা খরচ করতে হবে।
এখন Vi-র ২২৪৯ টাকার নতুন প্রিপেইড প্ল্যান-এও থাকছে আনলিমিটেড ভয়েস কলিং এবং ৩৬০০ ফ্রি এসএমএস। তবে ডাটার ক্ষেত্রে সংস্থাটি কিছুটা বাড়তি সুবিধা দিচ্ছে। এখন সার্কেল অনুযায়ী গ্রাহকরা পাবেন ৩০ জিবি (৬ জিবি অতিরিক্ত) বা ৪০ জিবি (৪ জিবি অতিরিক্ত) ডাটা। ডাটা শেষ হয়ে গেলে আগের মতোই প্রতি এমবিতে ৫০ পয়সা দিতে হবে। প্ল্যানটির ভ্যালিডিটি এখনও ৩৬৫ দিন থাকছে, তবে এখন এর কার্যকর দৈনিক খরচ বেড়ে দাঁড়িয়েছে প্রায় ৬ টাকা ১৬ পয়সা।
রিপোর্টে কী বলা হয়েছে?
রিপোর্ট অনুযায়ী, ৩০ জিবি ডাটা পাওয়া যাবে আন্ধ্রপ্রদেশ, বিহার, দিল্লি, গুজরাট, চেন্নাই, কর্ণাটক, কেরল, হরিয়ানা, কলকাতা, মহারাষ্ট্র, গোয়া, মুম্বই, পাঞ্জাব, রাজস্থান, তামিলনাড়ু, উত্তরপ্রদেশ (ইস্ট ও ওয়েস্ট) এবং পশ্চিমবঙ্গ সার্কেলে। অন্যদিকে, ৪০ জিবি ডাটা অফার করা হচ্ছে অসম, হিমাচল প্রদেশ, জম্মু ও কাশ্মীর, নর্থ ইস্ট এবং ওড়িশা সার্কেলে।
দাম বাড়ার ফলে Vi-র এই বার্ষিক প্রিপেইড প্ল্যানটি দেশের টেলিকম মার্কেটে আরও ব্যয়বহুল হয়ে গেল। যদিও সংস্থাটি ডাটার পরিমাণ কিছুটা বাড়িয়েছে, তবুও কার্যত গ্রাহকদের খরচ বেড়ে গেছে প্রায় ১৫ শতাংশ। একদিকে যেখানে Jio এবং Airtel তাদের বার্ষিক প্ল্যানগুলিতে নতুন অফার যুক্ত করে গ্রাহকদের টানছে, সেখানে Vi-র এই দাম বৃদ্ধি গ্রাহকদের জন্য চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে।
এই প্রসঙ্গে বলা যায়, Vodafone Idea (Vi)-র এই ২২৪৯ টাকার প্রিপেইড প্ল্যান এখনো বাজারে দীর্ঘ মেয়াদের একটি আকর্ষণীয় বিকল্প হলেও, দাম বৃদ্ধির ফলে এটি আগের মতো ‘ভ্যালু ফর মানি’ অফার আর রইল না। গ্রাহকরা এখন নিশ্চয়ই ভাবছেন, অন্য টেলিকম সংস্থাগুলির সস্তা বিকল্পে যাওয়াই কি ভালো হবে না।


