১৮০ দিনের দুর্দান্ত রিচার্জ প্ল্যান, থাকছে অতিরিক্ত ৩০ জিবি ডেটা ও আনলিমিটেড কলিং

vodafone-idea

যারা দীর্ঘ মেয়াদের একটি সাশ্রয়ী রিচার্জ প্ল্যান খুঁজছেন, তাঁদের জন্য Vodafone-Idea (Vi) নিয়ে এসেছে এক দারুণ অফার। কোম্পানির ১৭৪৯ টাকার প্রিপেইড প্ল্যান বর্তমানে বাজারে সবচেয়ে আকর্ষণীয় দীর্ঘমেয়াদি রিচার্জ বিকল্পগুলির মধ্যে একটি, যেখানে একসঙ্গে ১৮০ দিনের ভ্যালিডিটি মিলবে। শুধু তাই নয়, Vi এই প্ল্যানে ৩০ জিবি অতিরিক্ত ফ্রি ডেটা দিচ্ছে, যা ব্যবহারকারীরা ৪৫ দিনের মধ্যে ব্যবহার করতে পারবেন।

প্রতিদিন ১.৫ জিবি ডেটা ও রাতভর ইন্টারনেটের সুবিধা

এই ১৭৪৯ টাকার ভোডাফোন-আইডিয়া প্রিপেইড প্ল্যানে প্রতিদিন ১.৫ জিবি ডেটা ব্যবহারের সুযোগ দেওয়া হয়েছে। যারা Vi-এর ৫জি নেটওয়ার্ক ব্যবহার করেন, তাঁদের জন্য রয়েছে আনলিমিটেড ৫জি ডেটা-র সুবিধা, কোনো অতিরিক্ত চার্জ ছাড়াই। প্ল্যানটির আরেকটি আকর্ষণীয় দিক হল “Binge All Night” ফিচার, যেখানে রাত ১২টা থেকে সকাল ৬টা পর্যন্ত আনলিমিটেড ইন্টারনেট ব্যবহার করা যাবে।

এছাড়াও, ব্যবহারকারীরা পাবেন Weekend Data Rollover সুবিধা, যার মাধ্যমে সপ্তাহে অব্যবহৃত ডেটা উইকএন্ডে ব্যবহার করা সম্ভব। সঙ্গে থাকছে Data Delights অফার, যার অধীনে প্রতি মাসে ২ জিবি ব্যাকআপ ডেটা বিনামূল্যে পাওয়া যাবে। ভোডাফোন-আইডিয়া এই প্ল্যানে প্রতিদিন ১০০টি ফ্রি এসএমএস এবং দেশজুড়ে আনলিমিটেড কলিং সুবিধা দিচ্ছে। ফলে, ব্যবহারকারীদের আর আলাদা করে কল চার্জ নিয়ে ভাবতে হবে না।

২৩৯৯ টাকার প্রিমিয়াম ১৮০ দিনের প্ল্যান

Vi-এর আরেকটি জনপ্রিয় দীর্ঘমেয়াদি প্ল্যান হল ২৩৯৯ টাকার রিচার্জ, যার ভ্যালিডিটিও ১৮০ দিন। এই প্ল্যানে প্রতিদিন ১.৫ জিবি ডেটা এবং আনলিমিটেড ৫জি ডেটা সাপোর্ট দেওয়া হয়েছে। যদিও এই প্ল্যানে অতিরিক্ত ফ্রি ডেটা নেই, তবে এতে রয়েছে Weekend Data Rollover এবং Data Delights সুবিধা।

সবচেয়ে বড় আকর্ষণ, এই প্ল্যানের সঙ্গে ব্যবহারকারীরা পাবেন Zee5 এবং Sony Liv-এর সাবস্ক্রিপশন অ্যাক্সেস, যা বিনোদনপ্রেমীদের জন্য দারুণ বোনাস। এছাড়া এখানে প্রতিদিন ১০০টি ফ্রি এসএমএস এবং আনলিমিটেড কলিং সুবিধাও থাকছে।

Also Read: ‘AI চাকরি হারানোর কারণ হবে না’, আশ্বাস গুগল ক্লাউডের সিইও থমাস কুরিয়ানের

৩৬৫ দিনের কিফায়তি কলিং প্ল্যান

যাঁরা মূলত কলিংয়ের জন্য ফোন ব্যবহার করেন এবং ইন্টারনেটের প্রয়োজন নেই, তাঁদের জন্য Vi নিয়ে এসেছে আরও একটি দীর্ঘমেয়াদি অপশন—একটি ৩৬৫ দিনের প্ল্যান। এই রিচার্জে ব্যবহারকারীরা পাবেন দেশের সব নেটওয়ার্কে আনলিমিটেড কলিং এবং মোট ৩৬০০টি ফ্রি এসএমএস।

এই প্ল্যানে কোনো ডেটা সুবিধা দেওয়া হয়নি, অর্থাৎ এটি শুধুমাত্র কলিং এবং এসএমএস ব্যবহারের জন্য উপযুক্ত। যাঁরা তাঁদের নম্বরকে সক্রিয় রাখতে চান বা মূলত ভয়েস কল ব্যবহার করেন, তাঁদের জন্য এই প্ল্যান একদম পারফেক্ট।

সব মিলিয়ে, Vodafone-Idea-র এই তিনটি প্ল্যানই বিভিন্ন ধরণের ব্যবহারকারীর প্রয়োজন অনুযায়ী তৈরি। কেউ যদি প্রতিদিন ইন্টারনেট ও কলিং একসঙ্গে চান, তাহলে ১৭৪৯ টাকার প্ল্যানটি সবচেয়ে লাভজনক। আর যদি প্রিমিয়াম অ্যাপে অ্যাক্সেস সহ বিনোদনের সুযোগ চান, তবে ২৩৯৯ টাকার প্ল্যানটি সেরা বিকল্প। আর যাঁদের প্রয়োজন শুধু কলিং সার্ভিস, তাঁদের জন্য ৩৬৫ দিনের প্ল্যানই যথেষ্ট কার্যকর। এই দীপাবলিতে Vi-এর এই অফারগুলো গ্রাহকদের জন্য নিশ্চিতভাবে এক দারুণ সুযোগ হয়ে উঠতে পারে।