ভারতের টেলিকম জগতে Reliance Jio আবারও ব্যবহারকারীদের জন্য নিয়ে এসেছে এক দারুণ অফার। এখন আর মোবাইল রিচার্জ মানেই শুধু ডেটা, কলিং বা এসএমএস নয় — এখন রিচার্জের সঙ্গেই মিলছে প্রিমিয়াম বিনোদনের সুযোগ। সংস্থা সম্প্রতি লঞ্চ করেছে জিওটিভি প্রিমিয়াম প্রিপেড প্যাক, যেখানে একটি রিচার্জেই ব্যবহারকারীরা পেয়ে যাচ্ছেন ১০টি বড় OTT প্ল্যাটফর্মের এক্সেস একদম ফ্রিতে। অর্থাৎ এক রিচার্জেই একসঙ্গে সিনেমা, ওয়েব সিরিজ, লাইভ টিভি ও ক্রীড়া অনুষ্ঠান সবই দেখা যাবে।
Jio-এর নতুন দুটি প্ল্যান
জিও-এর নতুন জিওটিভি প্রিমিয়াম প্ল্যান দুটি মূল দামে পাওয়া যাচ্ছে — একটি মাত্র একশো পঁচাত্তর টাকা, আরেকটি চারশো পঁয়তাল্লিশ টাকা। দু’টি প্ল্যানের লক্ষ্য একটাই — ব্যবহারকারীদের এক অ্যাপের মাধ্যমে ডেটা, কলিং এবং OTT কনটেন্টের সম্পূর্ণ অভিজ্ঞতা দেওয়া। চারশো পঁয়তাল্লিশ টাকার প্ল্যানটি ২৮ দিনের মেয়াদে পাওয়া যাবে, যেখানে প্রতিদিন ব্যবহারকারীরা পাবেন ২ জিবি হাই-স্পিড ডেটা, আনলিমিটেড ভয়েস কলিং ও প্রতিদিন ১০০টি এসএমএস পাঠানোর সুযোগ।
এর পাশাপাশি এই প্ল্যানে থাকবে জিওটিভি প্রিমিয়াম-এর সাবস্ক্রিপশন, যেখানে ব্যবহারকারীরা দেখতে পারবেন SonyLIV, ZEE5, Lionsgate Play, Discovery+, SunNXT, Kanchha Lannka, Planet Marathi, Chaupal, Hoichoi, FanCode, জিও টিভি এবং JioAICloud-এর মতো জনপ্রিয় OTT প্ল্যাটফর্মের প্রিমিয়াম কনটেন্ট। সংস্থার দাবি, এই একটি রিচার্জের মাধ্যমেই ব্যবহারকারীরা পাবেন টেলিভিশন ও ডিজিটাল এন্টারটেইনমেন্টের এক সম্পূর্ণ দুনিয়া।
৫জি ইউজারদের জন্য অতিরিক্ত সুবিধা
জিও জানিয়েছে, চারশো পঁয়তাল্লিশ টাকার এই প্ল্যানটি জিও 5G নেটওয়ার্ক-এর সঙ্গেও সম্পূর্ণ সামঞ্জস্যপূর্ণ। ফলে যাঁদের ৫জি ফোন আছে, তাঁরা পাবেন আরও দ্রুত ডেটা স্পিড এবং আনলিমিটেড ইন্টারনেট ব্যবহারের সুযোগ। এছাড়াও সংস্থা এই প্ল্যানে বিশেষ অ্যানিভার্সারি অফার চালু করেছে, যার মাধ্যমে ব্যবহারকারীরা অতিরিক্ত ডেটা বা সাবস্ক্রিপশন সুবিধাও পেতে পারেন।
মাত্র ১৭৫ টাকায় মিলবে ১০ জিবি ডেটা ও OTT এক্সেস
অন্যদিকে, ১৭৫ টাকার জিওটিভি প্রিমিয়াম প্রিপেড প্ল্যান কিছুটা আলাদা। এটি একটি ডেটা-ওনলি ভাউচার, অর্থাৎ এতে কলিং বা সার্ভিস ভ্যালিডিটি অন্তর্ভুক্ত নয়। এই প্ল্যান ব্যবহার করতে হলে ব্যবহারকারীর একটি সক্রিয় বেস প্ল্যান থাকা জরুরি। এখানে গ্রাহকরা পাবেন ১০ জিবি ৪জি ডেটা এবং ২৮ দিনের জন্য জিওটিভি প্রিমিয়াম অ্যাক্সেস। এই প্যাকে অন্তর্ভুক্ত OTT প্ল্যাটফর্মগুলির মধ্যে রয়েছে SonyLIV, ZEE5, Lionsgate Play, Discovery+, SunNXT, Kanchha Lannka, Planet Marathi, Chaupal এবং Hoichoi।
Also Read: এখন স্মার্টওয়াচেই চলবে WhatsApp, বড় আপডেট ঘোষণা করল কোম্পানি
জিও জানিয়েছে, উভয় প্ল্যানেই প্রিমিয়াম কনটেন্ট কেবলমাত্র জিওটিভি অ্যাপ-এর মাধ্যমে দেখা যাবে। অর্থাৎ আলাদা করে কোনও অ্যাপ ডাউনলোড করার প্রয়োজন নেই। এক জায়গাতেই সমস্ত OTT প্ল্যাটফর্মের শো, সিনেমা ও লাইভ কনটেন্ট উপভোগ করা সম্ভব হবে।
সব মিলিয়ে বলা যায়, Reliance Jio আবারও প্রমাণ করল যে তারা শুধু টেলিকম নয়, সম্পূর্ণ ডিজিটাল এন্টারটেইনমেন্ট ইকোসিস্টেম তৈরিতে অগ্রণী ভূমিকা নিচ্ছে। মাত্র ১৭৫ টাকায় ১০টি OTT-এর ফ্রি এক্সেস পেয়ে ব্যবহারকারীরা যেমন খরচে সাশ্রয় করবেন, তেমনি বিনোদনের অভাবও থাকবে না।


