ভারতের টেলিকম বাজারে সবচেয়ে বড় শেয়ারধারী কোম্পানি হল রিলায়েন্স জিও (Jio), যা সুলভ মূল্যের রিচার্জ প্ল্যানের জন্য গ্রাহকদের কাছে অত্যন্ত জনপ্রিয়। অন্যান্য টেলিকম অপারেটরের তুলনায় জিও সবসময়ই তার গ্রাহকদের সেরা দামে বেশি সুবিধা দেওয়ার চেষ্টা করে। এবার কোম্পানি এমন এক অফার এনেছে, যেখানে ইউজাররা মাত্র ২০০ টাকারও কম খরচে আনলিমিটেড ৫জি ডেটার সুবিধা উপভোগ করতে পারবেন, সঙ্গে থাকছে ফ্রি ভয়েস কলিং এবং এসএমএসের সুবিধাও।
Jio-র ২০০ টাকার নিচে আনলিমিটেড ৫জি প্ল্যান
রিলায়েন্স জিও-র সবচেয়ে কম দামের আনলিমিটেড ৫জি প্ল্যানের মূল্য ১৯৮ টাকা। এই প্ল্যানে রিচার্জ করলে ব্যবহারকারী পাবেন ১৪ দিনের বৈধতা, অর্থাৎ দুই সপ্তাহের জন্য নিরবচ্ছিন্ন ডেটা ব্যবহারের সুবিধা। ৪জি ইউজারদের জন্য এই প্ল্যানে প্রতিদিন ২ জিবি করে ডেটা দেওয়া হয়, তবে যেসব গ্রাহক জিও-র ৫জি পরিষেবা ব্যবহারযোগ্য অঞ্চলে থাকেন এবং যাদের কাছে ৫জি সাপোর্ট করা স্মার্টফোন রয়েছে, তারা এই প্ল্যানের মাধ্যমে আনলিমিটেড ৫জি ডেটা ব্যবহার করতে পারবেন। ফলে তাদের জন্য কোনো দৈনিক ডেটা সীমা প্রযোজ্য হবে না।
এই সাশ্রয়ী প্ল্যানে শুধুমাত্র ডেটা নয়, আনলিমিটেড ভয়েস কলিং সুবিধাও দেওয়া হচ্ছে, যার মাধ্যমে দেশের যেকোনও নম্বরে ফ্রি কল করা যাবে। এছাড়াও গ্রাহকরা প্রতিদিন ১০০টি এসএমএস পাঠাতে পারবেন। প্ল্যানের সঙ্গে অতিরিক্ত সুবিধা হিসেবে JioTV এবং JioAICloud প্ল্যাটফর্মের অ্যাক্সেসও পাওয়া যাবে, যা ব্যবহারকারীর বিনোদন এবং কাজের সুবিধা দুটোই বৃদ্ধি করবে।
দীর্ঘ মেয়াদের ৫জি প্ল্যানের বিকল্প
যদি কেউ আরও দীর্ঘ সময়ের জন্য আনলিমিটেড ৫জি ডেটার সুবিধা নিতে চান, তাহলে জিও-র আরও কিছু প্ল্যান বেছে নিতে পারেন। কোম্পানির ৩৪৯ টাকা, ৪৪৫ টাকা, ৬২৯ টাকা এবং ৮৫৯ টাকার প্ল্যানগুলোতেও আনলিমিটেড ৫জি ডেটার সুবিধা রয়েছে। এগুলোর বৈধতা যথাক্রমে ২৮ দিন, ২৮ দিন, ৫৬ দিন এবং ৮৪ দিন। এই প্ল্যানগুলোতেও একইভাবে আনলিমিটেড ভয়েস কলিং, প্রতিদিন ১০০টি এসএমএস এবং JioTV ও JioAICloud-এর মতো পরিষেবা পাওয়া যাবে।
Also Read: নম্বর সেভ না করেই WhatsApp-এ পাঠানো যায় মেসেজ, রয়েছে সহজ ট্রিক্স
কারা পাবেন এই সুবিধা
এই ৫জি অফারটি শুধুমাত্র সেইসব গ্রাহকদের জন্য প্রযোজ্য যাদের এলাকায় জিও-র ৫জি নেটওয়ার্ক উপলব্ধ রয়েছে এবং যাদের ফোন ৫জি সাপোর্ট করে। অর্থাৎ, ফোন ও নেটওয়ার্ক—দুটোই যদি প্রস্তুত থাকে, তাহলে এই অফারটি একদম হাতের নাগালে।
সবমিলিয়ে, যারা দ্রুত গতির ইন্টারনেট, নিরবচ্ছিন্ন কলিং এবং বাড়তি খরচ ছাড়াই ৫জি অভিজ্ঞতা পেতে চান, তাদের জন্য জিও-র (Jio) ১৯৮ টাকার এই প্ল্যানটি নিঃসন্দেহে সবচেয়ে সেরা বিকল্প। মাত্র কয়েকটি ধাপেই রিচার্জ করে এখন যেকেউ উপভোগ করতে পারবেন দেশের দ্রুততম নেটওয়ার্কে আনলিমিটেড ৫জি ইন্টারনেটের অভিজ্ঞতা।


