ডিসেম্বর থেকে দামি হচ্ছে Jio, Airtel, Vi রিচার্জ প্ল্যান, বিপাকে গ্রাহকরা!

Jio, Airtel, Vi Recharge Plans to Get Costlier from December

ভারতের টেলিকম বাজারে বড়সড় ধাক্কার ইঙ্গিত মিলেছে। দেশের তিনটি প্রধান বেসরকারি টেলিকম কোম্পানি জিও (Jio), এয়ারটেল (Airtel) এবং ভোডাফোন-আইডিয়া (Vi) খুব শিগগিরই তাদের রিচার্জ প্ল্যানের দাম বাড়াতে চলেছে। রিপোর্ট অনুযায়ী, ২০২৫ সালের ডিসেম্বর মাস থেকে এই বাড়তি ট্যারিফ কার্যকর হতে পারে এবং দাম বাড়তে পারে ১০ শতাংশ পর্যন্ত। অর্থাৎ যারা রিচার্জ করেন, তাদের খরচ এবার আরও বাড়তে চলেছে।

Advertisements

দাম বৃদ্ধির সম্ভাবনা

টেলিকম ইন্ডাস্ট্রির রিপোর্টে জানানো হয়েছে যে, কোম্পানিগুলির ট্যারিফ প্ল্যান ডিসেম্বর ২০২৫ থেকে জুন ২০২৬-এর মধ্যে বৃদ্ধি পেতে পারে। বিশেষজ্ঞদের মতে, এই বৃদ্ধি ১০ থেকে ১৫ শতাংশ পর্যন্ত হতে পারে। অর্থাৎ, যেসব গ্রাহক এখন ৯৪৯ টাকায় ৮৪ দিনের ২জিবি ডেইলি ডাটা প্ল্যান পান, তারা ভবিষ্যতে একই সুবিধার জন্য প্রায় ৯৯৯ টাকা দিতে হতে পারে। কোম্পানিগুলি যদিও এখনও কোনো অফিসিয়াল ঘোষণা করেনি, তবে গত এক বছর ধরে রিচার্জ প্ল্যানের দাম বাড়ানোর ইঙ্গিত ক্রমশ স্পষ্ট হচ্ছিল।

   

উল্লেখযোগ্য বিষয় হল, এর আগেও ২০২৪ সালে টেলিকম কোম্পানিগুলি তাদের রিচার্জ প্ল্যান সংশোধন করেছিল। সেই সময়ও দাম কিছুটা বাড়ানো হয়েছিল এবং দীর্ঘ মেয়াদি ভ্যালিডিটি প্ল্যানগুলোতে তুলনামূলকভাবে বেশি পরিবর্তন আনা হয়েছিল। এবারও একই ধারা বজায় রেখে দাম বাড়ানোর পরিকল্পনা করছে কোম্পানিগুলি। তাই বিশেষজ্ঞদের পরামর্শ, গ্রাহকরা চাইলে এখনই দীর্ঘ মেয়াদি রিচার্জ প্ল্যান নিয়ে রাখতে পারেন, যাতে ভবিষ্যতের দাম বৃদ্ধি তাদের পকেটের ওপর চাপ না ফেলে।

সস্তা প্ল্যানগুলো বাজার থেকে তুলে নেওয়া হচ্ছে

জিও (Jio) ও এয়ারটেল ইতিমধ্যে কিছু সস্তা প্ল্যান বন্ধ করে দিয়েছে। আগে যেসব ১জিবি ডেইলি ডাটা প্ল্যান পাওয়া যেত, সেগুলো এখন আর উপলব্ধ নয়। বর্তমানে কোম্পানিগুলি ১.৫জিবি ডেইলি ডাটা প্ল্যান-কেই সবচেয়ে কম দামে অফার করছে, যার শুরু ২৯৯ টাকা থেকে। অর্থাৎ, কোম্পানিগুলির লক্ষ্য হলো নিজেদের ARPU (Average Revenue Per User) বা প্রতি গ্রাহকের গড় আয় বাড়ানো। এই কৌশলের ফলে যদিও কোম্পানিগুলির আয় বাড়বে, তবে গ্রাহকদের জন্য খরচের বোঝা আরও ভারী হবে।

Advertisements

গ্রাহকদের কী করণীয়

যেহেতু ট্যারিফ বাড়ানোর প্রক্রিয়া শুরু হয়েছে এবং ডিসেম্বর থেকে তা কার্যকর হওয়ার সম্ভাবনা প্রবল, তাই এখনই সাশ্রয়ী রিচার্জ করে দীর্ঘ মেয়াদি ভ্যালিডিটি নেওয়া বুদ্ধিমানের কাজ। এতে পরবর্তী মাসগুলিতে বাড়তি খরচের চাপ এড়ানো সম্ভব হবে।

সব মিলিয়ে দেখা যাচ্ছে, ২০২৫ সালের শেষ দিক থেকেই টেলিকম খাতে বড় পরিবর্তন আসতে চলেছে। একদিকে কোম্পানিগুলি তাদের আয় বাড়াতে চাইছে, অন্যদিকে গ্রাহকরা পড়তে চলেছেন অতিরিক্ত খরচের চাপে। এখন দেখা যাক, ট্যারিফ বৃদ্ধির এই সিদ্ধান্তে গ্রাহকদের প্রতিক্রিয়া কেমন হয় এবং টেলিকম রেগুলেটরি অথরিটি অব ইন্ডিয়া (TRAI) এই পরিবর্তনে কোনো নির্দেশনা দেয় কি না।