ভারতের টেলিকম বাজারে জিও (Jio) ও এয়ারটেল একে অপরকে টক্কর দিচ্ছে দারুণ সব অফার দিয়ে। সাধারণত জিও কম দামে বেশি সুবিধা দেওয়ার জন্য জনপ্রিয়, কিন্তু এবার এয়ারটেল এমন এক প্ল্যান এনেছে যা দামের দিক থেকে জিওকে হার মানিয়েছে। মাত্র ৫৯৮ টাকার এই প্ল্যানটি জিওর সবচেয়ে সস্তা নেটফ্লিক্স প্ল্যানের তুলনায় ৭০১ কম অথচ সুবিধার দিক থেকে অনেক বেশি আকর্ষণীয়।
এয়ারটেলের ৫৯৮ টাকার প্ল্যানের সুবিধা
এয়ারটেলের এই নতুন প্রিপেইড প্ল্যানটির বৈধতা ২৮ দিন, যেখানে প্রতিদিন ২ জিবি ডেটা ব্যবহার করা যায়। যেসব গ্রাহক এয়ারটেলের ৫জি নেটওয়ার্কের আওতায় আছেন, তারা পাবেন আনলিমিটেড ৫জি ডেটা সুবিধা। এছাড়াও প্রতিদিন ১০০টি ফ্রি এসএমএস এবং দেশজুড়ে আনলিমিটেড কলিং অফার করা হচ্ছে। এই প্ল্যানের সবচেয়ে বড় আকর্ষণ এর বিনামূল্যের সাবস্ক্রিপশন বেনিফিট।
এয়ারটেল ইউজাররা এতে পাচ্ছেন Netflix Basic সাবস্ক্রিপশন সম্পূর্ণ ফ্রি, যা সাধারণত আলাদা করে কিনলে মাসে ১৯৯ টাকা খরচ হয়। এর সঙ্গে রয়েছে Disney+ Hotstar Super, Zee5 এবং Airtel Xstream Play Premium-এর সাবস্ক্রিপশনও। সবচেয়ে চমকপ্রদ সুবিধা হলো এই প্ল্যানে Perplexity Pro AI-এর ফ্রি সাবস্ক্রিপশন দেওয়া হচ্ছে, যার বাজারমূল্য প্রায় ১৭,০০০ টাকা। এই প্রিমিয়াম AI টুল ব্যবহার করে ইউজাররা স্মার্ট সার্চ, কনটেন্ট সাজেস্ট এবং রিয়েল-টাইম রিসার্চ করতে পারবেন, যা এখনো পর্যন্ত কোনো টেলিকম কোম্পানির অফারে পাওয়া যায় না।
Jio-র ১,২৯৯ টাকার প্ল্যানের তুলনায়
Jio-র ১,২৯৯ টাকার নেটফ্লিক্স প্ল্যানের বৈধতা ৮৪ দিন এবং এতে প্রতিদিন ২ জিবি ডেটা দেওয়া হয়। যোগ্য গ্রাহকরা আনলিমিটেড ৫জি ডেটাও পান। পাশাপাশি প্রতিদিন ১০০টি ফ্রি এসএমএস ও আনলিমিটেড কলিং সুবিধা রয়েছে। এই প্ল্যানে Netflix ও জিও টিভি ছাড়াও জিও হটস্টার, জিও গোল্ড এবং জিও হোম-এর বিশেষ অফার অন্তর্ভুক্ত। যেমন জিও গোল্ডে ২% অতিরিক্ত রিওয়ার্ড এবং জিও হোম সার্ভিসে দুই মাসের ফ্রি ট্রায়াল।
তবে তুলনামূলকভাবে এয়ারটেলের ৫৯৮ টাকার প্ল্যানটি অনেক বেশি লাভজনক। যেখানে জিওর প্ল্যানের দাম প্রায় দ্বিগুণ, সেখানে এয়ারটেল কম দামে নেটফ্লিক্স, একাধিক OTT প্ল্যাটফর্ম এবং প্রিমিয়াম AI টুল সব একসাথে দিচ্ছে।
প্রসঙ্গত, দামের হিসেব ও সুবিধার দিক থেকে এয়ারটেলের ৫৯৮ টাকার প্ল্যান নিঃসন্দেহে বেশি ভ্যালু ফর মানি। যারা কম খরচে নেটফ্লিক্সসহ একাধিক OTT প্ল্যাটফর্ম এবং উন্নতমানের AI অভিজ্ঞতা চান, তাদের জন্য এয়ারটেলের এই অফারটি বর্তমানে বাজারের সেরা পছন্দ হতে পারে।