BSNL-এর ক্রিসমাস বোনানজা প্ল্যান: ১ টাকায় প্রতিদিন ২জিবি ডেটা ও আনলিমিটেড কল

ভারতের রাষ্ট্রায়ত্ত টেলিকম সংস্থা ভারত সঞ্চার নিগম লিমিটেড (BSNL) গ্রাহকদের জন্য বিশেষ ক্রিসমাস অফার নিয়ে এল। সংস্থাটি তাদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলের মাধ্যমে নতুন প্রিপেড রিচার্জ…

BSNL

ভারতের রাষ্ট্রায়ত্ত টেলিকম সংস্থা ভারত সঞ্চার নিগম লিমিটেড (BSNL) গ্রাহকদের জন্য বিশেষ ক্রিসমাস অফার নিয়ে এল। সংস্থাটি তাদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলের মাধ্যমে নতুন প্রিপেড রিচার্জ প্ল্যান ‘Christmas Bonanza’ ঘোষণা করেছে। সীমিত সময়ের জন্য চালু হওয়া এই প্ল্যানে খুবই নামমাত্র মূল্যে মিলছে প্রতিদিন ২জিবি 4G ডেটা, আনলিমিটেড ভয়েস কল এবং অন্যান্য সুবিধা।

Advertisements

BSNL-এর ক্রিসমাস বোনানজা প্ল্যান

বিএসএমএল-এর ক্রিসমাস বোনানজা প্ল্যানের দাম রাখা হয়েছে মাত্র ১ টাকা। এই প্ল্যানের বৈধতা ৩০ দিন। এই সময়ের মধ্যে গ্রাহকরা প্রতিদিন ২GB করে 4G ডেটা ব্যবহার করতে পারবেন, সঙ্গে থাকছে আনলিমিটেড ভয়েস কল ও প্রতিদিন ১০০টি SMS। তবে ফেয়ার ইউসেজ পলিসি (FUP) অনুযায়ী, দৈনিক ডেটা কোটা শেষ হয়ে গেলে ইন্টারনেট স্পিড কমে ৪০ kbps হয়ে যাবে।

   

বিএসএমএল জানিয়েছে, যারা এই ক্রিসমাস বোনানজা প্ল্যান নেবেন, নতুন গ্রাহকদের জন্য তাদের পক্ষ থেকে ফ্রি 4G সিম কার্ডও দেওয়া হবে। উল্লেখযোগ্য বিষয় হল, এটি সম্পূর্ণই একটি লিমিটেড টাইম অফার, যা শুধুমাত্র ৩১ ডিসেম্বর পর্যন্ত পাওয়া যাবে। গ্রাহকরা নিকটবর্তী রিটেলার বা বিএসএমএল কমন সার্ভিস সেন্টার থেকে এই প্ল্যানটি নিতে পারবেন। যদিও বিএসএমএল-এর ডোরস্টেপ সিম ডেলিভারি পরিষেবার মাধ্যমে এই অফার পাওয়া যাবে কি না, সে বিষয়ে এখনও কোনও স্পষ্ট তথ্য নেই।

এর পাশাপাশি বিএসএমএল আরও একটি নতুন প্রিপেড রিচার্জ প্ল্যান ঘোষণা করেছে, যার দাম ২৫১ টাকা। এই প্ল্যানের বৈধতাও ৩০ দিন। এতে গ্রাহকরা মোট ১০০GB ডেটা, আনলিমিটেড লোকাল, STD ও রোমিং কল এবং প্রতিদিন ১০০টি SMS পাবেন। অতিরিক্ত সুবিধা হিসেবে এই রিচার্জের সঙ্গে মিলছে ৩০ দিনের ফ্রি BiTV সাবস্ক্রিপশন, যেখানে ৪৫০টিরও বেশি লাইভ টিভি চ্যানেল, সিনেমা ও শো দেখার সুযোগ রয়েছে। সব মিলিয়ে, ক্রিসমাস উপলক্ষ্যে BSNL-এর এই নতুন অফারগুলি গ্রাহকদের জন্য বেশ আকর্ষণীয় বলেই মনে করছেন টেলিকম বিশেষজ্ঞরা।

Advertisements