ভারতের টেলিকম বাজারে প্রতিযোগিতা প্রতিনিয়ত বাড়ছে এবং প্রতিটি সংস্থা গ্রাহকদের আকর্ষণ করতে নতুন অফার নিয়ে আসছে। এই প্রতিযোগিতায় বিএসএমএল-ও (BSNL) পিছিয়ে নেই। কম খরচে দীর্ঘমেয়াদি রিচার্জ সুবিধা দেওয়ার ক্ষেত্রে বিএসএমএল আবারও একটি চমক এনেছে, কারণ মাত্র 485 টাকা-তে পাওয়া যাচ্ছে পুরো 72 দিনের বৈধতা। ফলে কম খরচে দীর্ঘ সময় ফোন ব্যবহার করতে চাইলে এই প্ল্যান আদর্শ।
BSNL-এর 500 টাকার কমে সবচেয়ে সস্তা লং–ভ্যালিডিটি প্ল্যান
বিএসএমএল-এর 485 টাকার এই প্ল্যান বর্তমানে তার ক্যাটেগরিতে সবচেয়ে সাশ্রয়ী হিসেবেই ধরা হচ্ছে। মাত্র 500 টাকারও কম দামে 72 দিনের প্ল্যান পাওয়া সত্যিই গ্রাহকদের জন্য বড় সুবিধা। এই প্ল্যানে রয়েছে আনলিমিটেড ভয়েস কলিং, দৈনিক ডেটা, এবং SMS—অর্থাৎ প্রতিদিনের প্রয়োজনীয় সবকিছুই কভার করা হয়েছে।
এই প্ল্যানের সবচেয়ে বড় শক্তি হলো আনলিমিটেড ভয়েস কল। লোকাল কল, STD কল কিংবা অন্য নেটওয়ার্ক—কোনো ক্ষেত্রেই আলাদা চার্জ দিতে হবে না। যারা প্রতিদিন ফোনে কথা বলেন বা অফিসিয়াল কাজ করেন, তাদের জন্য এটি বেশ লাভজনক।
প্রতিদিন পাওয়া যাবে 2GB হাই–স্পিড ডেটা
485 টাকার এই প্ল্যানে প্রতিদিন পাবেন 2GB হাই–স্পিড ডেটা। পুরো প্ল্যান মেয়াদে মোট ব্যবহারের জন্য পাওয়া যাচ্ছে 144GB ডেটা। অনলাইন ক্লাস, ভিডিও দেখা, রিল বানানো, সোশ্যাল মিডিয়া ব্যবহার বা মুভি স্ট্রিমিং—সবকিছুর জন্য এই ডেটা যথেষ্ট।
এই প্ল্যানের অন্যতম বিশেষ সুবিধা হলো এর ভ্যালিডিটি। 72 দিনের জন্য একবার রিচার্জ করলেই দীর্ঘ সময় নিশ্চিন্তে ব্যবহার করা যাবে। যারা বারবার রিচার্জ করতে চান না বা কম বাজেটে দীর্ঘমেয়াদি রিচার্জ চান, তাদের জন্য এটি দারুণ উপযোগী। ডেটা এবং কলিং ছাড়াও এই প্ল্যানে প্রতিদিন 100টি SMS পাওয়া যাবে। ব্যাংকিং OTP, তথ্য আদান–প্রদান, অফিসিয়াল ম্যাসেজ—সব কিছুতেই এই সুবিধা কার্যকর।
Jio, Airtel ও Vi-কে টক্কর
যেখানে প্রাইভেট টেলিকম সংস্থাগুলো রিচার্জ প্ল্যানের দাম বাড়িয়েছে এবং 70 দিনের মতো ভ্যালিডিটি দিতে প্রায় 700–800 টাকা নিচ্ছে, সেখানে বিএসএমএল-এর (BSNL) এই 485 টাকার প্ল্যান বাজারে সরাসরি চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছে। ফলে বাজেট–ইউজারদের কাছে এই প্ল্যান দ্রুতই জনপ্রিয় হয়ে উঠছে।
