
Reliance Jio তাদের গ্রাহকদের জন্য বড় সুখবর দিয়েছে। এবার কল করার সময় স্ক্রিনে নম্বরের বদলে কলারের নাম দেখাবে। কোম্পানি কলার নেম প্রেজেন্টেশন (CNAP) ফিচার লঞ্চ করেছে। যার ফলে অজানা নম্বরের পরিচয় সহজেই বোঝা যাবে। এতে কলগুলো আরও নিরাপদ হবে এবং স্ক্যাম কল থেকে গ্রাহকরা বাঁচতে পারবেন।
TRAI-এর নির্দেশ অনুযায়ী Jio-এর পাশাপাশি Airtel, Vodafone Idea এবং BSNL-ও তাদের গ্রাহকদের CNAP ফিচার দিতে বাধ্য। ফলে কল করার সময় নম্বরের বদলে রেজিস্টার্ড নাম স্ক্রিনে দেখাবে। জিও ইতিমধ্যে এই ফিচার রোলআউট শুরু করেছে।
কোন কোন রাজ্যে Reliance Jio-এর CNAP চালু
জিও-এর CNAP ফিচার এখন পশ্চিমবঙ্গ, কেরল, বিহার, উত্তরপ্রদেশ ইস্ট, রাজস্থান, পঞ্জাব, অসম, উত্তরাখণ্ড, হিমাচল প্রদেশ, ঝাড়খণ্ড এবং ওড়িশায় চালু হয়েছে।
জিও-এর আগে Airtel কিছু সার্কলে CNAP চালু করেছে – পশ্চিমবঙ্গ, গুজরাত, মধ্যপ্রদেশ এবং জম্মু-কাশ্মীরে। Vodafone Idea (Vi) মহারাষ্ট্রে এই ফিচার রোলআউট করেছে। BSNL পশ্চিমবঙ্গে টেস্টিং করছে।
CNAP কীভাবে কাজ করে এবং কেন ভালো
অনেক গ্রাহক স্ক্যাম ও স্প্যাম কল থেকে বাঁচতে TrueCaller-এর মতো অ্যাপ ব্যবহার করেন, যা কলারের নাম দেখায়। কিন্তু CNAP অন্যরকম – এতে টেলিকম প্রোভাইডারের রেজিস্টার্ড ডকুমেন্টের ভিত্তিতে নাম দেখানো হয়। অ্যাপের তুলনায় এটি অনেক বেশি বিশ্বস্ত।
এছাড়া TRAI সাইলেন্ট কল নিয়ে সতর্কতা জারি করেছে। এমন কল যেখানে তুললে অন্যদিক থেকে কেউ কথা বলে না। অনেক স্ক্যামার এভাবে চেক করে নম্বর অ্যাক্টিভ কি না।
Reliance Jio-এর এই CNAP ফিচার গ্রাহকদের কলিং অভিজ্ঞতা আরও নিরাপদ ও সুবিধাজনক করে তুলবে। অন্য অপারেটররাও ধীরে ধীরে রোলআউট করছে। স্ক্যাম কলের যুগে এটি এক বড় সুরক্ষা। আপনার এলাকায় চালু হয়েছে কি না চেক করে দেখুন!










