
ভারতের দ্বিতীয় বৃহত্তম টেলিকম কোম্পানি Bharti Airtel অবশেষে Google-এর সঙ্গে হাত মিলিয়ে দেশে রিচ কমিউনিকেশন সার্ভিসেস (RCS Messaging) মেসেজিং চালু করতে চলেছে। Economic Times-এর রিপোর্ট অনুযায়ী, দুই কোম্পানি এই পরিষেবার জন্য 80:20 রেভিনিউ শেয়ারিং চুক্তি করেছে। এর ফলে Airtel প্রতি RCS মেসেজের জন্য 0.11 টাকা চার্জ করবে।
আগে স্প্যামের ভয়ে না বলেছিল Airtel
এতদিন Airtel RCS চালু করতে রাজি হয়নি। কারণ ছিল এনক্রিপ্টেড চ্যানেলে স্প্যামের ভয়। কোম্পানি এমনকি টেলিকম রেগুলেটরের কাছে OTT অ্যাপগুলোকে অ্যান্টি-স্প্যাম নিয়মের আওতায় আনার দাবিও জানিয়েছিল। কিন্তু এবার Google রাজি হয়েছে Airtel-এর AI-ভিত্তিক ইন্টেলিজেন্ট স্প্যাম ফিল্টারের সঙ্গে RCS ইন্টিগ্রেট করতে। ফলে স্প্যাম নিয়ন্ত্রণের আশ্বাস পেয়ে Airtel এগিয়ে এসেছে।
Airtel-এর এক মুখপাত্র জানিয়েছেন, “আমরা Google-এর সঙ্গে খুব কড়া গাইডলাইন নিয়ে কাজ করছি। RCS মেসেজগুলো আমাদের স্প্যাম-বেসড AI ফিল্টারের মধ্যে দিয়ে যাবে। এই ব্যবস্থা পুরোপুরি চালু হলেই আমরা Google-এর সঙ্গে RCS নিয়ে আসব।”
এই চুক্তির ফলে Jio এবং Vodafone Idea-র পাশাপাশি Airtel-ও RCS চালু করছে। অর্থাৎ ভারতের তিন প্রধান টেলিকম কোম্পানিই এখন RCS পরিষেবা দেবে।
RCS Messaging কী এবং কেন এত গুরুত্বপূর্ণ?
RCS হল GSMA-র তৈরি গ্লোবাল মেসেজিং স্ট্যান্ডার্ড (২০০৭ সালে শুরু) যা পুরোনো SMS-কে আধুনিক করে। এতে পাওয়া যায়:
- রিড রিসিপ্ট
- টাইপিং ইন্ডিকেটর
- হাই-কোয়ালিটি ফাইল শেয়ারিং
- গ্রুপ চ্যাট
- লোকেশন শেয়ারিং
এসবই WhatsApp বা iMessage-এর মতো, কিন্তু এর জন্য আলাদা অ্যাপ লাগে না – শুধু মোবাইল ডেটা বা Wi-Fi থাকলেই চলে।
Airtel গ্রাহকদের জন্য এটি এক বড় আপগ্রেড। সাধারণ SMS-এর বদলে এবার তারা অনেক বেশি আধুনিক মেসেজিং অভিজ্ঞতা পাবেন এবং স্প্যাম নিয়েও চিন্তা কম থাকবে। পরবর্তী কয়েক মাসের মধ্যেই Airtel নেটওয়ার্কে RCS Messaging পরিষেবা চালু হওয়ার সম্ভাবনা রয়েছে।










