বাজারে নতুন স্মার্টফোন নিয়ে হাজির Xiaomi, সাথে থাকছে দুর্দান্ত ফিচার

বর্তমানে তাই প্রতিদিনই বিভিন্ন নামিদামি সংস্থা তাদের স্মার্টফোন নিয়ে আসছে ভারতের বাজারে, আর তাদের মধ্যে অন্যতম Xiaomi। চীনা স্মার্টফোন প্রস্তুতকারী এই সংস্থা প্রথম দেখি তরুণ প্রজন্মের মনে জায়গা করে নিয়েছে বিশেষ করে তার ক্যামেরার জন্য

Xiaomi's Latest Smartphone: A Blend of Innovation and Style

বর্তমানে তাই প্রতিদিনই বিভিন্ন নামিদামি সংস্থা তাদের স্মার্টফোন নিয়ে আসছে ভারতের বাজারে, আর তাদের মধ্যে অন্যতম Xiaomi। চীনা স্মার্টফোন প্রস্তুতকারী এই সংস্থা প্রথম দেখি তরুণ প্রজন্মের মনে জায়গা করে নিয়েছে বিশেষ করে তার ক্যামেরার জন্য। সম্প্রতি ভারতের বাজারে এই সংস্থা তাদের বিভিন্ন স্মার্টফোন লঞ্চ করেছে, যা ঠিক একইভাবে বেশ জনপ্রিয়। তাই ঠিক এই কারণে সাধারণ মানুষ অপেক্ষা করে থাকেন কবে Xiaomi তাদের নতুন ফোন লঞ্চ করবে ভারতের বাজারে।

Advertisements

তবে এবার সুখবর মিলতে চলেছে চীনবাসীদের, কারণ Xiaomi চীনে তাদের নতুন ফোন লঞ্চ করতে চলেছে। সংস্থা সূত্রে জানা গিয়েছে তাদের এই নতুন নতুন স্মার্টফোনের নাম Xiaomi 13 ultra, যার মধ্যে রয়েছে স্ন্যপড্রাগন জেনারেশন 8 প্রসেসর। অর্থাৎ চীনা সংস্থার এই নতুন স্মার্টফোনের গতি হবে ঝড়ের মতো। অন্যদিকে আরও একটি দুর্দান্ত ফিচার যোগ করেছে সংস্থা। সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে মাত্র ১ শতাংশ চার্জ নিয়েই আপনি এক ঘন্টা স্মার্টফোন ব্যবহার করতে পারবেন।

Advertisements

৬.৭ ইঞ্চির ফুল এইচডি স্ক্রিনের সাথে থাকছে ৫০ মেগাপিক্সেল ক্যামেরা হার মানাবে ডিএসএলআর এ তোলা ছবি কেউ। একই সাথে থাকছে ৫০০০ এমএইচ এর ব্যাটারি এবং ওয়ারলেস চার্জিং সাপোর্ট। আপাতত মাত্র দুটি ভেরিয়ান্টে এই স্মার্টফোনটি মিলবে যার মধ্যে প্রথমটি হল ১৬ জিবি র‌্যাম এবং ৫১২ জিবি internal memory যার আনুমানিক বাজার মূল্য ৭০০০০ টাকার কিছু বেশি। অন্যদিকে আরও একটি ভেরিয়েন্ট হলো ১৬ জিবি র‌্যাম এবং ১ টিবি ইন্টার্নাল মেমরি যার আনুমানিক বাজার মূল্য ৮২ হাজার টাকার কিছু বেশি।।