যত দিন যাচ্ছে, স্মার্টফোনের ক্যামেরার মান ধীরে ধীরে ডিএসএলআর-এর ন্যায় হয়ে উঠছে। এবারে শাওমির একটি ফোনে এমনই বৈশিষ্ট্য দেওয়া হচ্ছে। মডেলটির নাম Xiaomi 15 Pro। গত মাসে চিনের বাজারে এই ফোনটি লঞ্চ করা হয়েছে। এবারে এই সিরিজের টপ-এন্ড মডেল Xiaomi 15 Ultra লঞ্চের জন্য প্রস্তুতি শুরু করেছে। ডিজিটাল চ্যাট স্টেশনে এবারে এই মডেলটির ক্যামেরা স্পেসিফিকেশন সামনে এসেছে। চলুন মডেলটির সম্পর্কে বিশদে জেনে নেওয়া যাক।
Jio-র এই নতুন প্ল্যানে একগুচ্ছ OTT-র ফ্রি সাবস্ক্রিপশন, আনলিমিটেড কলিং ও 5G ডেটা
Xiaomi 15 Ultra বাজারে আসার আগেই এর ক্যামেরা এবং অন্যান্য ফিচার নিয়ে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। বিভিন্ন রিপোর্ট থেকে জানা গেছে, এই ফোনে ৫০ মেগাপিক্সেলের ৭০মিমি ৩এক্স টেলিফটো ক্যামেরা থাকবে। যেখানে Sony IMX858 সেন্সর ব্যবহার করা হয়েছে। এই ক্যামেরা ফটো ক্রপ না করে পুরো ছবি তুলে ধরতে সক্ষম হবে। এছাড়া, ডিভাইসটি ডুয়েল টেলিফটো লেন্সের মাধ্যমে টেলিফটো ম্যাক্রো ফাংশনও সাপোর্ট করবে বলে আশা করা হচ্ছে।
WhatsApp আনল নতুন ফিচার, iOS ইউজারদের মুখে হাসি ফোটাতে দারুণ উদ্যোগ
Xiaomi 15 Ultra-র নতুন ২০০ মেগাপিক্সেল ক্যামেরা
এই ফোনে আরও একটি বিশেষ ফিচার থাকছে — একটি ৪.৩এক্স পেরিস্কোপ টেলিফটো ক্যামেরা, যা ২০০ মেগাপিক্সেলের সঙ্গে Samsung HP9 সেন্সর যুক্ত। এটি Vivo X200 Pro-তেও ব্যবহৃত হয়েছে। এছাড়া, ৫০ মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড ক্যামেরা এবং Leica Summilux লেন্স থাকছে, যা উচ্চমানের ছবি তোলার জন্য পরিচিত।
বিএসএনএলের নয়া বার্ষিক প্ল্যানে সাশ্রয়ী কল ও ডেটা সুবিধা
Xiaomi 15 Ultra-র ব্যাটারি ও স্ক্রিন
Xiaomi 15 Ultra তে পাওয়ারফুল Snapdragon 8 Elite SoC প্রসেসরের সঙ্গে আসবে এবং এতে আলট্রাসোনিক ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার থাকবে। রিপোর্ট অনুযায়ী, Xiaomi 15 Ultra-তে ৬০০০ এমএএইচ ব্যাটারি থাকবে। যা Xiaomi 14 Ultra-এর ৫৩০০ এমএএইচ ব্যাটারির তুলনায় বড় হলেও Xiaomi 15 Pro-এর ৬১০০ এমএএইচ ব্যাটারির তুলনায় সামান্য ছোট। এছাড়া, ফোনে Xiaomi 15 Pro-এর মতোই ২কে কোয়াড-কর্ভড স্ক্রিন দেওয়া হবে।
Xiaomi 15 Ultra-র লঞ্চের তারিখ
অনুমান করা হচ্ছে, Xiaomi 15 Ultra ২০২৫ সালের জানুয়ারিতে চিনে প্রথম লঞ্চ হবে। আবার ২০২৫ সালের মার্চ মাসে MWC-তে গ্লোবাল লঞ্চের সম্ভাবনা রয়েছে।