‘X’ Down: ফের বিকল এক্স, মাথায় হাত ব্যবহারকারীদের

ফের একবার বিকল হল ‘X’। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স, যা আগে টুইটার নামে পরিচিত ছিল, তা ফের একবার বিকল হয়ে পড়েছে বলে জানা গেছে। এদিকে…

'X' Down: ফের বিকল এক্স, মাথায় হাত ব্যবহারকারীদের

ফের একবার বিকল হল ‘X’। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স, যা আগে টুইটার নামে পরিচিত ছিল, তা ফের একবার বিকল হয়ে পড়েছে বলে জানা গেছে। এদিকে এক্স ব্যবহার করতে না পেরে মাথায় পরেছে ইউজারদের।

সোশ্যাল মিডিয়ায় প্রতিনিয়ত অভিযোগ করে চলেছেন ব্যবহারকারীরা। এদিকে ডাউনডিটেক্টরও এক্সএক্সের বিভ্রাটের বিষয়টি নিশ্চিত করেছে। আজ অর্থাৎ ২৯ এপ্রিল দুপুর ১২টা ৪৭ মিনিট থেকে এই এক্স বিভ্রাট শুরু হয়েছে। বর্তমানে ৫১ শতাংশ ব্যবহারকারী অ্যাপটি নিয়ে অভিযোগ করেছেন এবং ৪৭ শতাংশ ওয়েব ভার্সনে সমস্যায় পড়েছেন। টাইমলাইন আপডেট করা হচ্ছে না বলে খবর। ব্যবহারকারীদের কিছু ভুল হয়েছে। পুনরায় লোড করার চেষ্টা করার বার্তা গ্রহণ করা হচ্ছে।

Advertisements

এর আগে ২৬ এপ্রিল এক্স বিকল হয়ে পরে। এই নিয়ে প্রায় ১০০০-রও বেশি ইউজার সরব হন। সে সময়েও ব্যবহারকারীরা একই ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছিলেন, যদিও কিছুক্ষণ পর এক্স পুনরুদ্ধার করা হয়।