বড় ধাক্কা! ১ জানুয়ারি থেকে এই স্মার্টফোনে বন্ধ হয়ে যাবে WhatsApp, দেখে নিন তালিকা

২০২৪ শেষ হতে আর হাতেগোনা কয়েকদিন বাকি। বড়দিন উদযাপনের রেশ কাটতে না কাটতেই নতুন বছর পড়ে যাবে। বছরের প্রথমেই ব্যবহারকারীদের কপালের ভাঁজ বাড়ানোর মত খবর…

WhatsApp

২০২৪ শেষ হতে আর হাতেগোনা কয়েকদিন বাকি। বড়দিন উদযাপনের রেশ কাটতে না কাটতেই নতুন বছর পড়ে যাবে। বছরের প্রথমেই ব্যবহারকারীদের কপালের ভাঁজ বাড়ানোর মত খবর শোনাল সর্বাধিক জনপ্রিয় মেসেজিং প্ল্যাচফর্ম হোয়াটসঅ্যাপ (WhatsApp)। মেটা’র (Meta) অধীনস্থ এই সংস্থা কিছু অ্যান্ড্রয়েড স্মার্টফোনে মেসেজিং অ্যাপটি বন্ধ হয়ে যাবে বলে ঘোষণা করেছে। সংস্থার কথানুযায়ী, ১ জানুয়ারি, ২০২৫ থেকে KitKat OS বা তার আগের ভার্সনে চলা অনেক অ্যান্ড্রয়েড স্মার্টফোনে হোয়াটসঅ্যাপ আর কাজ করবে না। অ্যাপের নিরাপত্তা বজায় রাখতে এটি কোম্পানির নেওয়া একটি পদক্ষেপ।

Xiaomi 15 Ultra ভারতে লঞ্চের জল্পনা, BIS সার্টিফিকেশন পেল নতুন এই ফ্ল্যাগশিপ ফোন

   

অ্যান্ড্রয়েড KitKat, যা ২০১৩ সালে চালু হয়েছিল, ধীরে ধীরে ব্যবহার থেকে বাদ পড়েছে কারণ অধিকাংশ স্মার্টফোন এখন অনেক নতুন অ্যান্ড্রয়েড ভার্সনে চলে। WhatsApp বন্ধ হয়ে যাওয়ার অর্থ হল, এই ফোনগুলিতে আর কোনো আপডেট, বাগ ফিক্স বা সিকিউরিটি প্যাচ পাওয়া যাবে না। নতুন বছরের শুরুতেই কোন কোন অ্যান্ড্রয়েড স্মার্টফোনে হোয়াটসঅ্যাপ বন্ধ হয়ে যাবে, সেই তালিকা দেখে নিন।

15 হাজারের কমে 108MP ক্যামেরা, এই 5G ফোনগুলিতে মিলছে সেরা অফার

১ জানুয়ারি থেকে যেসব স্মার্টফোনে WhatsApp বন্ধ হবে:

Samsung:

Samsung Galaxy S4 Mini
Samsung Galaxy S3
Samsung Galaxy Note 2
Samsung Galaxy Ace 3

Motorola:

Moto G
Moto RAZR HD
Moto E 2014

HTC:

HTC One X
HTC One X+
HTC Desire 500
HTC Desire 601

LG:

LG Optimus G
LG Nexus 4
LG G2 Mini
LG L90

Sony:

Sony Xperia Z
Sony Xperia SP
Sony Xperia T
Sony Xperia V

WhatsApp-এর ওয়েবপেজ অনুযায়ী, এখন অ্যাপটি শুধুমাত্র Android 5.0 বা তার পরের ভার্সন এবং iOS 12 বা তার পরের ভার্সনে চলবে। কোম্পানি আগেই ঘোষণা করেছিল যে iPhone 5s, iPhone 6 এবং iPhone 6 Plus ব্যবহারকারীরা তাদের ডিভাইসে হোয়াটসঅ্যাপ (WhatsApp) ব্যবহার করতে পারবেন না। তবে, iPhone ব্যবহারকারীদের কাছে ৫ মে, ২০২৫ পর্যন্ত তাদের ডিভাইস আপগ্রেড করার সময় আছে।