এবার চ্যাটিং হবে আরও আকর্ষণীয়, WhatsApp নিয়ে এল চমকপ্রদ ফিচার্স

পরিবার পরিজন হোক বা বন্ধু-বান্ধব, সবাই মিলে গপ্পো করার মজাই আলাদা। ব্যবহারকারীদের সেই আনন্দ দিতে মেটা’র (Meta) অধীনস্থ সর্বাধিক জনপ্রিয় ম্যাসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপ (WhatsApp) নিয়ে…

whatsapp-new-features

পরিবার পরিজন হোক বা বন্ধু-বান্ধব, সবাই মিলে গপ্পো করার মজাই আলাদা। ব্যবহারকারীদের সেই আনন্দ দিতে মেটা’র (Meta) অধীনস্থ সর্বাধিক জনপ্রিয় ম্যাসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপ (WhatsApp) নিয়ে এসেছিল গ্রুপ চ্যাটিং ফিচার। ইউজারদের মধ্যে বহুল জনপ্রিয়তা পেয়েছে এটি। এমনকি কাজের সুবিধার্থে আজকাল প্রায় সব প্রতিষ্ঠান ও সংস্থা এই গ্রুপ চ্যাট ব্যবহার করে। এবার ইউজারদের মুখে হাসি ফোঁটাতে নয়া উদ্যোগ নিল হোয়াটসঅ্যাপ। কিছুদিন আগেই খবর পাওয়া গিয়েছিল যে, হোয়াটসঅ্যাপ নতুন গ্রুপ চ্যাট ইভেন্ট ফিচার আনতে চলেছে। এখন কোম্পানি এই ফিচার iOS ব্যবহারকারীর জন্য ছাড়া আরম্ভ করল। এর আগে এই বৈশিষ্ট্য কেবলমাত্র কমিউনিটি টেক্সটের জন্য উপলব্ধ ছিল। X-এ একটি পোস্ট করে WABetaInfo এই ফিচার রোলআউটের বিষয়টি জানিয়েছে। ইতিমধ্যেই iOS 24.15.79-এ নয়া ফিচারটির দেখা পাওয়া গেছে। 

গ্রুপে ইভেন্ট ক্রিয়েট এবং অর্গানাইজ করা যাবে

   

হোয়াটসঅ্যাপের (WhatsApp) এই নতুন ফিচার ব্যবহারকারীদের রেগুলার গ্রুপ চ্যাটস-এ ইভেন্ট ক্রিয়েট করার সুবিধা দেবে। প্রত্যেক ব্যবহারকারীর নাম, বর্ণনা, তারিখ, অপশনল লোকেশন দেওয়ার পাশাপাশি ভয়েস বা ভিডিও কলের মধ্যে কোনো একটি বেছে নেওয়ার অপশন থাকবে। এটি ব্যবহার করে ইউজাররা, ইভেন্ট ক্রিয়েট বা অর্গানাইজ করতে পারবেন। ইনভাইট অ্যাক্সেপ্ট করার পর তৎক্ষণৎ গ্রুপের সকল মেম্বাররা নোটিফিকেশন পেয়ে যাবেন। সবচেয়ে বড় বিষয়, গ্রুপে অর্গানাইজ হতে চলা ইভেন্ট এন্ড-টু-এন্ড এক্রিপ্টেড হবে।

এন্ড-টু-এন্ড এনক্রিপশন এটি নিশ্চিত করে যে, সংঘটিত ইভেন্ট ও এতে হওয়া কথোপকথন শুধুমাত্র অংশগ্রহণকারীদের মধ্যে সীমাবদ্ধ থকবে। ইউজারদের প্রাইভেসি বজায় রাখতে এতে রয়েছে বিশেষ ব্যবস্থা। ধীরে ধীরে সমস্ত iOS ব্যবহারকারীদের এই সুবিধা দেওয়া হবে। অ্যাপ স্টোরে উপস্থিত লেটেস্ট ভার্সন দ্বারা আপডেট করালে এই ফিচার যোগ হবে। তবে হয়ত আরও কিছুদিন সময় লাগতে পারে। 

50-মেগাপিক্সেল ক্যামেরা সহ ভারতে লঞ্চ হল Samsung Galaxy F14 4G

স্টিকার্সের জন্যও আনা হয়েছে ফিচার

এদিকে হোয়াটসঅ্যাপে স্টিকারের জন্য একটি দারুণ ফিচার এসেছে। এই বৈশিষ্ট্যের নাম ম্যানেজ মাল্টিপল স্টিকার্স ইন বল্ক। WABetaInfo এই ফিচার সম্পর্কেও জানিয়েছে। এটি বর্তমানে অ্যান্ড্রয়েড   2.24.16.9 ইউজারদের জন্য ছাড়া আরম্ভ হয়েছে। এর মাধ্যমে ব্যবহারকারীরা এক সঙ্গে অনেকগুলি স্টিকার ডিলিট ও টপ কালেকশনে মুভ করাতে পারবেন। বিটা টেস্টিং শেষ হওয়ার পর সমস্ত ব্যবহারকারীদের জন্য উপলব্ধ হবে এটি।