WhatsApp-এ ছবি-ভিডিও দেখা এখন আরও সহজ, এল নতুন ফিচার

WhatsApp

হোয়াটসঅ্যাপ (WhatsApp) ব্যবহারকারীদের জন্য এসেছে এক দারুণ খবর। দীর্ঘ প্রতীক্ষার পর মেটা অবশেষে প্ল্যাটফর্মে আনছে এমন একটি ফিচার, যা দিয়ে ইউজাররা খুব সহজেই নিজেদের রিসেন্ট ছবি, ভিডিও, ডকুমেন্ট, জিআইএফ ও লিংক এক জায়গায় দেখতে ও ম্যানেজ করতে পারবেন। জনপ্রিয় টেক ট্র্যাকার WABetaInfo জানিয়েছে, হোয়াটসঅ্যাপ এখন “মিডিয়া হাব” নামের নতুন একটি সেন্ট্রালাইজড সেকশন টেস্ট করা শুরু করেছে, যা বর্তমানে সীমিত কিছু ওয়েব ইউজারের জন্য চালু করা হয়েছে। এই ফিচারটি মূলত হোয়াটসঅ্যাপ ওয়েব ক্লায়েন্টের সাইডবারে একটি নতুন এন্ট্রি পয়েন্ট হিসেবে যুক্ত হয়েছে, যার মাধ্যমে ব্যবহারকারীরা আলাদা আলাদা চ্যাট না খুলেই নিজের কথোপকথনে শেয়ার হওয়া সমস্ত মিডিয়া কনটেন্ট একসাথে দেখতে পারবেন।

Advertisements

WhatsApp আনল নতুন ফিচার

WABetaInfo তাদের রিপোর্টে জানিয়েছে, নতুন এই মিডিয়া হাব ইন্টারফেস একটি ক্লিন এবং অর্গানাইজড ভিউ প্রদান করবে, যেখানে ব্যবহারকারীরা সাম্প্রতিক সময়ে শেয়ার করা ছবি ও ভিডিও ছাড়াও চ্যাটে থাকা লিংক ও ডকুমেন্ট সহজেই ব্রাউজ করতে পারবেন। ফলে অনেক পুরনো চ্যাট স্ক্রল না করেই প্রয়োজনীয় ফাইল খুঁজে পাওয়া যাবে মুহূর্তেই। তবে এই হাব শুধুমাত্র সর্বশেষ মিডিয়া কনটেন্ট প্রদর্শন করবে, যাতে ব্যবহারকারীরা সবচেয়ে আপ-টু-ডেট ফাইলগুলো দ্রুত অ্যাক্সেস করতে পারেন।

   

রিপোর্টে আরও বলা হয়েছে, মিডিয়া হাব ফিচারে থাকবে বিল্ট-ইন সার্চ অপশন, যার মাধ্যমে ইউজাররা নির্দিষ্ট মিডিয়া ফাইল খুঁজে নিতে পারবেন। ব্যবহারকারীরা চাইলে সেন্টারের নাম অনুযায়ীও ফিল্টার করতে পারবেন— যেমন কোন কনট্যাক্টের সঙ্গে কোন ফটো বা ভিডিও শেয়ার হয়েছিল তা সহজেই পাওয়া যাবে। এই সুবিধা বিশেষভাবে কাজে লাগবে তখন, যখন কারও মনে কোনো ফাইলের ক্যাপশন থাকে কিন্তু সেটি কোন চ্যাটে পাঠানো হয়েছিল তা মনে থাকে না।

নতুন ফিচার কতটা উপযোগী?

এছাড়া, নতুন মিডিয়া হাব ব্যবহারকারীদের দিচ্ছে বাল্ক অ্যাকশন ফিচার, অর্থাৎ একাধিক ছবি বা ভিডিও একসঙ্গে সিলেক্ট করে ম্যানেজ করা যাবে। এর পাশাপাশি তারিখ বা ফাইল সাইজ অনুযায়ীও মিডিয়া সার্চ করার সুবিধা থাকছে। এটি হোয়াটসঅ্যাপের ইউজার এক্সপেরিয়েন্সকে আরও গতি ও সুবিধাজনক করে তুলবে।

Advertisements

বর্তমানে এই ফিচারটি কেবল হোয়াটসঅ্যাপ ওয়েব ক্লায়েন্ট ও ম্যাক অ্যাপ-এর জন্য সীমিত পরিসরে টেস্ট করা হচ্ছে। তবে সংস্থা জানিয়েছে, ধীরে ধীরে এটি সব ব্যবহারকারীর জন্য গ্লোবালি রোলআউট করা হবে। ফলে অদূর ভবিষ্যতে হোয়াটসঅ্যাপ ইউজাররা আর কোনো ফাইল বা ছবি খুঁজে পেতে হিমশিম খাবেন না।

সবশেষে বলা যায়, নতুন মিডিয়া হাব ফিচারটি হোয়াটসঅ্যাপের (WhatsApp) সবচেয়ে গুরুত্বপূর্ণ আপডেটগুলির মধ্যে একটি। এটি শুধু মিডিয়া ম্যানেজমেন্টকেই সহজ করবে না, বরং অ্যাপের সার্বিক ব্যবহার অভিজ্ঞতাকেও আরও আধুনিক ও কার্যকরী করে তুলবে। এখন ইউজারদের অপেক্ষা শুধুমাত্র এই ফিচারটির অফিসিয়াল রোলআউটের।