WhatsApp: বিশ্বজুড়ে বেপাত্তা হোয়াটসঅ্যাপ

ঘড়িতে তখন পৌনে ১ টা , হঠাৎ করেই কাজ করা বন্ধ করে দেয় whatsapp। হোয়াটসঅ্যাপ পরিষেবা পুরো বিশ্ব জুড়ে হঠাৎ থমকে গেল। হঠাৎ করে পরিষেবা…

ঘড়িতে তখন পৌনে ১ টা , হঠাৎ করেই কাজ করা বন্ধ করে দেয় whatsapp। হোয়াটসঅ্যাপ পরিষেবা পুরো বিশ্ব জুড়ে হঠাৎ থমকে গেল। হঠাৎ করে পরিষেবা বন্ধ হয়ে যাওয়ায় বিপাকে পড়েছেন গ্ৰাহকরা।

Advertisements

পরিষেবা বন্ধ হওয়ার ফলে বিশ্বজুড়ে বহু মানুষ সমস্যার সম্মুখীন হয়েছেন। ভারতেও হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীরা অসুবিধার মধ্যে পডেছেন।

বিজ্ঞাপন

হোয়াটসঅ্যাপ বিবৃতি দিয়েছে, আমরা জানি বার্তা পাঠাতে সমস্যা হচ্ছে। আমরা যত তাড়াতাড়ি সম্ভব সবার জন্য হোয়াটসঅ্যাপ পুনরুদ্ধার করার কাজ করছি।

এর আগেও হোয়াটসঅ্যাপ ডাউন হওয়ার ঘটনা আগেও ঘটেছে। গত বছর ফেসবুক সার্ভারে ত্রুটির কারণে হোয়াটসঅ্যাপ ডাউন হয়েছিল। হোয়াটসঅ্যাপ কাজ না করার প্রতিক্রিয়া ফেসবুক সহ অন্যান্য সামাজিক মাধ্যমে জানাচ্ছেন।

বার্তা পাঠানোর জন্য Whatsapp একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। বিভিন্ন কাজে এই মাধ্যম ব্যবহার করেন কোটি কোটি মানুষ।  এই মাধ্যম থেকে আচমকা বার্তা পাঠানো বন্ধ নিয়ে প্রশ্ন উঠছে। তবে Whatsapp ব্যবহার না করা দেশগুলিতে অসুবিধা হয়নি। তবে আরও একটি গুরুত্বপূর্ণ বার্তা পাঠানোর মাধ্যম ফেসবুক মেসেঞ্জার চলছে নিয়মিত।