WhatsApp-এ অনেক সময় আমরা কোনও গুরুত্বপূর্ণ মেসেজ পড়ে সেটির উত্তর দেওয়ার কথা ভুলে যাই। আবার কোনও জরুরি তথ্য কোনও চ্যাটে থেকে গেলেও সেটা খেয়াল থাকে না। এই সমস্যার সমাধানে সংস্থা নিয়ে এসেছে এক নতুন ফিচার – ‘Remind Me’, যা আপাতত Android বিটা ভার্সনে উপলব্ধ। এটি এমন একটি স্মার্ট ফিচার, যা ইউজারদের মেসেজ পড়ে ভুলে যাওয়ার প্রবণতা রোধ করবে এবং গুরুত্বপূর্ণ টেক্সট, ইমেজ, ভিডিও বা মিডিয়া কনটেন্টের উপর রিমাইন্ডার সেট করার সুবিধা দেবে।
WhatsApp-এর কী এই ‘Remind Me’ ফিচার?
WhatsApp-এর Android বিটা ভার্সন 2.25.21.14-এ এই ফিচারটি যুক্ত হয়েছে। এর মাধ্যমে ইউজাররা কোনও নির্দিষ্ট মেসেজে টাইম-বেসড রিমাইন্ডার সেট করতে পারবেন। এটি বিশেষভাবে উপকারী হবে তাদের জন্য, যাঁরা ব্যস্ত সময়সূচির কারণে কোনও প্রয়োজনীয় মেসেজের উত্তর দিতে ভুলে যান।
কীভাবে কাজ করবে এই ফিচার?
এই ফিচার ব্যবহার করতে গেলে প্রথমে যেই মেসেজের উপর রিমাইন্ডার সেট করতে চান, সেটিকে দীর্ঘক্ষণ প্রেস করতে হবে। তখন চ্যাট উইন্ডোর উপরে একটি বেল বা ঘন্টার চিহ্ন দেখা যাবে। ওই আইকনে ট্যাপ করলেই একটি মেনু খুলে যাবে, যেখানে চারটি টাইম অপশন থাকবে – ২ ঘণ্টা, ৮ ঘণ্টা, ২৪ ঘণ্টা এবং একটি কাস্টম অপশন, যেখানে আপনি নিজের ইচ্ছেমতো সময় ও দিন নির্ধারণ করতে পারবেন। নির্দিষ্ট সময় এলে হোয়াটসঅ্যাপ থেকে একটি রিমাইন্ডার নোটিফিকেশন চলে আসবে, যাতে মেসেজের কনটেন্ট, চ্যাটের নাম এবং প্রয়োজনে মিডিয়া প্রিভিউও থাকবে। আপনি চাইলে সেই রিমাইন্ডার আবার ডিলিট করেও দিতে পারবেন একইভাবে।
এই ‘Remind Me’ ফিচারটি হোয়াটসঅ্যাপের স্টার্ড মেসেজ অথবা চ্যাট পিনিং অপশনের থেকে একেবারে আলাদা। কারণ এখানে ব্যবহারকারী সরাসরি একটি নির্দিষ্ট সময়ে রিমাইন্ডার হিসেবে মেসেজটির জন্য একটি নোটিফিকেশন পান, যা ব্যবহারিকভাবে অনেক বেশি কার্যকর। ফলে, গুরুত্বপূর্ণ মেসেজগুলি আর ‘হারিয়ে যাওয়ার’ আশঙ্কা থাকবে না।
WhatsApp আনছে দারুণ ফিচার! একাধিক আনরিড মেসেজ এখন পড়ুন এক ক্লিকে
আরও আসছে ‘Quick Recap’ ফিচার
হোয়াটসঅ্যাপ বর্তমানে আরেকটি ফিচার – ‘Quick Recap’ – পরীক্ষামূলকভাবে কিছু বিটা ইউজারের কাছে চালু করেছে। এই ফিচারের মাধ্যমে ব্যবহারকারীরা তাদের আনরিড চ্যাটগুলোর একটি সারাংশ দেখতে পারবেন। অনেক মেসেজের ভিড়ে এই ফিচার গুরুত্বপূর্ণ তথ্যগুলিকে চিহ্নিত করতে সহায়তা করবে।
WhatsApp-এর এই নতুন Remind Me ফিচার প্রযুক্তির এক বাস্তবসম্মত প্রয়োগ, যা ব্যবহারকারীদের দৈনন্দিন জীবনের সমস্যার দিকে লক্ষ্য রেখে তৈরি হয়েছে। কাজের ব্যস্ততায় মেসেজ ভুলে যাওয়া বা রিপ্লাই করতে না পারার সমস্যা এখন অনেকটাই কমে যাবে এই আপডেটের মাধ্যমে। হোয়াটসঅ্যাপ যেভাবে আরও নতুন ও ইউজার-ফ্রেন্ডলি ফিচার নিয়ে আসছে, তাতে ব্যবহারকারীদের অভিজ্ঞতা আরও উন্নত ও কার্যকর হওয়ার সম্ভাবনা প্রবল।