HomeBusinessTechnologyWhatsApp ব্যবহারকারীদের জন্য এল সহজে রিমাইন্ডার সেট করার নতুন ফিচার

WhatsApp ব্যবহারকারীদের জন্য এল সহজে রিমাইন্ডার সেট করার নতুন ফিচার

- Advertisement -

WhatsApp তার নিয়মিত আপডেটের মধ্যে এবার যোগ করেছে একটি অত্যন্ত ব্যবহারযোগ্য ফিচার—Message Reminder। বিশেষ করে iPhone ব্যবহারকারীদের কথা ভেবেই এই নতুন সুবিধাটি চালু করা হয়েছে। বহু মানুষেরই অভ্যাস থাকে জরুরি কোনো মেসেজ পরে দেখার জন্য স্টার মার্ক করা, চ্যাট পিন করা, বা স্ক্রিনশট নিয়ে রাখা। কিন্তু এত কিছুর পরেও সময়মতো ফলো-আপ করতে ভুল হয়ে যায়। এই সমস্যার সমাধান হিসেবেই হোয়াটসঅ্যাপ এবার সরাসরি একটি মেসেজের উপর ভিত্তি করে রিমাইন্ডার সেট করার সুযোগ দিচ্ছে।

এই ফিচারটি ব্যবহার করে এখন ব্যবহারকারী যেকোনো মেসেজে নির্দিষ্ট সময়ের রিমাইন্ডার সেট করতে পারবেন, এবং ঠিক সেই সময় হোয়াটসঅ্যাপ নিজেই নোটিফিকেশন পাঠিয়ে আপনাকে মনে করিয়ে দেবে। অফিসের কাজ, বন্ধুর দেওয়া সময়বদ্ধ তথ্য, কিংবা কোনো গ্রুপের জরুরি আপডেট—সব কিছুতেই এই ফিচার ব্যবহারকারীদের দারুণ সুবিধা দেবে। এটি হোয়াটসঅ্যাপ-কে শুধু একটি মেসেজিং অ্যাপ না রেখে, ক্রমশ একটি গুরুত্বপূর্ণ প্রোডাক্টিভিটি টুল হিসেবে প্রতিষ্ঠা করছে।

   

কীভাবে WhatsApp-এ Message Reminder সেট করবেন

প্রথমে হোয়াটসঅ্যাপ খুলে সেই চ্যাটে যান, যেখানে থাকা মেসেজটির জন্য আপনি রিমাইন্ডার সেট করতে চান। নির্দিষ্ট মেসেজে লং-প্রেস করলে একটি অপশন মেনু খুলে যাবে। সেখানে More…-এ ট্যাপ করলে বাড়তি অপশন দেখা যাবে। এখান থেকেই Remind Me নির্বাচন করতে হবে।

Remind Me-এ ট্যাপ করার পর হোয়াটসঅ্যাপ কয়েকটি রেডিমেড টাইম অপশন দেখাবে—2 hours, 8 hours, 24 hours বা Custom। Custom অপশনে গিয়ে আপনি নিজের ইচ্ছামতো সময় ও তারিখ ঠিক করে নিতে পারবেন। রিমাইন্ডার সেট হয়ে গেলে মেসেজের কোণায় একটি ছোট bell icon দেখা যাবে, যা প্রমাণ করে রিমাইন্ডার অ্যাক্টিভ রয়েছে।

নির্ধারিত সময় এলে হোয়াটসঅ্যাপ আপনার ফোনে একটি নোটিফিকেশন পাঠাবে। আপনার নোটিফিকেশন প্রিভিউ সেটিং অনুযায়ী সেখানে মেসেজের অংশ, চ্যাটের নাম, এমনকি কোনো মিডিয়া ফাইল থাকলে সেটিও দেখা যেতে পারে।

কীভাবে রিমাইন্ডার বাতিল করবেন

যদি কোনো সময় মনে হয় যে রিমাইন্ডারটির আর প্রয়োজন নেই, তবে মেসেজে লং-প্রেস করে আবার More…-এ গিয়ে Cancel Reminder নির্বাচন করলেই রিমাইন্ডার বাতিল হয়ে যাবে।

কেন এই ফিচারটি গুরুত্বপূর্ণ

Message Reminder ফিচারটি ব্যবহারকারীদের দৈনন্দিন ডিজিটাল কাজকর্মে দারুণ সুবিধা এনে দেবে। আলাদা নোট রাখা কিংবা অন্যান্য অ্যাপ ব্যবহার করার প্রয়োজন থাকবে না। হোয়াটসঅ্যাপ নিজেই আপনাকে সময়মতো মনে করিয়ে দেবে। ফলে কাজের ব্যস্ততার মধ্যেও কোনো জরুরি মেসেজ বা আপডেট ভুলে যাওয়ার সম্ভাবনা কমে যাবে। তাছাড়া Custom রিমাইন্ডারের কারণে ব্যবহারকারীরা তাদের প্রয়োজন অনুযায়ী যেকোনো সময় শিডিউল করতে পারবেন।

WhatsApp-এর version 25.25.74-এ যুক্ত এই ফিচারটি নিঃসন্দেহে খুব সহজ কিন্তু অত্যন্ত কার্যকর একটি সংযোজন, যা বহু ব্যবহারকারীর চ্যাট ম্যানেজমেন্টকে আরও সংগঠিত ও সুবিধাজনক করে তুলবে।

- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular