বিশ্বের অন্যতম জনপ্রিয় মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপ (WhatsApp) এবার তাদের কোটি কোটি ব্যবহারকারীর জন্য এনেছে এক দুর্দান্ত নতুন ফিচার। এর নাম মেসেজ ট্রান্সলেশন। ফিচারটি আনুষ্ঠানিকভাবে লঞ্চ করেছেন মেটা সিইও মার্ক জাকারবার্গ, নিজের অফিশিয়াল হোয়াটসঅ্যাপ চ্যানেলে। এর ফলে ভিন্ন ভাষাভাষী মানুষের সঙ্গে যোগাযোগ রাখা হবে আরও সহজ। ব্যবহারকারীরা অ্যাপের ভেতরেই অন্য ভাষার মেসেজ অনুবাদ করে নিজের ভাষায় পড়ে নিতে পারবেন।
WhatsApp-এর ফিচার কীভাবে কাজ করবে
হোয়াটসঅ্যাপের নতুন এই ট্রান্সলেশন ফিচার ব্যবহার করা খুব সহজ। যখনই ব্যবহারকারী অন্য ভাষায় কোনও মেসেজ পাবেন, তখন সেটিকে লং-প্রেস করলেই ট্রান্সলেট অপশন দেখা যাবে। সেখান থেকে ট্যাপ করলে মুহূর্তের মধ্যে সেই মেসেজ অনুবাদ হয়ে যাবে। এর ফলে আলাদা অ্যাপ ব্যবহার করার দরকার পড়বে না।
শুধু আলাদা মেসেজ অনুবাদ নয়, পুরো চ্যাট থ্রেডের জন্যও দেওয়া হয়েছে অটোমেটিক ট্রান্সলেশন-এর অপশন। বর্তমানে এটি অ্যান্ড্রয়েড ইউজারদের জন্য উপলব্ধ। একবার অ্যাক্টিভ করলে সেই চ্যাটে আসা সব ইনকামিং মেসেজ স্বয়ংক্রিয়ভাবে অনুবাদ হয়ে যাবে। এর ফলে ক্রস-ল্যাঙ্গুয়েজ কথোপকথন হবে আরও সহজ।
প্রাইভেসির উপর বিশেষ গুরুত্ব
হোয়াটসঅ্যাপ জানিয়েছে, এই নতুন ফিচারের মাধ্যমে ব্যবহারকারীর প্রাইভেসি পুরোপুরি সুরক্ষিত থাকবে। কারণ ট্রান্সলেশন প্রসেস সম্পূর্ণভাবে ইউজারের ডিভাইসের ভেতরেই সম্পন্ন হবে। ফলে ডেটা বাইরে কোথাও পাঠানোর প্রয়োজন পড়বে না এবং ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য নিরাপদ থাকবে।
প্রথম ধাপে অ্যান্ড্রয়েড ডিভাইস-এ এই ফিচার ৬টি ভাষায় সাপোর্ট দিচ্ছে। সেগুলি হল — ইংরেজি, স্প্যানিশ, হিন্দি, পর্তুগিজ, রাশিয়ান এবং আরবি। ব্যবহারকারীদের ডিভাইসে আলাদা ল্যাঙ্গুয়েজ প্যাক ডাউনলোড করতে হবে, যাতে অফলাইনে থেকেই অনুবাদ করা যায়।
অন্যদিকে, আইফোনে এই ফিচার আরও উন্নতভাবে কাজ করছে। অ্যাপল-এর বিল্ট-ইন এআই ব্যবহারের ফলে এখানে পাওয়া যাচ্ছে ১৯টি ভাষার সাপোর্ট। অর্থাৎ আইফোন ব্যবহারকারীরা অনেক বেশি সুবিধা পাবেন। ভবিষ্যতে আরও নতুন ভাষা যুক্ত করার পরিকল্পনা রয়েছে কোম্পানির।
ফিচারটি ধীরে ধীরে সব ব্যবহারকারীর কাছে পৌঁছে দেওয়া হচ্ছে। কয়েক দিনের মধ্যেই প্রত্যেক হোয়াটসঅ্যাপ ইউজার তাদের অ্যাপে এই অপশন দেখতে পাবেন।
প্রসঙ্গত, হোয়াটসঅ্যাপের (WhatsApp) নতুন মেসেজ ট্রান্সলেশন ফিচার ভাষার বাধা ভেঙে যোগাযোগকে করবে আরও সহজ, দ্রুত এবং নির্ভরযোগ্য। যারা বিদেশি ভাষাভাষী বন্ধু বা সহকর্মীর সঙ্গে যোগাযোগ রাখেন, তাদের জন্য এটি হবে নিঃসন্দেহে একটি যুগান্তকারী সুবিধা। অ্যান্ড্রয়েডে আপাতত ৬টি ভাষা এবং আইফোনে ১৯টি ভাষার সাপোর্ট থাকলেও ভবিষ্যতে আরও অনেক ভাষা যুক্ত হলে এটি বিশ্বজুড়ে কোটি ব্যবহারকারীর কাছে যোগাযোগকে আরও আনন্দদায়ক করে তুলবে।

আমাদের Google News এ ফলো করুন
২৪ ঘণ্টার বাংলা নিউজ, ব্রেকিং আপডেট আর এক্সক্লুসিভ স্টোরি সবার আগে পেতে ফলো করুন।
