এখন আর মেসেজ লেখার ঝামেলা নয়, WhatsApp আনল AI Writing Help ফিচার

হোয়াটসঅ্যাপ (WhatsApp) ব্যবহারকারীদের জন্য এসেছে দারুণ খবর। কোটি কোটি ইউজারের জন্য প্ল্যাটফর্মটি চালু করেছে এক নতুন ফিচার — Meta AI Writing Help। এই ফিচারের মাধ্যমে…

WhatsApp brings new feature

হোয়াটসঅ্যাপ (WhatsApp) ব্যবহারকারীদের জন্য এসেছে দারুণ খবর। কোটি কোটি ইউজারের জন্য প্ল্যাটফর্মটি চালু করেছে এক নতুন ফিচার — Meta AI Writing Help। এই ফিচারের মাধ্যমে এখন থেকে ইউজাররা আরও স্মার্ট উপায়ে মেসেজ লিখতে পারবেন। দ্রুত মেসেজ পাঠাতে গিয়ে ছোটখাটো ভুল হওয়া বা মেসেজকে যথেষ্ট প্রফেশনাল করে তোলা অনেক সময়ই কঠিন হয়ে যায়। সেই কাজটিই এখন সহজে করে দেবে হোয়াটসঅ্যাপের নতুন এআই ফিচার।

কীভাবে কাজ করবে WhatsApp-এর এই ফিচার

এই Writing Help ফিচার ব্যবহার করতে হলে আপনাকে শুধু একটি মেসেজ টাইপ করতে হবে। মেসেজ লেখার পর চ্যাট বক্সে দেখা যাবে একটি ছোট পেন্সিল আইকন। সেখানে ট্যাপ করলেই Meta AI আপনাকে ৩ থেকে ৪টি নতুন সাজেশন দেবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, হোয়াটসঅ্যাপ (WhatsApp) জানিয়েছে আপনার প্রাইভেসি পুরোপুরি সুরক্ষিত থাকবে। এআই আপনার মেসেজ সংরক্ষণ বা পড়বে না, শুধু সাজেশন দেবে।

   

Meta AI মেসেজ সাজেশন দেবে একাধিক টোনে। এর মধ্যে থাকবে Professional, Funny, Supportive কিংবা শুধু Proofread করা ভার্সন। ফলে আপনি চাইলে কোনো প্রফেশনাল মেসেজকে আরও নিখুঁত করতে পারবেন অথবা কোনো বন্ধুকে মজার ভঙ্গিতে লেখা পাঠাতে পারবেন।

কারা সবচেয়ে বেশি উপকৃত হবেন?

Advertisements

এই ফিচার থেকে বিভিন্ন ধরনের ব্যবহারকারীরা সুবিধা পাবেন। যেমন—

  • স্টুডেন্টরা অ্যাসাইনমেন্ট জমা দেওয়ার সময় বা প্রফেসরকে লেখার সময়।
  • জব প্রফেশনালরা অফিস বা ক্লায়েন্টকে প্রফেশনাল মেসেজ পাঠাতে।
  • বন্ধু বা পরিবারের সদস্যরা মজার কিংবা ইমোশনাল টোনে চ্যাট করার সময়।
  • যারা ইংরেজিতে মেসেজ লেখায় অসুবিধা বোধ করেন, তাদের জন্য এটি হবে বড় সহায়ক।

সহজে কীভাবে ব্যবহার করবেন

এই Writing Help ফিচার ব্যবহারের জন্য প্রথমেই ফোনে হোয়াটসঅ্যাপকে Google Play Store বা App Store থেকে সর্বশেষ ভার্সনে আপডেট করতে হবে। এরপর কোনো চ্যাটে গিয়ে মেসেজ টাইপ করলেই টেক্সট বক্সে একটি ছোট পেন্সিল আইকন দেখা যাবে। আইকনে ট্যাপ করলেই হাজির হবে বিভিন্ন টোনে সাজেশন। আপনি পছন্দমতো টোন বেছে নিয়ে সঙ্গে সঙ্গে পাঠাতে পারবেন।

প্রসঙ্গত, হোয়াটসঅ্যাপের (WhatsApp) এই নতুন AI Writing Help ফিচার মেসেজিং অভিজ্ঞতাকে আরও উন্নত করবে। তাড়াহুড়ো করে ভুলসহ মেসেজ পাঠানোর ঝামেলা থাকবে না। প্রফেশনাল, মজাদার বা ইমোশনাল, যেকোনো ভঙ্গিতেই এখন সহজেই সঠিকভাবে মেসেজ লেখা সম্ভব হবে। নিঃসন্দেহে, এটি হোয়াটসঅ্যাপ ইউজারদের জন্য এক বড় উপহার।