Vodafone-Idea-র নতুন প্ল্যান, ৮ টাকায় আনলিমিটেড কল, ফ্রি ডেটা সঙ্গে প্রাইম ভিডিও

২০২৩ শেষ হতে চলেছে। এমন পরিস্থিতিতে টেলিকম সংস্থাগুলিও নতুন অফার নিয়ে আসছে। এবার ব্যবহারকারীদের আকৃষ্ট করতে নতুন প্ল্যান নিয়ে হাজির Vodafone-Idea। নতুন এই প্ল্যানে যেমন…

Vi

২০২৩ শেষ হতে চলেছে। এমন পরিস্থিতিতে টেলিকম সংস্থাগুলিও নতুন অফার নিয়ে আসছে। এবার ব্যবহারকারীদের আকৃষ্ট করতে নতুন প্ল্যান নিয়ে হাজির Vodafone-Idea। নতুন এই প্ল্যানে যেমন আপনি সুবিধা পেতে চলেছেন তেমন দামও বেশ কম।

Vodafone-Idea ৩,১৯৯ টাকার প্ল্যান লঞ্চ করেছে। এই প্ল্যানে আপনাকে আনলিমিটেড কলিংয়ের সুবিধা দেওয়া হবে। এছাড়া প্রতিদিন ১০০টি এসএমএসও দেওয়া হবে। সঙ্গে প্রতিদিন ২ GB ডেটাও পাওয়া যাবে। এছাড়াও, সবচেয়ে বড় বৈশিষ্ট্য হল এই প্ল্যানে অ্যামাজন প্রাইম সাবস্ক্রিপশনও পাওয়া যাচ্ছে। মেয়াদ ৩৬৫ দিন। দিনের হিসাবে ধরলে খরচ পড়বে ৮ টাকা ৭৬ পয়সা। এখন এই প্ল্যানগুলি যে কোনও ব্যবহারকারীকে আকর্ষণ করতে পারে।

Jio সম্প্রতি বাজারে নতুন প্ল্যান লঞ্চ করেছে। প্রতিষ্ঠানটি এর নাম দিয়েছে নিউ ইয়ার প্ল্যান। প্রতি বছরই এ ধরনের অফার নিয়ে আসে প্রতিষ্ঠানটি। নতুন প্ল্যানটি ২,৯৯৯ টাকায় পাওয়া যাচ্ছে। এর বৈধতা ৩৬৫ দিন। নতুন বছরের অফারের অধীনে, এটি ২৪ দিনের অতিরিক্ত বৈধতাও পাওয়া যায়। এই প্ল্যানে মোট ৯১২.৫GB ডেটা পাওয়া যাবে। অর্থাৎ প্রতিদিন ২.৫GB হারে দেওয়া হবে। আনলিমিটেড কলিং ছাড়াও এতে আরও অনেক অফার দেওয়া হয়েছে।

Advertisements

Jio-এর এই প্ল্যানে Jio Apps, Jio TV, Jio Cinema এবং Jio ক্লাউডের সাবস্ক্রিপশন একেবারে বিনামূল্যে দেওয়া হচ্ছে। যদিও এই মুহূর্তে আপনি এই ধরনের কোনো ছাড় পাচ্ছেন না।