এক মাসের সস্তার প্রিপেইড প্ল্যানে সবার আগে VI, পিছিয়ে Jio-Airtel-BSNL

Vodafone Idea

দেশের শীর্ষ টেলিকম কোম্পানিগুলি—জিও, এয়ারটেল, ভোডাফোন আইডিয়া (Vodafone-Idea) এবং বিএসএনএল গ্রাহকদের জন্য নিয়ে এসেছে এমন কিছু বিশেষ প্রিপেইড প্ল্যান, যা পূর্ণ এক মাসের ভ্যালিডিটি সহ পাওয়া যায়। সাধারণত অনেক প্রিপেইড রিচার্জ ২৮ দিনের মেয়াদে দেওয়া হয়, কিন্তু এই মাসিক প্ল্যানগুলিতে সুবিধা হল আপনি প্রতি মাসে একই তারিখে রিচার্জ করলেই হবে। যেমন, যদি আপনি ১০ তারিখে রিচার্জ করেন, তাহলে পরের মাসেও ১০ তারিখেই রিচার্জ করতে হবে। এবার দেখে নেওয়া যাক চারটি কোম্পানির সবচেয়ে কম দামের মাসিক প্রিপেইড প্ল্যানগুলি ও তাদের সুবিধা।

Advertisements

BSNL-এর ২২৯ টাকার প্রিপেইড প্ল্যান

সরকারি টেলিকম সংস্থা বিএসএনএল-এর এই প্ল্যানটির দাম ২২৯ টাকা, এবং এটি এক মাসের পূর্ণ ভ্যালিডিটি সহ পাওয়া যায়। এই প্ল্যানে গ্রাহকরা পাবেন সকল নেটওয়ার্কে আনলিমিটেড কলিং, প্রতিদিন ১০০টি এসএমএস, এবং প্রতিদিন ২GB ডেটা। অর্থাৎ, কম খরচে ব্যালেন্স ফুরিয়ে যাওয়ার চিন্তা ছাড়াই এক মাস উপভোগ করতে পারবেন ইন্টারনেট ও কলিং সুবিধা।

Airtel-এর ৩১৯ টাকার প্রিপেইড প্ল্যান

এয়ারটেল গ্রাহকদের জন্য রয়েছে ৩১৯ টাকার মাসিক প্রিপেইড প্ল্যান। এই প্ল্যানে পাওয়া যাবে সকল নেটওয়ার্কে আনলিমিটেড কলিং, প্রতিদিন ১.৫GB ডেটা এবং ১০০টি এসএমএস। এর সঙ্গে অতিরিক্ত সুবিধা হিসেবে থাকছে অ্যাপল মিউজিক, গুগল ওয়ান (৩০GB ক্লাউড স্টোরেজ) এবং ফ্রি হেলোটিউনস। যারা বিনোদন ও কাজের জন্য ডেটা বেশি ব্যবহার করেন, তাদের জন্য এটি একটি ভারসাম্যপূর্ণ প্যাক।

Jio-এর ৩১৯ টাকার প্রিপেইড প্ল্যান

রিলায়েন্স জিও-র এই প্ল্যানের মূল্যও ৩১৯ টাকা, এবং এর ভ্যালিডিটিও এক মাস। এতে গ্রাহকরা পাবেন আনলিমিটেড কলিং, প্রতিদিন ১.৫GB ডেটা, এবং ১০০টি এসএমএস। এর সঙ্গে অতিরিক্ত বোনাস হিসেবে থাকছে জিও টিভি এবং জিও এআই ক্লাউড-এর অ্যাক্সেস। এই প্ল্যানটি বিশেষ করে জিও ব্যবহারকারীদের জন্য সবচেয়ে জনপ্রিয় মাসিক প্যাকগুলির মধ্যে একটি।

Advertisements

Vodafone-Idea-এর ২১৮ টাকার প্রিপেইড প্ল্যান

ভোডাফোন আইডিয়া বা Vi-এর সবচেয়ে সস্তা মাসিক প্ল্যানটির দাম মাত্র ২১৮ টাকা। এতে গ্রাহকরা পাবেন আনলিমিটেড কলিং, মোট ৩০০টি এসএমএস, এবং মোট ৩GB ডেটা। যাঁরা কম ডেটা ব্যবহার করেন কিন্তু এক মাস চলার মতো সস্তা প্ল্যান চান, তাঁদের জন্য এটি একটি দারুণ বিকল্প হতে পারে।

Vi-এর ৩৭৯ টাকার প্রিপেইড প্ল্যান

Vi-এর আরেকটি আকর্ষণীয় মাসিক প্ল্যানের মূল্য ৩৭৯ টাকা। এই প্যাকটিতে গ্রাহকরা পাবেন আনলিমিটেড কলিং, প্রতিদিন ২GB ডেটা, এবং প্রতিদিন ৩০০টি এসএমএস। পাশাপাশি থাকবে বিশেষ সুবিধা—হাফ-ডে আনলিমিটেড ডেটা, উইকএন্ড ডেটা রোলওভার, এবং ডেটা ডিলাইট অফার। সবচেয়ে বড় কথা, এই প্ল্যানে আনলিমিটেড ৫জি ডেটা-র সুবিধাও রয়েছে, যা ৫জি ইউজারদের জন্য বাড়তি সুবিধা দেবে।

প্রসঙ্গত, যারা ২৮ দিনের বদলে পুরো এক মাসের মেয়াদি রিচার্জ খুঁজছেন, তাঁদের জন্য এই প্ল্যানগুলি হতে পারে সেরা বিকল্প। নিজের ব্যবহারের ধরণ ও ডেটার প্রয়োজন অনুযায়ী বেছে নিতে পারেন বিএসএনএল, এয়ারটেল, জিও বা Vodafone-Idea-এর মাসিক প্ল্যানগুলির মধ্যে থেকে।