Monday, December 8, 2025
HomeBusinessTechnology৩২MP সেল্ফি ক্যামেরার Vivo Y400 Pro এখন ২,০০০ টাকা সস্তা, রয়েছে ফাস্ট...

৩২MP সেল্ফি ক্যামেরার Vivo Y400 Pro এখন ২,০০০ টাকা সস্তা, রয়েছে ফাস্ট চার্জিং

- Advertisement -

যারা দুর্দান্ত ব্যাটারির দারুণ সেল্ফি ক্যামেরা এবং দ্রুত চার্জিংয়ের ফোন খুঁজছেন, তাদের জন্য Vivo Y400 Pro এখন সেরা পছন্দ হয়ে উঠেছে। অ্যামাজন ইন্ডিয়ায় এই ফোনের উপর ৩১ ডিসেম্বর ২০২৫ পর্যন্ত সরাসরি ২,০০০ টাকা ফ্ল্যাট ডিসকাউন্ট চলছে। এছাড়া কার্ড অফারে ১,৩৯৯ টাকা পর্যন্ত ক্যাশব্যাকও পাওয়া যাচ্ছে। পুরোনো ফোন এক্সচেঞ্জ করলে আরও বেশি ছাড় মিলবে ছাড়ের পরিমাণ পুরোনো ফোনের ব্র্যান্ড, কন্ডিশন ও কোম্পানির এক্সচেঞ্জ পলিসির উপর নির্ভরশীল।

Vivo Y400 Pro: ডিসপ্লে ও পারফরম্যান্সে একেবারে প্রো

Y400 Pro-এ রয়েছে ৬.৭৭ ইঞ্চি ফুল এইচডি+ AMOLED ডিসপ্লে, যার রিফ্রেশ রেট ১২০Hz এবং পিক ব্রাইটনেস ৪,৫০০ নিটস। সূর্যের আলোতেও স্ক্রিন স্পষ্ট দেখাবে। ফোনটিতে ৮জিবি LPDDR4X র‍্যাম ও ২৫৬জিবি UFS ২.২ স্টোরেজ দেওয়া হয়েছে। পারফরম্যান্সের দায়িত্বে রয়েছে শক্তিশালী MediaTek Dimensity 7300 চিপসেট। গেমিং থেকে মাল্টিটাস্কিং – সবই স্মুথ চলবে।

   

ক্যামেরা যা মন জয় করবে

পিছনে ডুয়েল ক্যামেরা সেটআপ – ৫০ মেগাপিক্সল প্রাইমারি সেন্সর (OIS সহ) এবং ২ মেগাপিক্সল ডেপ্থ সেন্সর। কম আলোতেও ছবি হবে স্থির ও বিস্তারিত। আর সামনে সেল্ফি প্রেমীদের জন্য ৩২ মেগাপিক্সলের ফ্রন্ট ক্যামেরা, যা দিন-রাত দুর্দান্ত ছবি তুলবে।

ফোনের ভিতরে আছে বিশাল ৫,৫০০এমএএইচ ব্যাটারি। কোম্পানির দাবি, ৯০ ওয়াট ফ্ল্যাশচার্জের সাহায্যে মাত্র ১৯ মিনিটে ফোন ৫০ শতাংশ পর্যন্ত চার্জ হয়ে যায়। সারাদিনের ব্যবহারে আর চিন্তা নেই।

সর্বশেষ অ্যান্ড্রয়েড ১৫ ভিত্তিক Funtouch OS ১৫ প্রি-ইনস্টল করা আছে। আনলক করার জন্য রয়েছে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর।

কালার অপশন

ফোনটি তিনটি আকর্ষণীয় রঙে পাওয়া যাচ্ছে – ফ্রিস্টাইল হোয়াইট, ফেস্ট গোল্ড এবং নেবুলা পার্পল। এই মুহূর্তে যদি মিড-রেঞ্জে একটি ক্যামেরা-কেন্দ্রিক, দ্রুত চার্জিং ও প্রিমিয়াম লুকের ফোন খুঁজছেন, তাহলে Vivo Y400 Pro-এর এই ডিসকাউন্ট অফারটি মিস করবেন না। ৩১ ডিসেম্বরের আগেই অর্ডার করে ফেলুন!

- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular