মাত্র ১৪,৯৯৯ টাকায় লঞ্চ হল Vivo Y31 5G সিরিজ, রয়েছে ১৬GB RAM, ৫০MP AI ক্যামেরা

Vivo আবারও বাজেট ও মিড-রেঞ্জ স্মার্টফোন মার্কেটে ঝড় তুলতে নিয়ে এল তাদের নতুন Vivo Y31 5G সিরিজ। যারা দীর্ঘ ব্যাটারি ব্যাকআপ, শক্তপোক্ত বিল্ড ও উন্নত…

Vivo Y31 5G Launched

Vivo আবারও বাজেট ও মিড-রেঞ্জ স্মার্টফোন মার্কেটে ঝড় তুলতে নিয়ে এল তাদের নতুন Vivo Y31 5G সিরিজ। যারা দীর্ঘ ব্যাটারি ব্যাকআপ, শক্তপোক্ত বিল্ড ও উন্নত ক্যামেরা এক্সপেরিয়েন্স চান কিন্তু প্রিমিয়াম প্রাইস দিতে চান না, তাদের জন্যই তৈরি এই সিরিজ। বিশেষ করে Vivo Y31 Pro 5G-তে থাকছে বিশাল ৬৫০০mAh ব্যাটারি, যা দিনভর হেভি ইউজেজ সামলাতে সক্ষম। এছাড়া IP68 ও IP69 রেটিং থাকার কারণে ফোনটি ধুলো ও পানির হাত থেকে সুরক্ষিত, ফলে বৃষ্টি বা পানির ছিটে লাগলেও ফোন নিরাপদ থাকবে।

Vivo Y31 5G: দাম ও ভ্যারিয়েন্ট

ভারতে Vivo Y31 5G-এর বেস ভ্যারিয়েন্ট (৪GB RAM + ১২৮GB স্টোরেজ)-এর দাম রাখা হয়েছে মাত্র ₹১৪,৯৯৯। একই স্টোরেজের ৬GB RAM ভ্যারিয়েন্টের দাম হবে ₹১৬,৪৯৯। ফোনটি রোজ রেড ও ডায়মন্ড গ্রীন কালার অপশনে পাওয়া যাবে। অন্যদিকে, Vivo Y31 Pro 5G-এর ৮GB RAM + ১২৮GB স্টোরেজ মডেলের দাম ₹১৮,৯৯৯, আর ২৫৬GB স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ₹২০,৯৯৯ রাখা হয়েছে। প্রো মডেলটি মোকা ব্রাউন ও ড্রিমি হোয়াইট কালারে আসবে। ফোনগুলি ফ্লিপকার্ট, Vivo-র অফিসিয়াল ওয়েবসাইট ও অফলাইন রিটেল স্টোরে পাওয়া যাবে।

   

গ্রাহকরা চাইলে বিভিন্ন ব্যাংকের ক্রেডিট বা ডেবিট কার্ড ব্যবহার করে ₹১,৫০০ পর্যন্ত ইনস্ট্যান্ট ক্যাশব্যাকও পেতে পারেন, যার মধ্যে রয়েছে এসবিআই, ডিবিএস, আইডিএফসি ফার্স্ট ব্যাংক, ইয়েস ব্যাংক, ফেডারেল ব্যাংক ও ব্যাংক অফ বড়োদা।

শক্তিশালী ব্যাটারি ও চার্জিং ফিচার

Vivo Y31 Pro 5G-এর মূল আকর্ষণ এর বিশাল ৬৫০০mAh ব্যাটারি। এটি সহজেই গেমিং, সোশ্যাল মিডিয়া স্ক্রলিং, ভিডিও স্ট্রিমিং ও কলিং-এর মতো হেভি ইউজেজ সামলাতে পারে। ফোনটিতে থাকছে ৪৪W Smart FlashCharge টেকনোলজি, যা কয়েক মিনিটের চার্জেই ঘণ্টার পর ঘণ্টা ব্যাকআপ দিতে সক্ষম।

Advertisements

ফোনটিকে বিশেষভাবে টেকসই করে তৈরি করা হয়েছে। IP68 ও IP69 রেটিং থাকায় এটি ধুলো ও জলের হাত থেকে সুরক্ষিত থাকবে। এমনকি বৃষ্টিতে বা অল্প গভীর জলেও এটি নিজের দক্ষতা দেখাবে। ফোনটির বিল্ড কোয়ালিটি একে দৈনন্দিন পড়ে যাওয়া বা ধাক্কা লাগার হাত থেকেও রক্ষা করে।

Great Indian Festival 2025 সেলে iQOO 5G ফোন মিলছে ১০ হাজারের কমে, রয়েছে ৫০MP ক্যামেরা

ক্যামেরা ও পারফরম্যান্স

ফটোগ্রাফির জন্য Vivo Y31 5G-তে রয়েছে ৫০MP AI প্রাইমারি ক্যামেরা, যা দিন হোক বা রাত, ডিটেলড ও ক্লিয়ার ছবি তুলতে সক্ষম। ভিডিও রেকর্ডিং-এর জন্য থাকছে ৪K রেকর্ডিং সাপোর্ট, যা প্রফেশনাল মানের ভিডিও তৈরি করতে সাহায্য করবে। সেলফি ক্যামেরাটিও উন্নতমানের, যা সোশ্যাল মিডিয়া কনটেন্ট ক্রিয়েটরদের জন্য আদর্শ। প্রসঙ্গত, ফোনটিতে ৫G কানেক্টিভিটি রয়েছে, ফলে ব্যবহারকারীরা পাবেন আল্ট্রা-ফাস্ট ইন্টারনেট স্পিড। এছাড়া এতে থাকবে নতুন Android-ভিত্তিক UI, যা ব্যবহারকে আরও স্মুথ ও ইউজার-ফ্রেন্ডলি করে তুলবে।