ভারতের স্মার্টফোন মার্কেটে Vivo ইতিমধ্যেই নিজেদের জন্য একটি বড় জায়গা তৈরি করেছে। প্রতিটি নতুন লঞ্চের আগে ব্র্যান্ডটির প্রতি মানুষের প্রত্যাশা থাকে তুঙ্গে। সেই ধারাবাহিকতায় এবার বাজারে আসতে চলেছে Vivo X200 Pro Mini, যা ফিচার ও পারফরম্যান্সের দিক থেকে প্রিমিয়াম স্মার্টফোন সেগমেন্টে বড়সড় চমক দিতে পারে। ফাঁস হওয়া তথ্যে উঠে এসেছে এর ডিসপ্লে, ক্যামেরা, প্রসেসর থেকে শুরু করে ব্যাটারি ও সম্ভাব্য দামের নানা দিক।
Vivo X200 Pro Mini ডিসপ্লে ও পারফরম্যান্স
Vivo X200 Pro Mini ফোনে থাকবে ৬.৩১ ইঞ্চির LTPO AMOLED ডিসপ্লে, যার রিফ্রেশ রেট ১২৮ হার্টজ। ডিসপ্লে পাবে HDR10+ সাপোর্ট এবং সর্বোচ্চ ৪৫০০ নিটস ব্রাইটনেস, ফলে যে কোনও আলোতে ফোন ব্যবহার করা হবে সহজ এবং ভিজ্যুয়াল অভিজ্ঞতা হবে একেবারেই প্রিমিয়াম মানের। পারফরম্যান্সের ক্ষেত্রে ফোনটিতে থাকছে শক্তিশালী MediaTek Dimensity 9400 SoC প্রসেসর, যা একটি গেমিং-গ্রেড চিপসেট। ফলে হাই গ্রাফিক্স গেম খেলতে বা মাল্টিটাস্কিং করতে গিয়ে কোনও রকম ল্যাগ বা ফ্রেম ড্রপ হবে না।
ক্যামেরা সেটআপ
ফোনটির পিছনে থাকবে ট্রিপল ক্যামেরা সিস্টেম। এখানে থাকবে ৫০ মেগাপিক্সেল মেইন সেন্সর, ৫০ মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড লেন্স এবং ৫০ মেগাপিক্সেল টেলিফটো লেন্স। এই ক্যামেরা সেটআপ দিয়ে ল্যান্ডস্কেপ থেকে শুরু করে ক্লোজ-আপ শট, সবক্ষেত্রেই উচ্চমানের ছবি তোলা সম্ভব হবে। সামনে থাকছে ৩২ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা, যা ভিডিও কল ও সেলফির অভিজ্ঞতাকে করবে আরও উন্নত।
ব্যাটারির দিক থেকে X200 Pro Mini ফোনে থাকবে ৫৭০০ mAh ব্যাটারি, যা দীর্ঘক্ষণ ফোন চালাতে সক্ষম। এর সঙ্গে দেওয়া হবে ৯০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট, ফলে কয়েক মিনিট চার্জ দিলেই ফোন সহজেই অনেকক্ষণ চলবে। যারা দীর্ঘক্ষণ গেম খেলেন বা ভিডিও স্ট্রিমিং করেন, তাদের জন্য এটি নিঃসন্দেহে বড়সড় সুবিধা।
ফোনটিতে থাকবে IP69 রেটিং, যা ধুলো ও পানির হাত থেকে ফোনকে সুরক্ষা দেবে। এছাড়াও নিরাপত্তার জন্য দেওয়া হবে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, যা দ্রুত এবং নির্ভরযোগ্য। স্টোরেজ কনফিগারেশনের দিক থেকেও ফোনটি শক্তিশালী। এতে থাকবে ১২ জিবি RAM + ২৫৬ জিবি স্টোরেজ এবং ১৬ জিবি RAM + ৫১২ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্ট। পাশাপাশি মাইক্রো এসডি কার্ডের মাধ্যমে স্টোরেজ ১ টেরাবাইট পর্যন্ত বাড়ানো যাবে।
বাজারে আসছে OnePlus Ace 3 Pro, তার আগেই ফাঁস ফিচার ও দাম
সম্ভাব্য দাম ও লঞ্চের সময়কাল
যদিও Vivo এখনও আনুষ্ঠানিকভাবে লঞ্চের তারিখ জানায়নি, তবে রিপোর্টে দাবি করা হয়েছে যে, ২০২৫ সালের তৃতীয় প্রান্তিকে ভারতীয় বাজারে আসতে পারে Vivo X200 Pro Mini। এর ১২ জিবি ব়্যাম + ২৫৬ জিবি ভ্যারিয়েন্টের দাম হতে পারে প্রায় ₹৬০,৫০০ এবং ১৬ জিবি ব়্যাম + ৫১২ জিবি ভ্যারিয়েন্টের দাম হতে পারে প্রায় ₹৬৫,৭০০। প্রসঙ্গত, ভারতীয় ক্রেতাদের কাছে এটি হতে চলেছে একটি হাই-এন্ড প্রিমিয়াম স্মার্টফোন, যা শক্তিশালী প্রসেসর, ক্যামেরা, এবং বিশাল ব্যাটারির জন্য বেশ জনপ্রিয়তা পাবে বলেই মনে করা হচ্ছে।