লঞ্চ হয়েই ₹15,000 ছাড়! Vivo X200 FE 5G-তে মিলছে অসাধারণ ক্যামেরা ও 90W চার্জিং

চাইনিজ স্মার্টফোন নির্মাতা Vivo অবশেষে ভারতের বাজারে তাদের নতুন প্রিমিয়াম স্মার্টফোন Vivo X200 FE 5G লঞ্চ করল। ডিভাইসটি এর আগে গ্লোবাল মার্কেটে উন্মোচিত হয়েছে এবং…

Buy Vivo X200 FE 5G with ₹15,000 Discount

চাইনিজ স্মার্টফোন নির্মাতা Vivo অবশেষে ভারতের বাজারে তাদের নতুন প্রিমিয়াম স্মার্টফোন Vivo X200 FE 5G লঞ্চ করল। ডিভাইসটি এর আগে গ্লোবাল মার্কেটে উন্মোচিত হয়েছে এবং এখন ভারতীয় গ্রাহকদের জন্য নিয়ে এসেছে একগুচ্ছ আকর্ষণীয় ফিচার ও লঞ্চ অফার। Flipkart-এর মাধ্যমে এই ফোন কেনা যাবে এবং প্রথমদিনেই থাকছে মোটা ডিসকাউন্ট।

Vivo X200 FE 5G – দারুণ ডিসপ্লে ও শক্তিশালী ব্যাটারি

Vivo X200 FE 5G ফোনে রয়েছে 6.31 ইঞ্চির বড় AMOLED ডিসপ্লে, যা 1.5K রেজোলিউশন এবং 120Hz রিফ্রেশ রেট অফার করে। ডিসপ্লের পিক্সেল ডেনসিটি 460nits হওয়ায় স্ক্রিন ভিজিবিলিটি অনেক উন্নত। ব্যাটারি পারফরম্যান্সের দিক থেকেও ডিভাইসটি খুব শক্তিশালী, কারণ এতে রয়েছে 6000mAh ক্যাপাসিটির একটি বিশাল ব্যাটারি। ব্যবহারকারীদের দ্রুত চার্জিংয়ের অভিজ্ঞতা দিতে ফোনটি 90W ফাস্ট চার্জিং সাপোর্ট করে।

   

দুর্দান্ত ক্যামেরা সেটআপ, জুম ও আল্ট্রাওয়াইডের সুবিধা

ফোনের ক্যামেরা বিভাগে রয়েছে বেশ কিছু প্রিমিয়াম ফিচার। সেলফি এবং ভিডিও কলিংয়ের জন্য X200 FE 5G-তে দেওয়া হয়েছে 50 মেগাপিক্সেলের একটি ওয়াইড অ্যাঙ্গেল ফ্রন্ট ক্যামেরা। পিছনের দিকে রয়েছে ট্রিপল ক্যামেরা সেটআপ। প্রাইমারি সেন্সর হিসাবে আছে 50MP Zeiss IMX921 সেন্সর, সঙ্গে 50MP টেলিফটো লেন্স এবং 8MP আল্ট্রাওয়াইড সেন্সর। এই কম্বিনেশন ফটোগ্রাফারদের জন্য এক আদর্শ অভিজ্ঞতা দেবে বলে মনে করা হচ্ছে।

নতুন Hyundai Aura S AMT ভার্সন লঞ্চ হল, 8.08 লক্ষ টাকায় Dzire এবং Amaze-কে দেবে টক্কর

Advertisements

পারফরম্যান্সের দিক থেকে X200 FE 5G সত্যিই দুর্দান্ত। এতে ব্যবহার করা হয়েছে MediaTek Dimensity 9300+ অক্টা-কোর চিপসেট, যা হাই-এন্ড গেমিং কিংবা মাল্টিটাস্কিংয়ের ক্ষেত্রে দারুণ পারফরম্যান্স দেবে। ফোনটি সর্বোচ্চ 16GB র‍্যাম এবং 512GB স্টোরেজ পর্যন্ত ভ্যারিয়েন্টে পাওয়া যাবে। অপারেটিং সিস্টেম হিসেবে থাকছে নতুন Android 15, যার ওপর চলে Vivo-র নিজস্ব FuntouchOS 15।

ভারতে Vivo X200 FE 5G এর দাম ও লঞ্চ অফার

ভারতীয় বাজারে Vivo X200 FE 5G এর 12GB RAM এবং 256GB স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম রাখা হয়েছে ₹54,999। অন্যদিকে 16GB RAM ও 512GB স্টোরেজ সংস্করণটি পাওয়া যাবে ₹59,999 টাকায়। তবে লঞ্চ অফার হিসেবে রয়েছে ₹15,000 পর্যন্ত ছাড়। যদি HDFC Bank, SBI Card অথবা Axis Bank ব্যবহার করে পেমেন্ট করা হয়, তাহলে ইনস্ট্যান্ট ডিসকাউন্ট হিসেবে ₹15,000 পর্যন্ত ছাড় পাওয়া যাবে।

এই ছাড়ের সঙ্গে আরও যুক্ত হয়েছে ₹15,000 টাকার এক্সচেঞ্জ বোনাস। অর্থাৎ পুরনো ফোন এক্সচেঞ্জ করে নতুন ফোনের দামে বাড়তি ছাড় নেওয়া যাবে। শুধু তাই নয়, Vivo এক বছরের অতিরিক্ত ওয়ারেন্টিও অফার করছে। যারা অডিও গ্যাজেট খোঁজেন, তারা Vivo TWS 3e কেবল ₹1,499 টাকায় কিনতে পারবেন, যা ডিসকাউন্টেড প্রাইসে পাওয়া যাবে। প্রসঙ্গত, এই সমস্ত অফার এবং ফিচারের জেরে মডেলটি ইতিমধ্যেই প্রিমিয়াম সেগমেন্টের একটি আকর্ষণীয় বিকল্প হয়ে উঠেছে। আগ্রহী ক্রেতারা Flipkart-এর মাধ্যমে সহজেই ফোনটি অর্ডার করতে পারবেন।