HomeBusinessTechnologyলঞ্চের আগেই প্রকাশ্যে এল Vivo S50 Pro Mini-এর স্পেসিফিকেশন

লঞ্চের আগেই প্রকাশ্যে এল Vivo S50 Pro Mini-এর স্পেসিফিকেশন

- Advertisement -

ডিসেম্বরে চীনে আনুষ্ঠানিকভাবে লঞ্চ হতে চলেছে Vivo S50 সিরিজ, যার অন্তর্ভুক্ত থাকবে দুটি মডেল—Vivo S50 এবং Vivo S50 Pro Mini। লঞ্চের আগে কোম্পানি তাদের Pro Mini ভ্যারিয়েন্টের মূল স্পেসিফিকেশন প্রকাশ করেছে। ইতিমধ্যেই নিশ্চিত হয়েছে যে এই ফোনে থাকবে কোয়ালকমের নতুন Snapdragon 8 Gen 5 প্রসেসর। পাশাপাশি থাকবে ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ, যার প্রধান আকর্ষণ Sony IMX882 সেন্সর।

Vivo S50 Pro Mini: ডিসপ্লে ও পারফরম্যান্সে বড় আপগ্রেড

চীনের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম Weibo-তে Vivo-র প্রোডাক্ট ম্যানেজার হান বক্সিয়াও ফোনটির স্পেসিফিকেশন শেয়ার করেছেন। তিনি জানান, Vivo S50 Pro Mini-কে একটি কমপ্যাক্ট ফ্ল্যাগশিপ মডেল হিসেবে আনা হচ্ছে, যেখানে থাকছে 6.31-inch-এর ফ্ল্যাট ডিসপ্লে। আকারে ছোট হলেও এতে দেওয়া হচ্ছে প্রিমিয়াম লেভেলের হার্ডওয়্যার।

   

ফোনটির শক্তি জোগাবে Snapdragon 8 Gen 5 চিপসেট, যার সঙ্গে থাকবে LPDDR5X Ultra RAM—এর সর্বোচ্চ স্পিড 9,600Mbps। স্টোরেজ হিসেবে ফোনে দেওয়া হবে UFS 4.1। Vivo জানিয়েছে, তাদের S-সিরিজে এই প্রথমবার ব্যবহার করা হচ্ছে সর্বশেষ এই ফ্ল্যাগশিপ Snapdragon প্রসেসর। বেঞ্চমার্কিং প্ল্যাটফর্ম AnTuTu-তে এই ফোনের স্কোর 3 মিলিয়নেরও বেশি বলে দাবি করা হয়েছে, যা পারফরম্যান্সে নতুন মানদণ্ড স্থাপন করবে।

ক্যামেরায় ফ্ল্যাগশিপ ফিচার

S50 Pro Mini-তে থাকছে ডুয়াল রিয়ার ক্যামেরা সিস্টেম। মূল ক্যামেরায় দেওয়া হয়েছে আল্ট্রা-সেন্সিটিভ লার্জ সেন্সর, যা কম আলোতেও উন্নত ছবি তোলার সক্ষমতা দেবে। এর সঙ্গে যুক্ত রয়েছে Sony IMX882 পেরিস্কোপ টেলিফটো লেন্স, যা সাধারণত কোম্পানির প্রিমিয়াম ফ্ল্যাগশিপ ফোনগুলিতেই দেখা যায়। সেলফি ও ভিডিও কলের জন্য রয়েছে 50-megapixel ফ্রন্ট ক্যামেরা। Vivo দাবি করেছে, ফোনটি তাদের ফ্ল্যাগশিপ ডিভাইসের মতো ফুল ফোকাল লেংথ জুম ফ্ল্যাশ সাপোর্ট প্রদান করবে।

হ্যাপটিক্স ও সিকিউরিটি ফিচারও উন্নত

ফোনটিতে হ্যাপটিক ফিডব্যাকের দায়িত্ব সামলাবে X-axis লিনিয়ার মোটর, যা গেমিং ও দৈনন্দিন ব্যবহারে আরও উন্নত অভিজ্ঞতা দেবে। সিকিউরিটির জন্য ফোনে দেওয়া হয়েছে 3D Ultrasonic Fingerprint 2.0 সেন্সর, যা দ্রুত ও আরও নির্ভুল বায়োমেট্রিক অথেন্টিকেশন নিশ্চিত করবে। পানি ও ধুলোর সুরক্ষায় ডিভাইসটি পেয়েছে IP68 + IP69 রেটিং, ফলে কঠিন পরিবেশেও ফোনটি নিরাপদ থাকবে।

ব্যাটারি ও চার্জিংয়ে বড় পাওয়ার প্যাক

Vivo নিশ্চিত করেছে যে S50 Pro Mini-তে থাকবে 6,500mAh ক্ষমতার “Blue Sea” ব্যাটারি, যা লম্বা সময় ব্যবহারের সুবিধা দেবে। চার্জিং ক্ষমতার ক্ষেত্রেও ফোনটি অত্যাধুনিক, কারণ এতে রয়েছে 90W ওয়্যার্ড ফাস্ট চার্জিং এবং 40W ওয়্যারলেস চার্জিং সাপোর্ট। ফলে কম সময়ে দ্রুত চার্জ হয়ে যাবে ডিভাইসটি।

S50 Pro Mini চীনে লঞ্চের আগে এতগুলি প্রিমিয়াম স্পেসিফিকেশন প্রকাশ্যে আসায় স্মার্টফোন দুনিয়ায় ইতিমধ্যেই উত্তেজনা তৈরি হয়েছে। কমপ্যাক্ট সাইজে ফ্ল্যাগশিপ পাওয়ার—এই দুইয়ের সমন্বয়ে ফোনটি বাজারে বড়সড় প্রভাব ফেলতে পারে বলেই মনে করা হচ্ছে।

- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular