HomeBharatবড় চমক, ভারতের গণ্ডি পেরিয়ে এবার এই দেশে শুরু হবে UPI পরিষেবা

বড় চমক, ভারতের গণ্ডি পেরিয়ে এবার এই দেশে শুরু হবে UPI পরিষেবা

- Advertisement -

এবার শুধু ভারতেই নয়, এবার বিদেশের মাটিতেও দাপিয়ে বেড়াতে চলেছে UPI। হ্যাঁ ঠিকই শুনেছেন। আর এই নিয়ে এবার বড়সড় ঘোষণা করলেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। আপনিও যদি ইউপিআই ব্যবহারকারী হয়ে থাকেন তাহলে আপনার জন্য রইল জরুরি খবর।

জানা যাচ্ছে, এবার ভারতের গণ্ডি পেরিয়ে মলদ্বীপেও এই পরিষেবা মিলবে। মলদ্বীপ সফরে গিয়েছেন বিদেশমন্ত্রী। আর সেখানে গিয়েই বড় ঘোষণা করলেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। জয়শঙ্কর বলেন, ভারত ও মলদ্বীপের মধ্যে ইউনিফাইড পেমেন্টস ইন্টারফেস বা UPI Payment চালু করার জন্য একটি চুক্তি স্বাক্ষর করেছে।

   

আসলে মালদ্বীপের পর্যটন খাতকে উৎসাহিত করতেই এই চুক্তি করা হয়েছে বলে খবর। শুক্রবার জয়শঙ্করের তিন দিনের মালদ্বীপ সফরের সময় এই সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। বিদেশমন্ত্রী জানান, “মালদ্বীপে ডিজিটাল পেমেন্ট সিস্টেম চালু করার জন্য ভারতের জাতীয় পেমেন্টস কর্পোরেশন এবং মালদ্বীপের অর্থনৈতিক উন্নয়ন ও বাণিজ্য মন্ত্রকের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। “

ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়ার তরফে এই ইউনিফাইড পেমেন্টস ইন্টারফেস (UPI) বানানো হয়েছে। এটি মোবাইল ফোনের মাধ্যমে আন্তঃব্যাংক লেনদেনের সুবিধার্থে একটি তাত্ক্ষণিক রিয়েল-টাইম পেমেন্ট সিস্টেম। মলদ্বীপের বিদেশমন্ত্রী মোসা জামিরের সঙ্গে বৈঠকের পর এক সাংবাদিক সম্মেলনে জয়শঙ্কর বলেন, ‘ভারত তার ইউপিআইয়ের মাধ্যমে ডিজিটাল লেনদেনের জগতে বিপ্লব এনেছে। বিশ্বের ৪০ শতাংশ রিয়েল-টাইম ডিজিটাল পেমেন্ট লেনদেন আমাদের দেশে হয়। এই বিপ্লব আমরা প্রতিদিনই দেখি। আমি আনন্দিত যে আজ এই সমঝোতা স্মারক স্বাক্ষরের মাধ্যমে আমরা মলদ্বীপে এই ডিজিটাল উদ্ভাবন আনার দিকে প্রথম পদক্ষেপ নিয়েছি। “

মোদী ক্যাবিনেটের এই মন্ত্রীর দাবি, “আমি এই চুক্তির জন্য সমস্ত অংশীদারদের অভিনন্দন জানাই এবং আশা করি যে খুব শীঘ্রই ইউপিআইয়ের সাথে মলদ্বীপ লেনদেন শুরু হবে। এই সুবিধা পর্যটন খাতে খুবই ইতিবাচক প্রভাব ফেলবে।”

- Advertisement -
Business Desk
Business Desk
Stay informed about the latest business news and updates from Kolkata and West Bengal on Kolkata 24×7
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular