এখন আরও সহজ UPI পেমেন্ট, পিন ছাড়াই হবে লেনদেন

UPI

ভারতে ডিজিটাল পেমেন্টের অভিজ্ঞতাকে আরও সহজ ও নিরাপদ করতে ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়া (NPCI) এবং রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া (RBI) একসঙ্গে ঘোষণা করেছে একাধিক নতুন পদক্ষেপ। মুম্বইয়ে আয়োজিত গ্লোবাল ফিনটেক ফেস্ট ২০২৫-এ উন্মোচিত এই উদ্যোগের মধ্যে সবচেয়ে বড় আকর্ষণ হলো বায়োমেট্রিক ও ওয়্যারেবল গ্লাস-ভিত্তিক অথেন্টিকেশন সিস্টেম। এই নতুন ফিচারের মাধ্যমে এখন ব্যবহারকারীরা UPI ট্রানজ্যাকশন করতে পারবেন ফিঙ্গারপ্রিন্ট বা ফেস আনলক ব্যবহার করে, অর্থাৎ আর পিন টাইপ করার দরকার হবে না। ব্যবহারকারীরা চাইলে তাদের পছন্দের অথেন্টিকেশন মোড হিসেবে এটি সক্রিয় করতে পারবেন, যা বাড়াবে নিরাপত্তা ও ব্যবহারিক সুবিধা।

Advertisements

UPI-এর নতুন নিয়মে কত টাকা পর্যন্ত পেমেন্ট সম্ভব

শুরুতে বায়োমেট্রিক অথেন্টিকেশনের মাধ্যমে ইউপিআই ট্রানজ্যাকশন সীমা নির্ধারিত হয়েছে ৫,০০০ টাকা পর্যন্ত, যা পরবর্তীতে পর্যালোচনার ভিত্তিতে বাড়ানো হতে পারে। এই সীমার মধ্যে থাকা পেমেন্টগুলোতে এখন ব্যবহারকারীরা তাদের স্মার্টফোনের ফিঙ্গারপ্রিন্ট সেন্সর বা ফেস আইডি দিয়েই পেমেন্ট অথরাইজ করতে পারবেন। এই ব্যবস্থা বিশেষ করে বয়স্ক ব্যবহারকারী বা ডিজিটাল সিস্টেমে কম অভ্যস্ত মানুষদের জন্য হবে অত্যন্ত সুবিধাজনক।

পিন ছাড়াই পেমেন্ট, আরও নিরাপদ অভিজ্ঞতা

এই ফিচারের ফলে ব্যবহারকারীদের আর ইউপিআই পিন মনে রাখা বা টাইপ করার ঝামেলা থাকবে না, যা অনেক সময় ভুল পিনের কারণে ট্রানজ্যাকশন ফেল হওয়ার আশঙ্কা কমাবে। একইসঙ্গে, পিন চুরি বা শেয়ার হয়ে যাওয়ার ঝুঁকিও থাকবে না। যেহেতু ফিঙ্গারপ্রিন্ট ও ফেস ডেটা অনন্য, তাই এটি হ্যাক বা নকল করা প্রায় অসম্ভব। ফলে বায়োমেট্রিক অথেন্টিকেশন পেমেন্টকে করবে আরও সুরক্ষিত ও নির্ভরযোগ্য।

এনপিসিআই জানিয়েছে, বায়োমেট্রিক অথেন্টিকেশন ব্যবহারের আগে ব্যবহারকারীর সুস্পষ্ট সম্মতি ও সিকিউরিটি চেক বাধ্যতামূলক। যদি কোনো ব্যবহারকারী নতুন ডিভাইসে ইউপিআই লগইন করেন, তাহলে পুনরায় অনুমতি দিতে হবে। তাছাড়া যদি কেউ তার ইউপিআই পিন রিসেট করেন, তাহলে ব্যাংক ওই অ্যাকাউন্টের বায়োমেট্রিক অথেন্টিকেশন সাময়িকভাবে নিষ্ক্রিয় করবে, যতক্ষণ না ব্যবহারকারী নিজে সেটি পুনরায় চালু করেন।

Advertisements

নিরাপত্তা বজায় রাখতে প্রতিটি ইউপিআই অ্যাপকে প্রতি বছরে অন্তত একবার এনক্রিপশন কী আপডেট করতে হবে, এবং যদি কোনো ব্যবহারকারী ৯০ দিন বায়োমেট্রিক পেমেন্ট না করেন, তাহলে ফিচারটি স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যাবে এবং পুনরায় চালু করতে ব্যবহারকারীর অনুমোদন লাগবে।

যখন এই ফিচারটি আপনার ইউপিআই অ্যাপে সক্রিয় হবে, তখন পেমেন্ট করার জন্য প্রথমে অ্যাপটি খুলে ট্রানজ্যাকশন শুরু করতে হবে। রিসিভারের QR কোড স্ক্যান করুন বা কন্টাক্ট সিলেক্ট করুন, তারপর পেমেন্টের পরিমাণ লিখে ব্যাংক অ্যাকাউন্ট নির্বাচন করুন। যেখানে পিন দেওয়ার অপশন আসে, সেখানে “Use Biometric” বেছে নিন। এরপর আপনার আঙুলের ছাপ দিন বা ক্যামেরার দিকে তাকান, আর কয়েক সেকেন্ডের মধ্যেই পেমেন্ট সম্পন্ন হবে—কোনো পিন না দিয়েই।

সব মিলিয়ে, এনপিসিআই-এর এই নতুন বায়োমেট্রিক অথেন্টিকেশন সিস্টেম ভারতে UPI পেমেন্টকে আরও স্মার্ট, দ্রুত ও নিরাপদ করে তুলবে। ডিজিটাল ইন্ডিয়ার এই পদক্ষেপ ভবিষ্যতের পেমেন্ট পদ্ধতিতে এনে দেবে এক নতুন মাত্রা।