শীঘ্রই লঞ্চ হতে চলেছে Oppo Reno সিরিজ, প্রকাশ্যে কিছু ফিচার

Oppo Reno

হাতে স্মার্টফোন নেই বর্তমানে এমন মানুষ খুব কমই আছেন। কারণ সাম্প্রতিক সময় আমাদের যেকোনো কাজে যেটি সবথেকে প্রয়োজনীয় সেটি হলো এই স্মার্টফোন। এক কথায় বলা যায়, ভারতের মতো উন্নয়নশীল দেশকে পুরোপুরি ভাবে বদলে দিয়েছে এই সমস্ত বিভিন্ন নামি দামি সংস্থার স্মার্টফোন। বর্তমানে ভারতের বাজারে যে সমস্ত স্মার্টফোন রয়েছে তাঁদের মধ্যে অন্যতম হলো oppo।

বেশ কিছু বছর ধরে ভারতীয় বাজারে রাজত্ব করছে চীনা এই স্মার্টফোন নির্মাণকারী সংস্থা। আর সম্প্রতি তারা লঞ্চ করতে চলেছে Oppo Reno 10। সংস্থার পক্ষ থেকে জানা গিয়েছে, আগামী মাসেই ভারতের বাজারে লঞ্চ হতে চলেছে Oppo Reno 10, Oppo Reno 10 Pro এবং Oppo Reno 10 Pro+।

   

তবে ঠিক কবে লঞ্চ হবে কিংবা কত দাম হবে সেটা এখনো পর্যন্ত জানা যায়নি। দীর্ঘদিন ধরে oppo প্রেমীরা অপেক্ষা করছিলেন এই নতুন সিরিজের জন্য। খুব দ্রুত তাদের আশা পূরণ হতে চলেছে বলে জানা গিয়েছে। একই সাথে এই সিরিজে চমক হিসেবে থাকতে চলেছে টেলিফটো ক্যামেরা সেন্সর।
Sony র 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরার সাথে থাকছে টেলিফটো 32 মেগাপিক্সেল ক্যামেরা সেন্সর।

তবে Oppo Reno 10 Pro+ এর মধ্যে থাকছে 64 মেগাপিক্সেলের প্রাইমারি টেলিফটো ক্যামেরা সেন্সর। তার সাথে পাওয়া যাবে 32 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা। ফোনটি পাওয়া যাবে 12gb RAM এবং 256gb ইন্টার্নাল স্টোরেজের সাথে।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন