Air Cooler: কুলার চালালে আঁশটে গন্ধ ছড়াচ্ছে! ব্যবহার করুন লেবুর রস এবং ভিনিগার

রাজ্যে বাড়তে শুরু করেছে তাপমাত্রা আর তার সাথেই বাড়িতে বাড়িতে চলতে শুরু করেছে এসি এবং কুলার (Air Cooler)। যদি মধ্যবর্তী বাঙালি এসির থেকে কুলারের হাতেই বেশি স্বাচ্ছন্দ।

Air coolers for home use

রাজ্যে বাড়তে শুরু করেছে তাপমাত্রা আর তার সাথেই বাড়িতে বাড়িতে চলতে শুরু করেছে এসি এবং কুলার (Air Cooler)। যদি মধ্যবর্তী বাঙালি এসির থেকে কুলারের হাতেই বেশি স্বাচ্ছন্দ। কারণ এসে তুলনায় কুলারের খরচ অনেকটাই কম সেই সাথে রক্ষণাবেক্ষণ নেই অন্যদিকে তীব্র গরমে কয়েক লিটার ঠান্ডা জল ঢেলেই আপনার ঘরকে ঠান্ডা করে তুলতে পারে কুলার।

Advertisements

অন্যদিকে বিদ্যুতের বিল সেই ভাবে আসে না। তাই গরমকালে মধ্যবিত্ত বাঙালির প্রথম পছন্দ এই কুলার। যদিও দীর্ঘদিন ব্যবহারের ফলে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় কুলার থেকে বিশ্রী গন্ধ বেরোতে শুরু করেছে। শুধু তাই নয়, কুলারের অংশে মরচে ধরে যায় মাঝেমধ্যে।

বিজ্ঞাপন

অন্যদিকে কুলারের মরচে তুলতে হিমশিম খায় আমরা সকলে অনেক সময় ভালোভাবে পরিষ্কার হয় না কুলার আর তার ফলেই বিভিন্ন রকম রোগ সৃষ্টি হয়। কিন্তু আজকের এই প্রতিবেদন পড়ার পরে আপনি খুব সহজেই পারবেন আপনার কুলারে জমে থাকা মরচে তুলতে। আমাদের সকলের বাড়িতেই লেবু থাকে যা রান্নায় এক অন্য মাত্রা নিয়ে আসে।

অন্যদিকে যে কোন ধরনের দাগ সহজে তুলে ফেলতে পারে লেবুর রস। তাই গোটা লেবু কেটে তার রস বের করে নিতে হবে প্রথমে এবং তার সাথে পরিমাণ মতো ভিনেগার মিশিয়ে কুলারের যে সমস্ত অংশে মরচে ধরেছে সেই সমস্ত অংশে ভালোভাবে লাগিয়ে দিতে হবে এই মিশ্রণ। মিশন লাগানোর ১০ ১৫ মিনিট পর পরিষ্কার কাপড় দিয়ে মুছে ফেলুন কুলারের মরচে ধরা অংশটি দেখবেন একেবারে নতুনের মত হয়ে গেছে সে অংশ।

#aircooler #odorremoval #lemonjuice #vinegar #airpurification #homeappliances