X Down:  ভারতজুড়ে ‘X’ বিভ্রাট, মাথায় হাত ব্যবহারকারীদের

আজ বৃহস্পতিবার ভারতজুড়ে টুইটার বা ‘X’ বিভ্রাট দেখা দিল। ইলন মাস্কের এক্স (পূর্বে টুইটার) বৃহস্পতিবার সকাল ১০:৪১টার দিকে ব্যাপক বিভ্রাটের সম্মুখীন হয় বলে অভিযোগ। এক্স সম্পূর্ণরূপে কাজ করা বন্ধ করে দিয়েছে বলে খবর।

Advertisements

আউটেজ ট্র্যাকারদের লাইভ আউটেজ ম্যাপ অনুসারে, ব্যবহারকারীরা দিল্লি, জয়পুর, লখনউ, কটক, আহমেদাবাদ, মুম্বাই, হায়দরাবাদ, বেঙ্গালুরু এবং অন্যান্য শহরগুলির হটস্পটগুলির সাথে ভারতের বিভিন্ন প্রান্ত থেকে এক্স-এর সমস্যার কথা জানিয়েছেন।

উল্লেখ্য, মেটা মালিকানাধীন প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ এবং ইনস্টাগ্রাম এই মাসের শুরুতে এক ঘন্টা   বিভ্রাটের শিকার হয়েছিল। চলতি বছরের মার্চে ফেসবুক, ইনস্টাগ্রাম, মেসেঞ্জার ও থ্রেডস বিভ্রাটের মুখে পড়েছিল, যখন ব্যবহারকারীরা প্রায় দুই ঘণ্টা অ্যাপগুলোতে ঢুকতে পারেননি। 

Advertisements

৪৮০ জনেরও বেশি ব্যবহারকারী জানিয়েছেন যে তারা ‘এক্স’ ব্যবহার করতে পারছেন না। ৫৮ শতাংশেরও বেশি ব্যবহারকারী ওয়েবসাইটে সমস্যার কথা জানিয়েছেন, ২৮ শতাংশ ব্যবহারকারী অ্যাপ্লিকেশনটিতে সমস্যার কথা জানিয়েছেন এবং ১৫ শতাংশ সার্ভার সংযোগে সমস্যার কথা জানিয়েছেন। যদিও এই প্রসঙ্গে ‘X’-এর তরফে কিছু জানানো হয়নি।