টিভিই এবার কম্পিউটার! জিও নিয়ে আসছে নতুন যুগের পরিষেবা ‘JioPC’

টিভিকে এবার বানানো যাবে একটি সম্পূর্ণ কর্মক্ষম কম্পিউটার – এমনই অভিনব প্রযুক্তি নিয়ে আসছে মুকেশ আম্বানির রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের ডিজিটাল শাখা, জিও প্ল্যাটফর্মস। সংস্থার তরফে ঘোষণা…

Jio

টিভিকে এবার বানানো যাবে একটি সম্পূর্ণ কর্মক্ষম কম্পিউটার – এমনই অভিনব প্রযুক্তি নিয়ে আসছে মুকেশ আম্বানির রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের ডিজিটাল শাখা, জিও প্ল্যাটফর্মস। সংস্থার তরফে ঘোষণা করা হয়েছে, তারা চালু করতে চলেছে ‘JioPC’ নামের একটি নতুন এআই-চালিত পরিষেবা। সেট-টপ বক্সের মাধ্যমে টিভিকেই করে তোলা যাবে কম্পিউটার।

জানা গিয়েছে, জিও ফাইবার ব্রডব্যান্ড গ্রাহকরা বিনামূল্যেই এই সুবিধা পাবেন। যাঁদের জিও সংযোগ নেই, তাঁরা চাইলে ₹৫,৪৯৯ মূল্যে এটি কিনতে পারবেন। বর্তমানে এটি ট্রায়াল মোডে রয়েছে এবং ওয়েটলিস্ট অনুযায়ী ধাপে ধাপে পরিষেবা দেওয়া শুরু করবে জিও। একবার ইনভাইট পেলেই, কেবল একটি কি–বোর্ড ও মাউস সংযোগ করলেই টিভি স্ক্রিনে চালু হয়ে যাবে ভার্চুয়াল ডেস্কটপ।

   

তবে প্রাথমিক পর্যায়ে থাকায় এই ভার্সনে ক্যামেরা ও প্রিন্টার সংযোগের সুবিধা থাকছে না। জিও-র ওয়েবসাইট থেকে জানা যাচ্ছে, আগে থেকে ইনস্টল করে রাখা ওপেন সোর্স লিব্রা অফিস দিয়েই কাজ চালাতে হবে। তবে ব্রাউজারের সাহায্যে মাইক্রোসফট অফিস অ্যাপের অ্যাক্সেসও মিলবে। তবে সেটুকু সীমাবদ্ধতা বাদ দিলে জিওপিসি নিয়ে বেশ আগ্রহী ওয়াকিবহাল মহল।

Advertisements

উল্লেখ্য, ভারতের মাত্র ১৫ শতাংশ বাড়িতে কম্পিউটার থাকলেও, ৭০ শতাংশ ঘরে রয়েছে টিভি। কিন্তু জিও এবার সেই ব্যবধান ঘোচাতে চায়। অতীতে মোবাইল ডেটা বিপ্লব ঘটিয়ে দেশজুড়ে ইন্টারনেট ব্যবহারে বড়সড় পরিবর্তন এনেছিলেন মুকেশ আম্বানি। এবার তাঁর লক্ষ্য, ঘরে ঘরে কম খরচে কম্পিউটার পৌঁছে দেওয়া। ‘JioPC’-র হাত ধরে টেকনোলজির আরও এক নতুন অধ্যায় শুরু হওয়ার অপেক্ষায় দেশ।

আমাদের Google News এ ফলো করুন

২৪ ঘণ্টার বাংলা নিউজ, ব্রেকিং আপডেট আর এক্সক্লুসিভ স্টোরি সবার আগে পেতে ফলো করুন।

Google News Follow on Google News