আসছে বিশ্বের দ্রুততম সুপার কম্পিউটার! নয়া ঘোষণা ফেসবুকের

Facebook (ফেসবুক)-র কোম্পানি Meta (মেটা) এবার আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা AI সুপার কম্পিউটার চালু করার ঘোষণা করল। সংস্থার মতে এটি বিশ্বের দ্রুততম সুপার কম্পিউটার, যা লঞ্চ হতে পারে আগামী বছর অর্থাৎ ২০২৩ সালের মাঝামাঝি সময়ে । উল্লেখ্য, এর নাম দেওয়া হয়েছে রিসার্চ সুপারক্লাস্টার (RSC) কম্পিউটার যা প্রস্তুত হবে এই বছরের মাঝামাঝি নাগাদ।

আসুন সোশ্যাল মিডিয়া জায়ান্ট নির্মিত এই বিশেষ সুপার কম্পিউটার সম্পর্কে খুঁটিনাটি জেনে নিই…

   

Meta-র RSC সুপার কম্পিউটারের সুবিধা ও ব্যবহার

১. পরবর্তী প্রজন্মের সুপার কম্পিউটার প্রতি সেকেন্ডে কুইন্টিলিয়ন গাণিতিক হিসাব করতে সক্ষম হবে। অবগতির জন্য বলে রাখি, ১ কুইন্ট্রিলিয়নে ১০টি শূন্য রয়েছে। সেক্ষেত্রে এই ধরনের গবেষণায় নতুন কম্পিউটারটি ব্যবহার করা হবে বলেই জুকারবার্গ এর নাম দিয়েছেন এআই রিসার্চ সুপারক্লাস্টার (RSC)।

২. আরএসসি (RSC) কম্পিউটার মেশিন লার্নিংকে লক্ষ্য করে ডিজাইন করা হয়েছে। ২০২২ সাল শেষের আগে এর দ্বিতীয় পর্বের কাজ শেষ হবে। সেই সময়ে এটিতে মোট ১৬,০০০ জিপিইউ থাকবে। এটির কন্টেন্ট, মেটার ব্যবসায় ব্যবহার করা হবে।

৩. নতুন মেটা সুপার কম্পিউটার সাধারণ কম্পিউটারের চেয়ে বহুগুণ দ্রুত। এছাড়াও, সুপার কম্পিউটার সহজে জটিল থেকে জটিলতর গণনা করতে পারে। তবে এটি ফেসবুক প্ল্যাটফর্মে ঘৃণামূলক মন্তব্য বন্ধ করতে ব্যবহার করা হবে বলে মনে হচ্ছে।

৪. আরএসসি কম্পিউটার, অগমেন্টেড রিয়েলিটিতেও ব্যবহার করা হবে। এটি, সেকেন্ডে ট্রিলিয়ন অপারেশন করতে সক্ষম। তাছাড়া এই কম্পিউটারের সাহায্যে লাখো লাখো ব্যবহারকারী রিয়েল টাইমে বিভিন্ন ভাষায় কথা বলতে পারবেন। 

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন