TECNO Spark Go 5G কিনুন ১০,০০০-এর কমে, লঞ্চ হয়ে গেল সবচেয়ে পাতলা ও হালকা স্মার্টফোন

টেকনো ভারতীয় বাজারে তাদের নতুন 5G স্মার্টফোন TECNO Spark Go 5G লঞ্চ করল। এই ফোনের বিশেষত্ব হল, এর দাম ১০ হাজার টাকারও কম হলেও এটি…

TECNO Spark Go 5G Launched

টেকনো ভারতীয় বাজারে তাদের নতুন 5G স্মার্টফোন TECNO Spark Go 5G লঞ্চ করল। এই ফোনের বিশেষত্ব হল, এর দাম ১০ হাজার টাকারও কম হলেও এটি সেগমেন্টের সবচেয়ে পাতলা ও হালকা 5G ফোন। একমাত্র ৪ জিবি স্ট্যান্ডার্ড র‍্যাম ও ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টে ফোনটি লঞ্চ হয়েছে, যার দাম রাখা হয়েছে ৯,৯৯৯ টাকা। ফোনটি চারটি আকর্ষণীয় রঙে পাওয়া যাবে — স্কাই ব্লু, ইঙ্ক ব্ল্যাক, টারকোয়িজ গ্রীন এবং ঐতিহ্যবাহী ‘বিকানের রেড’। ফোনটির প্রথম বিক্রি শুরু হবে ২১ আগস্ট ২০২৫ থেকে, যা দেশের সমস্ত রিটেল স্টোরে এবং Flipkart-এ পাওয়া যাবে।

TECNO Spark Go 5G: ডিজাইন ও ডিসপ্লে

ফোনটিকে টেকনো দাবি করছে সেগমেন্টের সবচেয়ে হালকা ও পাতলা মডেল হিসেবে। এর ওজন মাত্র ১৯৪ গ্রাম এবং থিকনেস মাত্র ৭.৯৯ মিমি। ফোনটিতে ৬.৭৪ ইঞ্চির বড় ডিসপ্লে রয়েছে, যা ১২০ হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করে, ফলে স্ক্রলিং ও অ্যানিমেশন আরও স্মুথ হবে। ফোনটি অ্যান্ড্রয়েড ১৫-ভিত্তিক HiOS 15-এ চলে, যা নতুন ফিচার ও উন্নত UI প্রদান করে।

   

পারফরম্যান্স ও ব্যাটারি

ফোনটিতে রয়েছে MediaTek Dimensity 6400 চিপসেট, যা 5G কানেক্টিভিটির সঙ্গে দ্রুত পারফরম্যান্স নিশ্চিত করে। ৪ জিবি স্ট্যান্ডার্ড র‍্যামের পাশাপাশি ৪ জিবি ভার্চুয়াল র‍্যাম সাপোর্ট থাকায় মোট ৮ জিবি র‍্যাম পারফরম্যান্স পাওয়া যায়। ১২৮ জিবি ইন্টারনাল স্টোরেজ থাকায় বড় ফাইল, ছবি ও ভিডিও সহজে সংরক্ষণ করা যাবে। TECNO Spark Go 5G-তে ৬০০০ এমএএইচ ব্যাটারি রয়েছে, যা দীর্ঘ সময় ব্যবহার উপযোগী এবং IP67 রেটিংয়ের ফলে জল ও ধুলো প্রতিরোধী।

Flipkart Freedom Sale-এ প্রিমিয়াম স্মার্টফোনে বড় ছাড়, তালিকায় iPhone, Samsung সহ আরও এক

Advertisements

ফোনটির অন্যতম বড় আকর্ষণ হল ‘নো নেটওয়ার্ক কমিউনিকেশন’ ফিচার, যা এই সেগমেন্টে প্রথম। এর মাধ্যমে ব্যবহারকারীরা যোগ্য টেকনো ফোনে কোনো সেলুলার নেটওয়ার্ক ছাড়াই কল বা মেসেজ পাঠাতে পারবেন। এছাড়াও, এতে রয়েছে Ella AI অ্যাসিস্ট্যান্ট, যা বাংলা, হিন্দি, মারাঠি, গুজরাটি ও তামিল সহ একাধিক ভারতীয় ভাষায় কাজ করতে সক্ষম।

ফোনটিতে AI রাইটিং অ্যাসিস্ট্যান্ট এবং গুগলের ‘সার্কেল টু সার্চ’-এর মতো স্মার্ট ফিচারও রয়েছে, যা ব্যবহারকারীর অভিজ্ঞতাকে আরও উন্নত করবে। প্রসঙ্গত, সাশ্রয়ী মূল্যে আধুনিক ডিজাইন, শক্তিশালী ব্যাটারি, উন্নত AI ফিচার ও দ্রুত 5G পারফরম্যান্সের সমন্বয়ে TECNO Spark Go 5G নিঃসন্দেহে বাজেট সেগমেন্টে বড়সড় চমক হয়ে উঠতে পারে।