বিশ্বের সবচেয়ে পাতলা স্মার্টফোন! TECNO POVA Slim 5G ভারতে আসছে ৪ সেপ্টেম্বর, বিস্তারিত জানুন

স্মার্টফোন কেনার পরিকল্পনা করছেন? তবে আপনার জন্য রয়েছে দারুণ খবর। টেকনো ঘোষণা করেছে যে, তাদের জনপ্রিয় POVA সিরিজের নতুন মডেল TECNO POVA Slim 5G ভারতীয়…

TECNO POVA Slim 5G

স্মার্টফোন কেনার পরিকল্পনা করছেন? তবে আপনার জন্য রয়েছে দারুণ খবর। টেকনো ঘোষণা করেছে যে, তাদের জনপ্রিয় POVA সিরিজের নতুন মডেল TECNO POVA Slim 5G ভারতীয় বাজারে আনুষ্ঠানিকভাবে লঞ্চ হতে চলেছে আগামী ৪ সেপ্টেম্বর দুপুর ১২টায়। কোম্পানির দাবি, এটি হবে বিশ্বের সবচেয়ে পাতলা 5G স্মার্টফোন, যার সঙ্গে মিলবে অত্যাধুনিক 3D কার্ভড ডিসপ্লে। ইতিমধ্যেই ফ্লিপকার্টে ফোনটির মাইক্রোসাইট লাইভ হয়েছে, যেখানে একাধিক বিশেষ ফিচার টিজ করা হয়েছে।

TECNO POVA Slim 5G: ইউনিক ক্যামেরা মডিউল ও ডিজাইন

ফ্লিপকার্ট লিস্টিং থেকে জানা গিয়েছে, TECNO POVA Slim 5G বিক্রির জন্য একমাত্র এই প্ল্যাটফর্মেই পাওয়া যাবে। টিজার ইমেজে দেখা গিয়েছে, ফোনটির ক্যামেরা মডিউল একেবারেই ইউনিক স্টাইলে তৈরি। এটি পিল-শেপড ডিজাইনের, যা হরাইজন্টাল অবস্থানে বসানো হয়েছে। ক্যামেরার দুই প্রান্তে লেন্স রয়েছে এবং মাঝখানে রাখা হয়েছে একটি LED ফ্ল্যাশ। আরও আকর্ষণীয় বিষয় হল এর ডায়নামিক মুড লাইট ডিজাইন, যেখানে ক্যামেরার চারপাশে LED লাইট যুক্ত থাকবে। এই বিশেষ ফিচার ফোনটিকে অন্যান্য স্মার্টফোনের ভিড় থেকে আলাদা করে তুলবে।

   

AI প্রযুক্তি ও বিশেষ ফিচার

টেকনো তাদের এই ফোনে AI প্রযুক্তির ব্যবহারকে এক নতুন মাত্রায় নিয়ে গিয়েছে। ফোনটিতে থাকবে Ella AI অ্যাসিস্ট্যান্ট, যা একাধিক ভারতীয় ভাষায় সাপোর্ট করবে। এছাড়াও মিলবে AI রাইটিং অ্যাসিস্ট্যান্ট, যা ব্যবহারকারীদের লেখালিখির ক্ষেত্রে সাহায্য করবে। আরেকটি বিশেষ ফিচার হলো কার্সেল টু সার্চ, যা সার্চ অভিজ্ঞতাকে আরও দ্রুত এবং সহজ করবে। ফোনটি এমনকি নো নেটওয়ার্ক কমিউনিকেশন ফিচার সমর্থন করবে, যার মাধ্যমে সেলুলার নেটওয়ার্ক ছাড়াই কল করা সম্ভব হবে।

১০ বছর পর বাতিল হয়ে যায় PAN Card? কী বলছে আয়কর দফতরের ১৯৬১ সালের আইন

Advertisements

সম্ভাব্য স্পেসিফিকেশন

আগের রিপোর্ট এবং গীকবেঞ্চ লিস্টিং থেকে জানা গিয়েছে, টেকনো POVA-এর এই 5G ফোনে থাকবে MediaTek Dimensity 6400 প্রসেসর এবং ARM Mali G57 GPU। ফোনটি সর্বশেষ Android 15 OS-এ চলবে এবং ৮জিবি ব়্যাম আসতে পারে। ডিসপ্লের রেজোলিউশন হবে ১০৮০ x ২৪০০ পিক্সেল, যা ভিজ্যুয়াল অভিজ্ঞতাকে করবে আরও তীক্ষ্ণ। এছাড়া থাকবে NFC কানেক্টিভিটি এবং শক্তিশালী ৫০০০mAh ব্যাটারি, যা দীর্ঘ সময় ব্যবহার নিশ্চিত করবে।

সব মিলিয়ে, টেকনো TECNO POVA Slim 5G শুধু বিশ্বের সবচেয়ে পাতলা স্মার্টফোন হিসেবেই নয়, বরং উন্নত AI ফিচার, ইউনিক ক্যামেরা মডিউল এবং শক্তিশালী ব্যাটারির কারণে স্মার্টফোন মার্কেটে বিশেষ আগ্রহ তৈরি করেছে। আগামী ৪ সেপ্টেম্বরের লঞ্চের পর এটি ভারতের টেকপ্রেমীদের মধ্যে যে আলোড়ন তুলবে, তা বলাই যায়।